অধ্যায় ১৯
নেফী আকরিকের প্লেট তৈরি করে এবং তার লোকেদের ইতিহাসের নথি তৈরি করে—লেহীর যিরূশালেম ছেড়ে যাওয়ার সময় থেকে ছয়শত বছর পরে ইস্রায়েলের ঈশ্বর আসবেন—নেফী তাঁর কষ্টভোগ এবং ক্রশবিদ্ধকরণ হওয়ার কথা বলে—ইহুদিরা শেষ কাল পর্যন্ত তুচ্ছ ও বিক্ষিপ্ত হবে, যখন তারা প্রভুর কাছে ফিরে আসবে। প্রায় ৫৮৮–৫৭০ খ্রীষ্টপূর্ব
১ এবং এটা ঘটলো যে প্রভু আমাকে আদেশ দিয়েছিলেন, সেইজন্য আমি আকরিকের ফলক তৈরি করেছিলাম যাতে আমি আমার লোকদের নথি সেগুলোর উপর খোদাই করতে পারি। এবং আমি যে ফলকগুলো তৈরি করেছি তার উপর আমি আমার পিতার নথি খোদাই করেছি, এবং প্রান্তরে আমাদের ভ্রমণ, এবং আমার পিতার ভাববানীগুলো; এবং আমার নিজেরও অনেক ভাববানী আমি সেগুলোতে খোদাই করেছি।
২ এবং যখন আমি ফলকগুলো তৈরি করেছিলাম তখন আমি জানতাম না যে এইগুলো তৈরি করার জন্য প্রভু আমাকে আদেশ দেবেন; অতএব, আমার পিতার নথি, এবং তার পূর্বপুরুষদের বংশবৃতান্ত, এবং প্রান্তরে আমাদের সমস্ত কার্যক্রমের বেশির ভাগ অংশ সেই প্রথম ফলকগুলোতে খোদাই করা হয়েছে যার কথা আমি বলেছি; অতএব, আমি এই ফলকগুলো তৈরি করার আগে যা ঘটেছিলো তা সত্য, প্রথম ফলকগুলোতে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
৩ এবং আমি আদেশের মাধ্যমে এই ফলকগুলো তৈরি করার পরে, আমি, নেফী, একটা আজ্ঞা পেয়েছি যে পরিচর্যা কাজ এবং ভাববানীগুলো, তাদের আরও সাধারণ এবং মূল্যবান অংশগুলো এই ফলকের উপরে লেখা উচিত; এবং যা লেখা হয়েছিলো তা রাখা উচিত আমার লোকেদের শিক্ষার জন্য, কাদের জমির অধিকারী হওয়া উচিত, এবং অন্যান্য বিজ্ঞ উদ্দেশ্যেও, যে উদ্দেশ্যগুলো প্রভুর জানা আছে।
৪ তাই, আমি, নেফী, অন্যান্য ফলকগুলোতে একটা নথি তৈরি করেছি, যা একটা লিখিত বিবরণ দেয়, বা যা একটা বড় বিবরণ দেয় আমার লোকেদের যুদ্ধ এবং বিবাদ এবং ধ্বংসের ব্যাপারে। এবং আমি এটা করেছি, এবং আমার লোকদের আদেশ দিয়েছি যে আমি চলে যাওয়ার পরে তাদের কি করা উচিত; এবং প্রভুর পরবর্তী আজ্ঞা না দেওয়া পর্যন্ত এই ফলকগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে বা এক ভাববাদী থেকে অন্য ভাববাদীর কাছে হস্তান্তর করা উচিত।
৫ এবং আমার এই ফলকগুলো তৈরির লিখিত বিবরণ পরবর্তীতে দেওয়া হবে; এবং তারপর, দেখো, আমি যা বলেছি সেই অনুসারে এগিয়ে যাচ্ছি; এবং আমি এটা করছি যাতে আমার লোকদের জানার জন্য আরও পবিত্র জিনিস রাখতে পারা যায়।
৬ তবুও, আমি ফলকের উপরে কিছু লিখি না, সেগুলো ছাড়া যা আমি মনে করি পবিত্র। এবং এখন, যদি আমি ভুল করি, এমনকি আগে ভুল হয়েছে; এমন নয় যে আমি অন্য লোকদের জন্য নিজেকে ন্যায়সঙ্গত করবো, কিন্তু মাংস অনুসারে আমার মধ্যে যে দুর্বলতা রয়েছে, তার জন্য আমি নিজেকে ন্যায়সঙ্গত করবো।
