অধ্যায় ১৩
নেফী দর্শনে অযিহূদীদের মধ্যে স্থাপিত শয়তানের মন্ডলী দেখলেন, এবং আমেরিকার আবিষ্কার এবং উপনিবেশ, বাইবেলের অনেক সাধারণ এবং মূল্যবান অংশের হারিয়ে যাওয়া, অযিহূদীদের ধর্মত্যাগের পরিণতি, সুসমাচারের পুনঃপ্রতিষ্ঠা, শেষকালীন ধর্মগ্রন্থের আবির্ভাব, এবং সিয়োন নির্মাণও দেখলেন। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো যে, স্বর্গদূত আমার কাছে কথা বলেছিলেন, বললেন: দেখো! এবং আমি তাকালাম এবং অনেক জাতি ও রাজ্য দেখলাম।
২ এবং স্বর্গদূত আমাকে বললেন: তুমি কি দেখেছো? এবং আমি বললাম: আমি অনেক জাতি ও রাজ্য দেখেছি।
৩ এবং তিনি আমাকে বললেন: এগুলো অযিহূদীদের রাজ্য এবং দেশ।
৪ এবং এটা ঘটলো যে আমি অযিহূদীদের মধ্যে একটা বিশাল মণ্ডলীর গঠন দেখলাম।
৫ এবং স্বর্গদূত আমাকে বললেন: দেখো একটা মণ্ডলীর গঠন যা অন্য সমস্ত মণ্ডলীর চেয়েও ঘৃণ্য, যা ঈশ্বরের ধার্মিকদের হত্যা করে, হ্যাঁ, এবং তাঁদের অত্যাচার করে এবং তাঁদের বেঁধে রাখে, এবং তাঁদের লোহার যোঁয়ালি দিয়ে আটকে রাখে, এবং তাঁদের বন্দিদশায় নিয়ে আসে।
৬ এবং এটা ঘটলো যে আমি এই বিশাল এবং ঘৃণ্য মণ্ডলী দেখলাম; এবং আমি শয়তানকে দেখলাম যে এর প্রতিষ্ঠাতা।
৭ এবং আরও আমি সোনা, ও রৌপ্য, ও রেশম, ও লাল বস্ত্র, ও সূক্ষ্মভাবে পাকানো লিনেন বস্ত্র দেখলাম, এবং সমস্ত রকমের মূল্যবান পোশাকও দেখলাম; এবং আমি অনেক পতিতাদের দেখলাম।
৮ এবং স্বর্গদূত আমার সাথে কথা বললেন: দেখো এই সোনা, ও রূপা, ও রেশম, ও লাল রঙের বস্ত্র, ও সূক্ষ্মভাবে পাকানো লিনেন বস্ত্র, এবং এই মূল্যবান পোশাক, এবং পতিতারা, হলো এই বিশাল এবং ঘৃণ্য মণ্ডলীর বাসনা।
৯ এবং জগতের খ্যাতির জন্য তারা ঈশ্বরের ধার্মিকদের ধ্বংস করে, এবং তাঁদের বন্দী করে নিয়ে আসে।
১০ এবং এটা ঘটলো যে, আমি তাকালাম এবং মহা জলরাশি দেখলাম; এবং সেগুলো আমার ভাইদের বংশধরদের থেকে অযিহূদীদের বিভক্ত করেছে।
১১ এবং এটা ঘটলো যে, স্বর্গদূত আমাকে বললেন: দেখো তোমার ভাইদের বংশধরদের উপর ঈশ্বরের ক্রোধ এসেছে।
