অধ্যায় ২২
ইস্রায়েলকে ভূমণ্ডলে ছড়িয়ে দেওয়া হবে—অযিহূদীরা শেষ কালে ইস্রায়েলকে সুসমাচার দিয়ে পরিষেবা করবে এবং লালন-পালন করবে—ইস্রায়েলকে জড়ো করা হবে এবং রক্ষা করা হবে, এবং দুষ্টরা খড়ের মতো জ্বলবে—শয়তানের রাজ্য ধ্বংস হবে, এবং শয়তান আবদ্ধ হবে। প্রায় ৫৮৮–৫৭০ খ্রীষ্টপূর্ব
১ এবং এখন এটা ঘটলো যে আমি, নেফী, এই জিনিসগুলো পড়ার পরে যেগুলো পিতলের ফলকে খোদাই করাছিলো, আমার ভাইয়েরা আমার কাছে এসে আমাকে বললো: এর অর্থ কী তুমি যা পড়ছো? দেখো, যে জিনিসগুলো আধ্যাত্মিকতা অনুসারে সেগুলো কি বোঝা যায়, যা আত্মার অনুসারে ঘটবে আর দেহের দ্বারা নয়?
২ এবং আমি, নেফী, তাদের কাছে বললাম: দেখো, এগুলো ভাববাদীর কাছে প্রকাশিত হয়েছিলো আত্মার কণ্ঠের দ্বারা; কেননা আত্মার দ্বারা ভাববাদীদের কাছে সমস্ত কিছু জানানো হয়, যা মনুষ্য সন্তানদের ওপর দৈহিকভাবে ঘটবে।
৩ অতএব, আমি যে জিনিসগুলো পড়েছি তা উভয় পার্থিব ও আধ্যাত্মিক বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়; কারণ এটা দেখা যাচ্ছে যে ইস্রায়েলের বংশ, শীঘ্রই বা পরে, ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়বে, এবং সমস্ত জাতির মধ্যেও।
৪ এবং দেখো, যিরূশালেমে অনেকের জ্ঞান থেকেই তারা ইতিমধ্যে হারিয়ে গেছে। হ্যাঁ, সমস্ত গোষ্ঠীর বেশিরভাগ অংশকে দূরে নিয়ে যাওয়া হয়েছে; এবং তারা সমুদ্রের দ্বীপগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে; এবং তারা কোথায় আছে তা আমরা কেউই জানি না, এটা ছাড়া যে আমরা জানি যে তাদের দূরে নিয়ে যাওয়া হয়েছে।
৫ এবং যেহেতু তাদের নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়গুলো তাদের সম্বন্ধে ভাববাণী করা হয়েছে, এবং তাদের সম্পর্কেও যারা এই সময়ের পরে ছড়িয়ে ছিটিয়ে যাবে ও মিশে যাবে, ইস্রায়েলের পবিত্রতমের কারণে; কারণ তাঁর বিরুদ্ধে তারা তাদের হৃদয় কঠোর করবে; তাই, তারা সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়বে এবং সমস্ত মানুষের দ্বারা ঘৃণিত হবে।
৬ তথাপি, অযিহূদীদের দ্বারা তাদের পরিষেবা করা হবে, এবং প্রভু অযিহূদীদের উপর তাঁর হাত রেখেছেন এবং তাদের একটা মান স্থাপন করেছেন, এবং তাদের সন্তানদের নিজেদের বাহুতে বহন করা হয়েছে, এবং তাদের কন্যাদের তাদের কাঁধে বহন করা হয়েছে, দেখো এইসব কথা যা বলা হয়েছে তা পার্থিব; কারণ আমাদের পিতৃপুরুষদের সঙ্গে প্রভুর চুক্তি এই রকম; এবং এটা ভবিষ্যৎ দিনে আমাদের সাথে সম্পর্কিত, এবং আমাদের সমস্ত ভাইদেরসাথেও যারা ইস্রায়েল বংশের।
৭ এবং এর অর্থ হলো যে সেই সময় আসছে যখন সমস্ত ইস্রায়েল বংশকে ছড়িয়ে দাওয়ার পরে ও মিশে যাওয়ার পরে, প্রভু ঈশ্বর অযিহূদীদের মধ্যে একটা শক্তিশালী জাতি গড়ে তুলবেন, হ্যাঁ, এমনকি এই ভূপৃষ্ঠে; এবং তাদের দ্বারাই আমাদের বংশধর ছড়িয়ে পড়বে।
৮ এবং আমাদের বংশধর ছড়িয়ে পড়ার পরে প্রভু ঈশ্বর অযিহূদীদের মধ্যে একটা বিস্ময়কর কাজ করতে এগিয়ে যাবেন, যা আমাদের বংশধরের জন্য অনেক মূল্যবান হবে; তাই, এটাকে অযিহূদীদের দ্বারা তাদের লালন-পালন করা এবং তাদের বাহুতে ও তাদের কাঁধে বহন করার সাথে তুলনা করা হবে।