৭ যে জিনিসগুলোকে কিছু লোক অনেক মূল্যবান বলে মনে করে, উভয় দেহ এবং আত্মার জন্য, অন্যরা সেগুলোকে অবজ্ঞা করে এবং পদদলিত করে। হ্যাঁ, এমনকি ইস্রায়েলের ঈশ্বরকেও মানুষ পদদলিত করেছে; আমি বলছি, তারা পদদলিত করেছে কিন্তু আমি অন্য ভাষায় বলতে চাই—তারা তাঁকে অবজ্ঞা করে, এবং তাঁর পরামর্শের কথায় কান দেয় না।
৮ এবং দেখো তিনি আসছেন, স্বর্গদূতের বাক্য অনুসারে, আমার পিতা যিরূশালেম ছেড়ে যাওয়ার ছয়শো বছর পরে।
৯ এবং জগৎ, তাদের অন্যায়ের জন্য, তাঁকে অবজ্ঞার জিনিস হিসাবে বিচার করবে; তাই তারা তাঁকে চাবুকের আঘাত করবে এবং তিনি কষ্টভোগ করবেন; তারা তাঁকে আঘাত করবে, এবং তিনি তা সহ্য করবেন। হ্যাঁ, তারা তাঁর উপর থুথু ফেলবে এবং তিনি তা সহ্য করবেন, কারণ তাঁর প্রেমময় দয়া এবং মনুষ্য সন্তানদের প্রতি তাঁর দীর্ঘসহিষ্ণুতার জন্য।
১০ এবং আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, যাদের মিশর থেকে বের করা হয়েছিলো, দাসত্ব থেকে বের করা হয়েছিলো, এবং প্রান্তরেও তাঁর দ্বারা রক্ষা করা হয়েছিলো, হ্যাঁ, আব্রাহমের ঈশ্বর, এবং ইসহাকের, এবং যাকোবের ঈশ্বর, স্বর্গদূতের বাক্য অনুসারে, নিজেকে একজন মানুষ হিসাবে, দুষ্ট লোকদের হাতে সমর্পণ করেছেন, সেনকের কথা অনুসারে, তাঁকে উচ্চে তুলে ক্রুশবিদ্ধ করা হবে, নিয়ূমের কথা অনুসারে, এবং একটা সমাধিতে সমাধিস্থ হবে, সেনোসের কথা অনুসারে, যা সে বলেছিলো অন্ধকার তিন দিনের বিষয়ে, যা তাদের কাছে তাঁর মৃত্যুর একটা চিহ্ন হিসাবে দেওয়া হবে যারা সমুদ্রের দ্বীপে বাস করবে, বিশেষ করে যারা ইস্রায়েলের বংশ তাদের কাছে দেওয়া হয়েছে।
১১ কারণ এইভাবে ভাববাদী বলেছিলো: প্রভু ঈশ্বর অবশ্যই সেই দিন ইস্রায়েলের সমস্ত বংশ পরিদর্শন করবেন, কেউকে তাঁর কণ্ঠের দ্বারা, তাদের ধার্মিকতার কারণে, তাদের মহান আনন্দ ও পরিত্রাণের জন্য, এবং অন্যদের তাঁর ক্ষমতার বজ্রপাত এবং বিদ্যুৎ ঝলকানিদিয়ে, ঝড়, আগুন, ধোঁয়া এবং অন্ধকারের বাষ্প দ্বারা, এবং পৃথিবী উন্মোচনের দ্বারা এবং পর্বতের দ্বারা যা উঁচুতে নিয়ে যাওয়া হবে।
১২ এবং এই সমস্ত জিনিস অবশ্যই আসবে, ভাববাদী সেনোস বলেছে। এবং পৃথিবীর পাথরগুলো অবশ্যই ভাঙ্গবে; এবং পৃথিবীর আর্তনাদের কারণে, সমুদ্রের দ্বীপপুঞ্জের অনেক রাজারা প্রভাবিত হবে ঈশ্বরের আত্মার দ্বারা, চিৎকার করে জানানোর জন্য: প্রকৃতির ঈশ্বর কষ্টভোগ করেন।
১৩ এবং যারা যিরূশালেমে আছে তাদের ব্যাপারে, ভাববাদী বলেছে, তারা সকল লোকের দ্বারা চাবুকের আঘাত প্রাপ্ত হবে, কারণ তারা ইস্রায়েলের ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করেছে, এবং তাদের হৃদয়কে কঠোর করেছে, নিদর্শন ও আশ্চর্য কাজগুলো প্রত্যাখ্যান করেছে, এবং ইস্রায়েলের ঈশ্বরের শক্তি ও মহিমাকে প্রত্যাখ্যান করেছে।