১২ এবং আমি তাকালাম এবং অযিহূদীদের মধ্যে একজন ব্যাক্তিকে দেখলাম, যে মহা জলরাশির দ্বারা আমার ভাইদের বংশধরদের থেকে আলাদা ছিলো; এবং আমি ঈশ্বরের আত্মাকে দেখলাম, যিনি নেমে এসে ব্যাক্তিটাকে প্রভাবিত করলেন; এবং তিনি মহা জলরাশি ছাড়িয়ে এগিয়ে গেলেন, এমনকি আমার ভাইদের বংশধরদের কাছে, যারা প্রতিশ্রুত ভূমিতে ছিলো।
১৩ এবং এটা ঘটলো যে, আমি ঈশ্বরের আত্মাকে দেখলামযে, তিনিঅন্য অযিহূদীদের প্রভাবিত করলেন; এবং তারা বন্দীদশা থেকে বেরিয়ে, মহা জলরাশির দিকে পৌঁছালো।
১৪ এবং এটা ঘটলো যে, আমি প্রতিশ্রুত ভূমিতে অনেক অযিহূদীদের ভিড় দেখলাম; এবং আমি ঈশ্বরের ক্রোধ দেখলামযে, সেটা আমার ভাইদের বংশধরদের উপর ছিলো; এবং তারা অযিহূদীদের সামনে ছড়িয়ে গেলো ও আঘাতপ্রাপ্ত হলো।
১৫ এবং আমি প্রভুর আত্মাকে দেখলামযে, তিনি অযিহূদীদের উপর ছিলেন, এবং তারা উন্নতি করেছিলো এবং তাদের উত্তরাধিকারের জন্য ভূমি লাভ করেছিলো; এবং আমি দেখলাম যে তারা সাদা, এবং অত্যন্ত ফর্সা এবং সুন্দর ছিলো, আমার লোকদের মতন তাদের হত্যা করার আগে।
১৬ এবং এটা ঘটলো যে আমি, নেফী, দেখলাম যে অযিহূদীরা যারা বন্দিদশা থেকে বেরিয়েছিলো তারা প্রভুর সামনে নিজেদের নম্র করলো; এবং প্রভুর ক্ষমতা তাদের সঙ্গে ছিলো।
১৭ এবং আমি দেখলাম যে তাদের আদি অযিহূদীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জলের উপরে, এবং ভূমিতে একত্রিত হয়েছে।
১৮ এবং আমি দেখলাম যে ঈশ্বরের ক্ষমতা তাদের সাথে ছিলো, এবং এটাও যে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যারা একত্রিত হয়েছিলো তাদের সকলের উপর ঈশ্বরের ক্রোধ ছিলো।
১৯ এবং আমি, নেফী, দেখলাম যে অযিহূদীরা যারা বন্দিদশা থেকে বেরিয়ে গিয়েছিলো তারা ঈশ্বরের ক্ষমতার দ্বারা অন্যান্য সমস্ত জাতির হাত থেকে উদ্ধার পেয়েছিলো।
২০ এবং এটা ঘটলো যে আমি, নেফী, দেখলাম যে তারা সেই ভূমিতে উন্নতি করেছে; এবং আমি একটা বই দেখলাম, এবং এটা তাদের মধ্যে প্রদান করা হয়েছে।
২১ এবং স্বর্গদূত আমাকে বললেন: তুমি কি বইটার অর্থ জানো?
