ধর্মশাস্ত্র
১ নেফী ১৫


অধ্যায় ১৫

লেহীর বংশধরেরা আগামী দিনে অযিহূদীদের কাছ থেকে সুসমাচার গ্রহণ করবে—ইস্রায়েলের সমাবেশকে একটা জলপাই গাছের সাথে তুলনা করা হয়েছে যার প্রাকৃতিক শাখাগুলো আবার কলম করা হবে—নেফী জীবনবৃক্ষের দর্শন ব্যাখ্যা করেন এবং ঈশ্বরের ন্যায়বিচারের কথা বলেন ধার্মিক থেকে মন্দকে বিভক্ত করার। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে আমি, নেফী, আত্মার দ্বারা বশীভূত হওয়ার পরে, এবং এই সমস্ত কিছু দেখার পরে, আমি আমার পিতার তাঁবুতে ফিরে আসি।

এবং এটা ঘটলো যে, আমি আমার ভাইদের দেখলাম, এবং আমার পিতা তাদের কাছে যে জিনিসগুলো বলেছিলেন তা নিয়ে তারা একে অপরের সাথে তর্ক করছিলো।

কারণ তিনি সত্যিই তাদের কাছে অনেক মহৎ কথা বলেছিলেন, যা বোঝা কঠিন ছিলো, কেবলমাত্র একজন মানুষ প্রভুর কাছে জিজ্ঞাসা করা ছাড়া; এবং তাদের হৃদয় কঠোর হওয়ার ফলে, তাই তারা প্রভুর প্রতি তাদের দৃষ্টি দিলো না যেইভাবে তাদের দাওয়া উচিত ছিলো।

এবং এখন আমি, নেফী, তাদের হৃদয়ের কঠোরতার জন্য শোকাহত ছিলাম, এবং সেই সাথে, আমি যা দেখেছিলাম তার কারণে, এবং জানতাম যে তা অবশ্যই অনিবার্যভাবে মনুষ্য সন্তানদের মহা মন্দতার কারণে ঘটবে।

এবং এটা ঘটলো যে, আমি আমার কষ্টের কারণে পরাস্ত ছিলাম, কারণ আমার মনে হয়েছিলো যে আমার দুঃখগুলো সবকিছুর ঊর্ধ্বে ছিলো, আমার লোকেদের ধ্বংসের কারণে, কারণ আমি তাদের পতন দেখেছিলাম।

এবং এটা ঘটলো যে, আমি শক্তি পাওয়ার পরে আমি আমার ভাইদের সাথে কথা বললাম, তাদের তর্কের কারণ জানতে চাইলাম।

এবং তারা বললো: দেখো, আমাদের পিতা জলপাই গাছের প্রাকৃতিক ডাল সম্পর্কে, এবং অযিহূদীদের বিষয়েও যে কথা বলেছিলেন তা আমরা বুঝতে পারিনি।

এবং আমি তাদের বললাম: তোমরা কি প্রভুকে জিজ্ঞাসা করেছো?

এবং তারা আমাকে বললো: আমরা করিনি; কারণ প্রভু আমাদের কাছে এমন কিছু জানান নি।

১০ দেখো, আমি তাদের বললাম: এটা কেমন যে তোমরা প্রভুর আজ্ঞা পালন করো না? এটা কেমন হবে যে তোমরা তোমাদের হৃদয়ের কঠোরতার কারণে ধ্বংস হবে?

১১ প্রভু যা বলেছেন তা কি তোমরা মনে রাখোনি?—যদি তোমরা তোমাদের হৃদয়কে কঠোর না করো, এবং বিশ্বাসের সাথে আমাকে জিজ্ঞাসা করো, বিশ্বাস করো যে তোমরা তা পাবে, অধ্যবসায়ের সাথে আমার আজ্ঞা পালন করো, তবে এই জিনিসগুলো অবশ্যই তোমাদের কাছে জানানো হবে।

১২ দেখো, আমি তোমাদের বলছি, আমাদের পিতার মধ্যে থাকা প্রভুর আত্মার দ্বারা, ইস্রায়েলের বংশকে একটা জলপাই গাছের সাথে তুলনা করা হয়েছিলো; এবং দেখো আমরা কি ইস্রায়েলের বংশ থেকে বিচ্ছিন্ন হইনি, আমরা কি ইস্রায়েলের বংশের একটা শাখা নই?