৯ এবং এটা অযিহূদীদের কাছে মূল্যবান হবে; এবং কেবল অযিহূদীদের কাছেই নয় বরং সমস্ত ইস্রায়েল বংশের কাছে, স্বর্গীয় পিতার চুক্তিগুলো অব্রাহামের কাছে জানানোর জন্য, এই বলে: তোমার বংশধরের দ্বারা পৃথিবীর সমস্ত সম্প্রদায় আশীর্বাদ পাবে।
১০ এবং আমি চাই, আমার ভাইয়েরা, তোমরা জেনে রাখো যে পৃথিবীর সমস্ত সম্প্রদায়কে আশীর্বাদ করা যাবে না যদি না তিনি জাতিদের চোখে তাঁর ক্ষমতা উন্মোচন না করেন।
১১ সেইজন্য, প্রভু ঈশ্বর সমস্ত সম্প্রদায়দের চোখে তাঁর ক্ষমতা উন্মোচন করতে অগ্রসর হবেন, তাঁর চুক্তি এবং তাঁর সুসমাচার ইস্রায়েলের বংশের লোকদের কাছে নিয়ে আসবেন।
১২ সেইজন্য, তিনি তাদের বন্দিদশা থেকে আবার বের করে আনবেন, এবং তাদেরকে তাদের উত্তরাধিকারের দেশে একত্রিত করা হবে; এবং তাদেরকে অস্পষ্টতা ও অন্ধকার থেকে বের করে আনা হবে; এবং তারা জানবে যে প্রভুই তাদের ত্রাণকর্তা এবং তাদের মুক্তিদাতা, ইস্রায়েলের একজন পরাক্রমশালী।
১৩ এবং সেই মহৎ এবং ঘৃণ্য মণ্ডলীর রক্ত, যা সমস্ত পৃথিবীর পতিতা, তাদের নিজেদের উপরে ফিরে আসবে; কারণ তারা নিজেদের মধ্যে যুদ্ধ করবে, এবং তাদের নিজেদের হাতের তলবারি তাদের নিজেদের মাথায় পড়বে, এবং তারা নিজেদের রক্তে মাতাল হবে।
১৪ এবং যে সমস্ত জাতি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, হে ইস্রায়েলের জাতি, তারা একে অপরের বিরুদ্ধ হয়ে যাবে, এবং তারা সেই গর্তে পড়ে যাবে যেটা তারা প্রভুর লোকদের ফাঁদে ফেলার জন্য খনন করেছিলো। এবং সিয়োনের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা ধ্বংস হয়ে যাবে, এবং সেই মহা পতিতা, যে প্রভুর সঠিক পথগুলোকে বিকৃত করেছে, হ্যাঁ, সেই মহা এবং ঘৃণ্য মণ্ডলীটা, ধুলোয় পড়ে যাবে এবং এর পতন হবে মহান।
১৫ কারণ দেখো, ভাববাদী বলেছে, সেই সময় দ্রুতভাবে আসছে যখন মনুষ্য সন্তানদের হৃদয়ের উপর শয়তানের আর কোন ক্ষমতা থাকবে না; কেননা শীঘ্রই সেই দিন আসছে যেদিন সকল অহংকারী এবং যারা মন্দতা করে তারা খড়ের মত হয়ে যাবে; আর সেই দিন আসছে যেদিন তাদের পুড়িয়ে ফেলতে হবে।
১৬ কারণ শীঘ্রই সেই সময় আসছে যে ঈশ্বরের ক্রোধের পূর্ণতা সমস্ত মনুষ্য সন্তানদের উপর ঢেলে দেওয়া হবে; কারণ দুষ্টরা ধার্মিকদের ধ্বংস করবে তিনি সেটা মেনে নেবেন না।
১৭ অতএব, তিনি তাঁর শক্তি দ্বারা ধার্মিকদের রক্ষা করবেন, এমনকি যদি অবশ্যই তাঁর ক্রোধের পূর্ণতা আসে, তথাপি আগুন দ্বারা তাদের শত্রুরা ধ্বংস হবে, এবং ধার্মিকদের রক্ষা করা হবে। তাই, ধার্মিকদের ভয় পাওয়ার দরকার নেই; কেননা ভাববাদী এই কথা বলেছে, এমনকি যদি আগুন দ্বারা হলেও, তারা রক্ষা পাবে।
১৮ দেখো, আমার ভাইয়েরা, আমি তোমাদের বলছি, অবশ্যই এই সব কিছু শীঘ্রই আসবে; হ্যাঁ, এমনকি রক্ত, আগুন এবং ধোঁয়ার বাষ্প অবশ্যই আসবে; এবং এটা অবশ্যই এই ভূপৃষ্ঠে হওয়া প্রয়োজন; এবং এটা মাংস অনুসারে যদি মানুষের কাছে আসে তবে তারা তাদের হৃদয় ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে কঠোর করবে।
১৯ কারণ দেখো, ধার্মিকরা ধ্বংস হবে না; কারণ এমন সময় অবশ্যই আসবে যে সিয়োনের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের সবাইকে বিছিন্ন করা হবে।