২২ এবং আমি তাঁকে বললাম: আমি জানি না।
২৩ এবং তিনি বললেন: দেখো এটা একজন যিহূদীর মুখ থেকে বের হয়েছে। এবং আমি, নেফী, তা দেখলাম; এবং তিনি আমাকে বললেন: তুমি যে বইটা দেখেছো তা যিহূদীদের একটা বিবরণ, যা প্রভুর চুক্তিগুলো ধারণ করে, যে চুক্তি তিনি ইস্রায়েলের বংশধরদের সাথে করেছিলেন; এবং এটা পবিত্র ভাববাদীদের অনেক ভবিষ্যদ্বাণীও ধারণ করে; এবং এটা পিতলের ফলকের উপর খোদাই করা বিবরণগুলোর মতো একটা নথি, তবে এখানে এতটা বেশি নেই; তবুও, এগুলো প্রভুর চুক্তি ধারণ করে, যে চুক্তি তিনি ইস্রায়েলের বংশধরদের সাথে করেছিলেন; তাই, অযিহূদীদের কাছে সেগুলোর মূল্য অনেক।
২৪ এবং প্রভুর স্বর্গদূত আমাকে বললেন: তুমি দেখলে যে বইটা একজন যিহূদীর মুখ থেকে এসেছে; এবং যখন এটা একজন যিহূদীর মুখ থেকে বেরিয়েছিলো তখন এতে প্রভুর সুসমাচারের পরিপূর্ণতা ছিলো, যার ব্যাপারে বারোজন প্রেরিতরা সাক্ষ্য বহন করেন; এবং তারা ঈশ্বরের মেষশাবকের মধ্যে থাকা সত্য অনুসারে সাক্ষ্য বহন করেন।
২৫ অতএব, ঈশ্বরের মধ্যে যেই সত্য আছে, সেটার অনুসারে যিহূদীদের কাছ থেকে এইসব জিনিসগুলো বিশুদ্ধভাবে অযিহূদীদের কাছে চলে এসেছে।
২৬ এবং এইসব জিনিসগুলো মেষশাবকের বারোজন প্রেরিতদের হাত থেকে যিহূদীদের থেকে অযিহূদীদের কাছে যাওয়ার পরে, তুমি সেই বিশাল এবং ঘৃণ্য মণ্ডলীর গঠন হতে দেখতে পাবে, যা অন্য সমস্ত মণ্ডলীর চেয়ে সবচেয়ে ঘৃণ্য; কারণ দেখো, তারা মেষশাবকের সুসমাচার থেকে অনেক অংশ সরিয়ে নিয়েছে যা সরল এবং সবচেয়ে মূল্যবান; এবং প্রভুর অনেক চুক্তিও তারা সরিয়ে নিয়েছে।
২৭ এবং এই সব তারা করেছে যাতে তারা প্রভুর সঠিক পথগুলোকে বিকৃত করতে পারে, যাতে তারা মনুষ্য সন্তানদের চোখ অন্ধ করতে পারে এবং হৃদয়কে কঠোর করে তুলতে পারে।
২৮ সেইজন্য, তুমি দেখতে পাচ্ছো যে বইটা বিশাল এবং ঘৃণ্য মণ্ডলীর হাতের মাধ্যমে ছড়ানোর পরে, সেই বই থেকে অনেক সরল এবং মূল্যবান জিনিস সরিয়ে নেওয়া হয়েছে, যা ঈশ্বরের মেষশাবকের বই।
২৯ এবং এই সরল এবং মূল্যবান জিনিসগুলো সরিয়ে নেওয়ার পরে এটা অযিহূদীদের সমস্ত জাতির কাছে পৌঁছায়; এবং এটা অযিহূদীদের সমস্ত জাতির কাছে পৌঁছানোর পরে, হ্যাঁ, এমনকি মহা জলরাশির ওপারেও পৌঁছায় অযিহূদীদের কাছে যাদের তুমি দেখেছো বন্দীদশা থেকে বেরিয়ে আসতে—অনেক সরল এবং মূল্যবান জিনিস পুস্তকটা থেকে সরিয়ে নেয়ার ফলে, যেটা ঈশ্বরের মেষশাবকের সরলতা অনুসারে মনুষ্য সন্তানদের বোঝার জন্য স্পষ্ট ছিলো—মেষশাবকের সুসমাচার থেকে এই সমস্ত জিনিসগুলোকে সরিয়ে নেওয়ার কারণে, অনেকেই হোঁচট খায়, হ্যাঁ, এতটাই যে শয়তানের মহা ক্ষমতা তাদের উপর আছে।