১৩ এবং এখন, আমাদের পিতা অযিহূদীদের পরিপূর্ণতার মধ্য দিয়ে প্রাকৃতিক শাখাগুলির কলম করার বিষয়ে যা বুঝিয়েছেন, তা হলো, যে শেষের দিনে, যখন আমাদের বংশধর অবিশ্বাসে হ্রাস পাবে, হ্যাঁ, বহু বছর ধরে, এবং মশীহ মনুষ্য সন্তানদের কাছে দেহে প্রকাশিত হওয়ার বহু প্রজন্মের পরে, তারপর মশীহের সুসমাচারের পূর্ণতা অযিহূদীদের কাছে আসবে, এবং অযিহূদীদের থেকে আমাদের বংশের অবশিষ্টাংশের কাছে আসবে—

১৪ এবং সেই দিন আমাদের বংশের অবশিষ্টাংশরা জানবে যে তারা ইস্রায়েলের বংশের, এবং যে তারা প্রভুর চুক্তিবদ্ধ লোক; এবং তারপর তারা জানবে এবং তাদের পূর্বপুরুষদের ব্যাপারে জানবে, এবং তাদের মুক্তিদাতার সুসমাচারের ব্যাপারেও জানবে, যা তাঁর দ্বারা তাদের পূর্বপুরুষদের কাছে পরিচর্যা করা হয়েছিলো; অতএব, তাদের মুক্তিদাতার এবং তাঁর মতবাদের মূল বিষয়গুলোর ব্যাপারে তারা জানবে, যাতে তারা জানতে পারে কীভাবে তাঁর কাছে আসতে হবে এবং রক্ষা পাবে।

১৫ এবং সেই দিনে কি তারা আনন্দ করবে না এবং তাদের চিরস্থায়ী ঈশ্বর, যিনি তাদের ভিত্তি প্রস্তর এবং তাদের পরিত্রাণ, তাঁর প্রশংসা করবে না? হ্যাঁ, সেই দিনে, তারা কি সত্য দ্রাক্ষালতা থেকে শক্তি ও পুষ্টি পাবে না? হ্যাঁ, তারা কি ঈশ্বরের সত্য গোষ্ঠীতে আসবে না?

১৬ দেখো, আমি তোমাদের বলছি, হ্যাঁ; ইস্রায়েল বংশের মধ্যে তাদের আবার স্মরণ করা হবে; তাদের প্রকৃত জলপাই গাছের মধ্যে, কলম করা হবে, তারা জলপাই গাছের একটি প্রাকৃতিক শাখা হওয়ার জন্য।

১৭ এবং এটাই আমাদের পিতা বুঝিয়েছেন; এবং তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে অযিহূদীদের দ্বারা বিক্ষিপ্ত না হওয়া পর্যন্ত এটা ঘটবে না; এবং তিনি বোঝাতে চেয়েছিলেন যে এটা অযিহূদীদের মাধ্যমে আসবে, যাতে প্রভু অযিহূদীদের কাছে তাঁর ক্ষমতা প্রদর্শন করতে পারেন, এই কারণে যে তিনি যিহূদীদের, বা ইস্রায়েলের বংশ থেকে প্রত্যাখ্যাত হবেন।

১৮ সেইজন্য, আমাদের পিতা শুধু আমাদের বংশের কথা বলেননি, বরং সমস্ত ইস্রায়েলের বংশের কথা বলেছেন, সেই চুক্তির দিকে ইঙ্গিত করে যা শেষ কালে পূর্ণ হবে; যে চুক্তি প্রভু আমাদের পিতা অব্রাহামের সাথে করেছিলেন, এই বলে: তোমার বংশের দ্বারা পৃথিবীর সমস্ত সম্প্রদায় আশীর্বাদিত হবে।

১৯ এবং এটা ঘটলো যে আমি, নেফী, এই জিনিসগুলোর বিষয়ে তাদের সাথে অনেক কথা বললাম; হ্যাঁ, আমি শেষ কালে যিহূদীদের পুনরুদ্ধারের বিষয়ে তাদের সাথে কথা বললাম।

২০ এবং আমি তাদের কাছে যিশাইয়ের কথাগুলো পুনরাবৃত্তি করলাম, যিনি যিহূদিদের, বা ইস্রায়েল বংশের পুনরুদ্ধারের বিষয়ে বলেছিলেন; এবং তাদের পুনরুদ্ধার হওয়ার পরে তাদের আর বিভ্রান্ত করা হবে না, আবার তাদের বিক্ষিপ্ত করা হবে না। এবং এটা ঘটলো যে আমি আমার ভাইদের কাছে অনেক কথা বললাম, তাতে তারা শান্ত হলো এবং প্রভুর সামনে নিজেদের নম্র করলো।

২১ এবং এটা ঘটলো যে, তারা আমার সাথে আবার কথা বললো: আমাদের পিতা স্বপ্নে যা দেখেছিলেন সেটার অর্থ কি? তিনি যে গাছটা দেখেছিলেন তার অর্থ কি?

২২ এবং আমি তাদের বললাম: এটা জীবনবৃক্ষের একটা চিহ্ন স্বরূপ।

২৩ এবং তারা আমাকে বললো: আমাদের পিতা যে লোহার রড দেখেছিলেন, সেটার মানে কি?