১৪ ভাববাদী বলেছে, এবং যেহেতু তারা তাদের হৃদয় কঠোর করেছে, এবং ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করেছে, তাই তারা দেহে ঘুরে বেড়াবে, এবং ধ্বংস হবে, এবং তাচ্ছিল্য ও বিদ্রুপ করা হবে, এবং সমস্ত জাতির মধ্যে ঘৃণিত হবে।
১৫ তথাপি, ভাববাদী বলেছে, যখন সেই দিন আসবে, যে তারা আর ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে তাদের হৃদয় কঠোর করবে না, তখন সে স্মরণ করবে তাদের পূর্বপুরুষদের সাথে যে চুক্তি করা হয়েছিলো।
১৬ হ্যাঁ, তখন সে সমুদ্রের দ্বীপগুলোর কথা মনে করবে; প্রভু বলেছেন, হ্যাঁ, এবং ইস্রায়েলের বংশেরসমস্ত লোক যারা, তাদের আমি জড়ো করবো, সেনোসের কথা অনুসারে, পৃথিবীর চার প্রান্ত থেকে।
১৭ ভাববাদী বলেছে, হ্যাঁ, এবং সমস্ত পৃথিবী প্রভুর পরিত্রাণ দেখতে পাবে; প্রত্যেক জাতি, সম্প্রদায়, ভাষা ও মানুষ আশীর্বাদিত হবে।
১৮ এবং আমি, নেফী, এই জিনিসগুলো লিখেছি আমার লোকেদের কাছে, যাতে আমি তাদের বোঝাতে পারি যে তারা তাদের মুক্তিদাতা প্রভুকে স্মরণ করবে।
১৯ সেইজন্য, আমি সমস্ত ইস্রায়েলের বংশের কাছে বলছি, যদি তারা এই জিনিসগুলো পায়।
২০ কারণ দেখো, আমার আত্মিক কাজগুলো আছে, যা আমাকে ক্লান্ত করে যদিও আমার সমস্ত গাঁটগুলো দুর্বল, যিরূশালেমে যারা আছে তাদের জন্য; কারণ প্রভু যদি দয়াবান না হতেন, তাদের সম্পর্কে আমাকে না দেখাতেন, যেমন তিনি প্রাচীনকালের ভাববাদীদের দেখিয়েছিলেন, আমিও ধ্বংস হয়ে যেতাম।
২১ এবং তিনি অবশ্যই প্রাচীনকালের ভাববাদীদের কাছে তাদের সম্পর্কে সমস্ত কিছু দেখিয়েছিলেন; এবং তিনি আমাদের সম্পর্কেও অনেক কিছু দেখিয়েছিলেন; অতএব, এটা অবশ্যই যে আমাদেরকে তাদের সম্পর্কে জানতে হবে কারণ সেগুলো পিতলের ফলকে লেখা আছে।
২২ এখন এটা ঘটলো যে আমি, নেফী, আমার ভাইদের এইসব শিক্ষা দিয়েছিলাম; এবং এটা ঘটলো যে আমি তাদের কাছে অনেক কিছু পড়েছিলাম, যেগুলো পিতলের ফলকে খোদাই করা হয়েছিলো, যাতে তারা অন্যান্য দেশে প্রাচীনকালের লোকেদের মধ্যে প্রভুর কাজগুলো সম্পর্কে জানতে পারে।
২৩ এবং মোশির বইয়ে লেখা অনেক কথাই আমি তাদের কাছে পড়েছিলাম; কিন্তু প্রভু তাদের মুক্তিদাতাকে বিশ্বাস করার জন্য আমি যাতে তাদের আরও সম্পূর্ণভাবে বোঝাতে পারি, আমি তাদের কাছে সেই কথাগুলো পড়েছিলাম যা ভাববাদী যিশাইয় লিখেছিলো; কারণ আমি আমাদের প্রতি সমস্ত শাস্ত্রের প্রয়োগ করেছি, যা আমাদের লাভ ও শিক্ষার জন্য হতে পারে।
২৪ সেইজন্য আমি তাদের বলেছিলাম: তোমরা ভাববাদীর কথা শোনো, তোমরা যারা ইস্রায়েলের বংশের অবশিষ্টাংশ, একটা শাখা যা ভেঙে ফেলা হয়েছে; ভাববাদীর কথা শোনো যা সমস্ত ইস্রায়েলের বংশের কাছে লেখা হয়েছিলো, এবং সেগুলোকে নিজেরা প্রয়োগ করো, যাতে তোমদের আশা থাকে, সেইসাথে তোমাদের ভাইদেরও যাদের কাছ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েছো; কারণ এই প্রকারে ভাববাদী লিখেছে।