ধর্মশাস্ত্র
২ নেফী ১০


অধ্যায় ১০

যাকোব ব্যাখ্যা করেছেন যে যিহূদীরা তাদের ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করবে—যতক্ষণ না তারা তাঁকে বিশ্বাস করতে শুরু করবে ততক্ষণ তারা বিক্ষিপ্ত থাকবে—আমেরিকা হবে স্বাধীনতার দেশ যেখানে কোনো রাজা শাসন করবে না—ঈশ্বরের সাথে নিজেদের পুনর্মিলিত করো এবং তাঁর অনুগ্রহের মাধ্যমে পরিত্রাণ লাভ করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন আমি, যাকোব, আমার প্রিয় ভাইয়েরা, তোমাদের কাছে এই ধার্মিক শাখা সম্বন্ধে আবারও কথা বলছি যার সম্বন্ধে আমি আগেও বলেছি।

কারণ, আমরা যে প্রতিশ্রুতি পেয়েছি সেগুলো দেহ অনুযায়ী আমাদের দেওয়া প্রতিশ্রুতি; অতএব, যেমন আমাকে দেখানো হয়েছে যে অবিশ্বাসের কারণে আমাদের অনেক সন্তান দেহে ধ্বংস হয়ে যাবে, তবুও, ঈশ্বর অনেকের প্রতি দয়া করবেন; এবং আমাদের সন্তানদের পুনরুদ্ধার করা হবে, যাতে তারা এমন কিছু পেতে পারে যা তাদেরকে তাদের মুক্তিদাতার সত্য জ্ঞান দেবেন।

অতএব, আমি তোমাদেরকে যেমন বলেছিলাম, এটা হওয়া অবশ্যই সমীচীন—কারণ শেষ রাতে স্বর্গদূত আমাকে বলেছিলেন যে খ্রীষ্ট এটা তাঁর নাম হওয়া উচিত—যিহূদীদের মধ্যে আসবেন, তাদের মধ্যে যারা জগতের সবচেয়ে দুষ্ট অংশ; এবং তারা তাঁকে ক্রুশবিদ্ধ করবে—কারণ এটা আমাদের ঈশ্বরের মতেই হবে, এবং পৃথিবীতে অন্য কোনো জাতি নেই যারা তাদের ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করবে।

কারণ যদি অন্যান্য জাতির মধ্যে মহৎ আশ্চর্য্যকাজ সংঘটিত হয়, তবে তারা অনুতপ্ত হবে, এবং জানবে যে তিনিই তাদের ঈশ্বর।

কিন্তু ধূর্ত যাজকতা ও অন্যায়ের কারণে যিরূশালেমে তারা তাঁর বিরুদ্ধে কঠিন হয়েছিলো, যাতে তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়।

অতএব, তাদের অন্যায়ের কারণে তাদের উপর ধ্বংস, দুর্ভিক্ষ, মহামারী এবং রক্তপাত ঘটবে; আর যারা ধ্বংস হবে না, তারা সকল জাতির মধ্যে বিক্ষিপ্ত হয়ে থাকবে।

কিন্তু দেখো, প্রভু ঈশ্বর এই বলেছেন: এমন দিন আসবে যখন তারা আমার উপর বিশ্বাস করবে, আমিই খ্রীষ্ট, তারপর আমি তাদের পিতৃপুরুষদের সাথে চুক্তি করেছি যে, তাদেরকে দেহে, পৃথিবীতে এবং তাদের উত্তরাধিকারের ভূমিতে পুনরুদ্ধার করা হবে।

এবং এটা ঘটবে যে, তারা তাদের দীর্ঘ বিস্তৃতি থেকে, সমুদ্রের দ্বীপপুঞ্জ থেকে এবং পৃথিবীর চারটে অংশ থেকে একত্রিত হবে; এবং ঈশ্বর বলেন, তাদেরকে তাদের উত্তরাধিকারের ভূমিতে নিয়ে যাওয়ার জন্য, অযিহূদীদের জাতিগুলো আমার দৃষ্টিতে মহান হবে।

হ্যাঁ, অযিহূদীদের রাজারা তাদের জন্য পরিষেবাকারী পিতা হবে, এবং তাদের রানীরা পরিষেবাকারী মাতা হবে; অতএব, প্রভুর প্রতিশ্রুতি অযিহূদীদের জন্য মহান, কারণ তিনি তা বলেছেন, আর কে এর বিরুদ্ধে বিতর্ক করতে পারে?