২০ এবং মোশির কথা পূর্ণ হওয়ার জন্য, প্রভু অবশ্যই তাঁর লোকদের জন্য একটা পথ প্রস্তুত করবেন, যা সে বলেছিলো: প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের জন্য আমার মতো একজন ভাববাদীকে উত্থাপন করবেন; তিনি তোমাদের যা কিছু বলবেন, তোমরা তাঁর সব বিষয়েই শুনবে। এবং এটা ঘটবে যে যারা সেই ভাববাদীর কথা শুনবে না তাদের সমস্ত লোকদের মধ্য থেকে বিচ্ছিন্ন করা হবে।
২১ এবং এখন আমি, নেফী, তোমাদের কাছে ঘোষণা করছি, যে এই ভাববাদী যাঁর বিষয়ে মোশি বলেছিলো তিনি ছিলেন ইস্রায়েলের পবিত্রতম; সেইজন্য, তিনি ধার্মিকতায় বিচার করবেন।
২২ এবং ধার্মিকদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ তারা এমন লোক যারা ধ্বংস হবে না। কিন্তু এটা শয়তানের রাজত্ব, যা মনুষ্য সন্তানদের মধ্যে গড়ে উঠবে, যে রাজ্য প্রতিষ্ঠিত হবে তাদের মধ্যে যাদের দেহ আছে—
২৩ সেই সময় দ্রুতভাবে আসবে যে সমস্ত মণ্ডলী তৈরি করা হয়েছে সম্পত্তি লাভ করার জন্য, এবং যে সমস্তগুলো মানুষের উপর ক্ষমতা পাওয়ার জন্য তৈরি করা হয়েছে, এবং যেগুলো জগতের চোখে জনপ্রিয় হওয়ার জন্য তৈরি করা হয়েছে, এবং যারা দেহের কামনা বাসনা এবং জগতের জিনিসের সন্ধান করে, এবং সমস্ত রকমের অন্যায় করে; হ্যাঁ, সংক্ষেপে, যারা শয়তানের রাজ্যের অন্তর্গত তাদেরই ভয় করা, কম্পান্বিত ও শিহরিতো হওয়া দরকার; তারাই হলো এরা যাদের অবশ্যই ধুলোয় নামিয়ে আনা হবে; তারাই হলো এরা যাদের খড় হিসাবে অবশ্যই গ্রাস করা হবে; এবং এটা হোলো সেই ভাববাদীর কথা অনুসারে।
২৪ এবং সেই সময় দ্রুতভাবে আসছে যখন ধার্মিকদের অবশ্যই গোশালার বাছুরের মতো নেতৃত্ব দেওয়া হবে, এবং ইস্রায়েলের পবিত্রতমকে অবশ্যই রাজত্ব করতে হবে প্রভুত্বতে, এবং শক্তিতে, এবং ক্ষমতায় এবং মহৎ মহিমাতে।
২৫ এবং তিনি পৃথিবীর চারভাগ থেকে তাঁর সন্তানদের জড়ো করেন; এবং তিনি তাঁর মেষদের সংখ্যায় চিহ্নিত করেন, এবং তারা তাঁকে চেনে; এবং সেখানে একটা পাল এবং একজন মেষপালক থাকবে; তিনি তাঁর মেষদের খাদ্য দেবেন এবং তাঁর মধ্যে ওরা চারণভূমি পাবে।
২৬ এবং তাঁর লোকদের ধার্মিকতার কারণে শয়তানের কোনো ক্ষমতা নেই; তাই, ওকে বহু বছরের জন্য বিমুক্ত করা যাবে না; কারণ লোকেদের হৃদয়ের ওপর ওর কোনো ক্ষমতা নেই, কারণ তারা ধার্মিকতায় এবং ইস্রায়েলের পবিত্রতমের রাজত্বে বাস করে।
২৭ এবং এখন দেখো, আমি, নেফী, তোমাদের বলছি যে এই সব কিছু অবশ্যই মাংস অনুযায়ী আসবে।
২৮ কিন্তু, দেখো, সমস্ত জাতিসমূহ, সম্প্রদায়, ভাষা, এবং মানুষ নিরাপদে বাস করবে যদি তারা ইস্রায়েলের পবিত্রতমের কাছে অনুতপ্ত হয়।
২৯ এবং এখন আমি, নেফী, শেষ করছি; কারণ এই বিষয়গুলো নিয়ে এই সময়ে আমি আর বেশি কিছু বলতেসাহস করি না
৩০ সেইজন্য, আমার ভাইয়েরা, আমি চাই তোমরা বিবেচনা করো যে পিতলের ফলকে যা লেখা আছে তা সত্য; এবং সেগুলো সাক্ষ্য দেয় যে একজন মানুষকে অবশ্যই ঈশ্বরের আজ্ঞার প্রতি বাধ্য হতে হবে।
৩১ অতএব, তোমাদের মনে করার প্রয়োজন নেই যে আমি এবং আমার পিতাই একমাত্র যারা সাক্ষ্য দিয়েছি, এবং তাদের শিক্ষাও দিয়েছি। অতএব, তোমরা যদি আজ্ঞার প্রতি বাধ্য হও, এবং শেষ পর্যন্ত স্থির থাকো, তবে তোমরা শেষ দিনে রক্ষা পাবে। এবং এইভাবে এটা হয়। আমেন।