৩০ তথাপি, তুমি দেখছো যে অযিহূদীরা যারা বন্দীদশা থেকে বেরিয়ে এসেছে, এবং ঈশ্বরের ক্ষমতায় অন্য সমস্ত জাতির উপরে উন্নীত হয়েছে, সেই ভূমিতে যা অন্য সমস্ত ভূমির চেয়ে পছন্দের, যে ভূমি প্রভু ঈশ্বর তোমার পিতার সাথে চুক্তি করেছেন যে তাঁর বংশধরেরা তাদের উত্তরাধিকারের ভূমি পাবে; সেইজন্য, তুমি দেখতে পাচ্ছো যে প্রভু ঈশ্বর মেনে নিবেন না যে অযিহূদীরা তোমার ভাইদের মধ্যে, তোমার বংশধরের মিশ্রণকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে।
৩১ এবং তিনি এটাও মেনে নিবেন না যে অযিহূদীরা তোমার ভাইদের বংশকে ধ্বংস করবে।
৩২ প্রভু ঈশ্বর এটাও মেনে নেবেন না যে অযিহূদীরা চিরকাল অন্ধত্বের সেই ভয়ঙ্কর অবস্থায় থাকুক, যেটা তুমি দেখতে পাচ্ছো যে তারা রয়েছে, কারণ মেষশাবকের সুসমাচারের সরল এবং সবচেয়ে মূল্যবান কিছু অংশগুলো সেই ঘৃণ্য মণ্ডলীর দ্বারা আটকে রাখা হয়েছে, যার গঠন তুমি দেখেছো।
৩৩ তাই ঈশ্বরের মেষশাবক বলেছেন: ইস্রায়েলের বংশের অবশিষ্টাংশের কাছে পরিদর্শনে আমি মহান বিচারে অযিহূদীদের প্রতি করুণাময় হবো।
৩৪ এবং এটা ঘটলো যে, প্রভুর স্বর্গদূত আমার সাথে কথা বললেন: দেখো, ঈশ্বরের মেষশাবক বললেন, আমি ইস্রায়েলের অবশিষ্টাংশ বংশকে পরিদর্শন করার পরে—এবং এই অবশিষ্টাংশ, যা হলো তোমার পিতার বংশ তাদের দেখার পরে—অতএব, আমি বিচারের জন্য তাদের পরিদর্শন করার পরে, এবং অযিহূদীদের হাতে তাদের আঘাত দেওয়ার পরে, এবং অযিহূদীরা অতিমাত্রায় হোঁচট খাওয়ার পরে, মেষশাবকের সুসমাচারের সবচেয়ে সাধারণ এবং মূল্যবান অংশগুলো যা সেই ঘৃণ্য মণ্ডলী, যা পতিতাদের জননী দ্বারা আটকে রাখা হয়েছে, তার কারণে, মেষশাবক বললেন—আমি সেই দিনে অযিহূদীদের প্রতি করুণাময় হবো, এতটাই যে আমি তাদের কাছে, আমার নিজের ক্ষমতায়, আমার সুসমাচারের অনেক অংশ ফিরিয়ে আনবো, যা হবে সরল এবং মূল্যবান, মেষশাবক বললেন।
৩৫ কারণ, দেখো, মেষশাবক বললেন: আমি তোমার বংশধরদের কাছে নিজেকে প্রকাশ করবো, তারা অনেক কিছু লিখবে যা আমি তাদের কাছে পরিচর্যা করবো, যা হবে সরল এবং মূল্যবান; এবং তোমার বংশধররা ধ্বংস হয়ে যাওয়ার পরে, এবং অবিশ্বাসে হ্রাস পাওয়ার পরে, এবং তোমার ভাইদের বংশও হ্রাস পাওয়ার পরে, দেখো, এই জিনিসগুলো লুকিয়ে রাখা হবে, মেষশাবকের উপহার এবং ক্ষমতা দ্বারা অযিহূদীদের কাছে আসার জন্য।