২৪ এবং আমি তাদের বললাম যে এটা ঈশ্বরের বাক্য; এবং যারা ঈশ্বরের বাক্য শুনবে, এবং তা দৃঢ়ভাবে ধরে রাখবে, তারা কখনোই ধ্বংস হবে না; এবং প্রলোভন ও শত্রুর জ্বলন্ত নির্ব্বাণ তাদেরকে কখনোই অন্ধত্বে পরাভূত করতে পারবে না, তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারবে না।

২৫ তাই, আমি, নেফী, তাদের প্রভুর বাক্যে মনোযোগ দেওয়ার জন্য পরামর্শ দিলাম; হ্যাঁ, আমি তাদের আমার আত্মার সমস্ত শক্তি দিয়ে, এবং আমার কাছে থাকা সমস্ত দক্ষতা দিয়ে তাদের উপদেশ দিলাম, যাতে তারা ঈশ্বরের বাক্যে মনোযোগ দেয় এবং যাতে সর্বদা সবকিছুতে তাঁর আজ্ঞাগুলো পালন করার কথা মনে রাখে।

২৬ এবং তারা আমাকে বললো: আমাদের পিতা যে জলের নদী দেখেছিলেন সেটার অর্থ কি?

২৭ এবং আমি তাদের বললাম যে, আমার পিতা যে জল দেখেছিলেন তা ছিলো জঘন্যতা; এবং তাঁর মন অন্যান্য জিনিসে এতটাই গ্রাস হয়েছিলো যে তিনি জলের জঘন্যতা দেখেননি।

২৮ এবং আমি তাদের বললাম যে এটা একটা ভয়ঙ্কর গভীর খাঁদ, যা দুষ্টদের জীবনবৃক্ষ থেকে, এবং ঈশ্বরের ধার্মিকদের থেকেও আলাদা করেছে।

২৯ এবং আমি তাদের বললাম যে এটা সেই ভয়ঙ্কর নরকের একটা চিহ্ন ছিলো, যা স্বর্গদূত আমাকে বলেছিলেন যে দুষ্টদের জন্য প্রস্তুত করা হয়েছে।

৩০ এবং আমি তাদের বললাম যে, আমাদের পিতা এটাও দেখেছিলেন যে ঈশ্বরের ন্যায়বিচারও ধার্মিকদের থেকে দুষ্টদের আলাদা করেছে; এবং এটার তেজ ছিলো জ্বলন্ত আগুনের তেজের মতো, যা চিরকাল ঈশ্বরের কাছে আরোহন করে, এবং যার শেষ নেই।

৩১ এবং তারা আমাকে বললো: এই জিনিসটার অর্থ কি তাহলে পরীক্ষাকালের দিনগুলোতে শরীরিক যন্ত্রণা, নাকি এটা পার্থিব দেহের মৃত্যুর পরে আত্মার শেষ অবস্থা বোঝায়, নাকি এটা পার্থিব জিনিসগুলোর কথা বলে?

৩২ এবং এটা ঘটলো যে, আমি তাদের কাছে বললাম যে এটা পার্থিব এবং আধ্যাত্মিক উভয় জিনিসেরই চিহ্ন; কারণ সেই দিনটা আসবে যেদিন তাদের কাজের বিচার হবে, হ্যাঁ, এমনকি সেই কাজগুলো যা তাদের পরীক্ষাকালের দিনগুলোতে পার্থিব দেহের দ্বারা করা হয়েছিলো।

৩৩ অতএব, যদি তারা তাদের মন্দতায় মারা যায় তবে তাদের অবশ্যই আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য বিতাড়িত করা হবে, যা ধার্মিকতার সাথে সম্পর্কিত; অতএব, অবশ্যই তাদের ঈশ্বরের সামনে দাঁড় করাতে নিয়ে আসা হবে, তাদের কাজের বিচারের জন্য; এবং যদি তাদের কাজ নোংরা হয় তবে তারা অবশ্যই নোংরা; এবং যদি তারা নোংরা হয় তবে অবশ্যই তারা ঈশ্বরের রাজ্যে বাস করতে পারবে না; যদি তাই হয়, ঈশ্বরের রাজ্যকেও নোংরা হতে হবে।

৩৪ কিন্তু দেখো, আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য নোংরা নয়, এবং ঈশ্বরের রাজ্যে কোনো অশুচি জিনিস প্রবেশ করতে পারে না; তাই এটা হওয়া উচিত যে নোংরা জিনিসের জন্য কোনো নোংরা জায়গা প্রস্তুত করা আছে।

৩৫ এবং একটা জায়গা প্রস্তুত করা আছে, হ্যাঁ, এমনকি সেই ভয়ঙ্কর নরক যার কথা আমি বলেছি, এবং শয়তান এটার প্রস্তুতকারী; তাই মানুষের আত্মার শেষ অবস্থাটা হবে ঈশ্বরের রাজ্যে বাস করা, অথবা বিতাড়িত হওয়া আমি যে ন্যায়বিচারের কথা বলেছি তার জন্য।

৩৬ অতএব, দুষ্টরা ধার্মিকদের থেকে প্রত্যাখ্যাত হয়, এবং সেই জীবনবৃক্ষ থেকেও, যেটার ফল অন্য সব ফলের চেয়ে মহা মূল্যবান এবং সবচেয়ে লোভনীয়; হ্যাঁ, এবং এটা ঈশ্বরের সমস্ত উপহারের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং এইভাবে আমি আমার ভাইদের সাথে কথা বললাম। আমেন।