৩৬ এবং মেষশাবক বললেন সেগুলোর মধ্যে আমার সুসমাচার লেখা হবে, যা আমার ভিত্তি প্রস্তর এবং আমার পরিত্রাণ।
৩৭ এবং ধন্য তারা যারা সেই দিনে আমার সিয়োনকে বের করে আনতে চাইবে, কারণ তাদের কাছে পবিত্র আত্মার দান ও প্রভাব থাকবে; এবং যদি তারা শেষ পর্যন্ত সহ্য করে তবে শেষ দিনে তাদের উপরে তোলা হবে, এবং মেষশাবকের চিরস্থায়ী রাজ্যে রক্ষা পাবে; এবং যারা শান্তি ঘোষণা করবে, হ্যাঁ, মহা আনন্দের সংবাদ, তারা পর্বতগণের উপরে কত সুন্দরই না হবে।
৩৮ এবং এটা ঘটলো যে আমি আমার ভাইদের বংশধরের অবশিষ্টাংশ, এবং ঈশ্বরের মেষশাবকের পুস্তকটাও দেখলাম, যেটা যিহূদীদের মুখ থেকে এসেছিলো, যেটা অযিহূদীদের থেকে আমার ভাইদের অবশিষ্টাংশ বংশধরদের কাছে এসেছিলো।
৩৯ এবং এটা তাদের কাছে আসার পরে আমি অন্যান্য বই দেখলাম, যা মেষশাবকের ক্ষমতায় এসেছিলো, অযিহূদীদের থেকে তাদের কাছে, অযিহূদীদের এবং আমার ভাইদের বংশের অবশিষ্টাংশকে বিশ্বাস করানোর জন্য, এবং সমস্ত ভূমণ্ডলে ছড়িয়ে থাকা যিহূদীদেরকেও, যে ভাববাদীদের এবং মেষশাবকের বারোজন প্রেরিতদের লেখা নথিগুলো সত্য।
৪০ এবং স্বর্গদূত আমাকে বললেন: এই শেষ নথিগুলি, যা তুমি অযিহূদীদের মধ্যে দেখলে, তা প্রথমটির সত্যতাকে প্রতিষ্ঠিত করবে, যেই সত্য মেষশাবকের বারোজন প্রেরিতদের, এবং যা সেই সাধারণ এবং মূল্যবান জিনিসগুলো, যেটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তা জানাবে; এবং সমস্ত সম্প্রদায়, ভাষা, ও লোকেদের কাছে জানাবে যে, ঈশ্বরের মেষশাবক হলেন অনন্ত পিতার পুত্র, এবং জগতের ত্রাণকর্তা; এবং সমস্ত লোকেদেরকে অবশ্যই তাঁর কাছে আসতে হবে, নতুবা তারা রক্ষা পাবে না।
৪১ এবং মেষশাবকের মুখের দ্বারা যে বাক্য প্রতিষ্ঠিত হবে সেই অনুসারে তাদের আসতে হবে; এবং মেষশাবকের বাক্য তোমার বংশধরদের নথিতে প্রকাশিত হবে, সেই সাথে মেষশাবকের বারোজন প্রেরিতদের নথিতেও; তাই তারা উভয়ে এক হয়ে প্রতিষ্ঠিত হবে; কারণ সমস্ত পৃথিবীর একজন ঈশ্বর এবং একজনই মেষপালক আছেন।
৪২ এবং সেই সময় আসছে যে তিনি সমস্ত জাতির কাছে নিজেকে প্রকাশ করবেন, যিহূদী এবং অযিহূদী উভয়েরই কাছে; এবং তিনি যিহূদীদের কাছে এবং অযিহূদীদের কাছে নিজেকে প্রকাশ করার পরে, তারপর তিনি অযিহূদীদের কাছে এবং যিহূদীদের কাছেও নিজেকে প্রকাশ করবেন, এবং শেষ প্রথম হবে, এবং প্রথম শেষ হবে।