১০ কিন্তু দেখো, ঈশ্বর বলেছিলেন, এই ভূমি, তোমার উত্তরাধিকারের ভূমি হবে, এবং অযিহূদীরা এই ভূমিতে আশীর্বাদ লাভ করবে।

১১ এবং এই দেশ হবে অযিহূদীদের জন্য স্বাধীনতার দেশ, আর এই ভূমিতে কোনো রাজা থাকবে না, যে অযিহূদীদের উপর রাজত্ব করবে।

১২ এবং আমি এই ভূমিকে অন্য সমস্ত জাতির বিরুদ্ধে শক্তিশালী করবো।

১৩ এবং ঈশ্বর বলেছেন, যে ব্যক্তি সিয়োনের বিরুদ্ধে যুদ্ধ করবে, সে ধ্বংস হয়ে যাবে।

১৪ কারণ যে আমার বিরুদ্ধে একজন রাজাকে উত্থাপন করে, সে ধ্বংস হয়ে যাবে, কারণ আমি, প্রভু, স্বর্গের রাজা, তাদের রাজা হবো, এবং আমি চিরকাল তাদের জন্য আলো হয়ে থাকবো, যারা আমার কথা শুনবে।

১৫ অতএব, এই উদ্দেশ্যে, আমার চুক্তিগুলো পূর্ণ হতে পারে যা আমি মানুষ্য সন্তানদের প্রতি করেছি, যা আমি তাদের সাথে করবো যখন তারা দেহে থাকবে, আমাকে অবশ্যই অন্ধকারের গোপন কাজ, হত্যা এবং ঘৃণ্য কাজগুলো ধ্বংস করতে হবে।

১৬ অতএব, যে ব্যক্তি সিয়োনের বিরুদ্ধে যুদ্ধ করে, সে যিহূদী ও অযিহূদী, পুরুষ ও নারী উভয়ই, বন্ধন ও মুক্ত উভয়ই, ধ্বংস হয়ে যাবে; কেননা তারাই সমগ্র পৃথিবীর পতিতা; কারণ যারা আমার স্বপক্ষে নয়, তারা আমার বিপক্ষে, আমাদের ঈশ্বর বলেছেন।

১৭ এই জন্যে, আমার চুক্তিগুলো পূর্ণ করবো যা আমি মনুষ্য সন্তানদের প্রতি করেছি, যা আমি তাদের সাথে করবো যখন তারা দেহে থাকবে—

১৮ অতএব, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ঈশ্বর এই বলেছেন: আমি তোমার বংশকে অযিহূদীদের দ্বারা কষ্ট দেবো; তথাপি, আমি অযিহূদীদের হৃদয় নরম করবো, যাতে তারা তাদের পিতার মতো হয়; অতএব, অযিহূদীরা আশীর্বাদ প্রাপ্ত হবে এবং ইস্রায়েলের বংশের মধ্যে গণনা করা হবে।

১৯ অতএব, আমি এই ভূমিকে তোমার বংশধরদের কাছে পবিত্র করবো, এবং চিরকালের জন্য যাদেরকে তোমার বংশের মধ্যেই গণনা করা হবে, তাদের উত্তরাধিকারের ভূমির জন্য; কারণ ঈশ্বর আমাকে বলেছেন, অন্য সমস্ত দেশের উর্দ্ধে, এটা একটা পছন্দের ভূমি, অতএব আমি সেখানে বসবাসকারী সমস্ত মানুষ যারা থাকবে তারা আমার আরাধনা করবে, ঈশ্বর বলেছেন।

২০ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, দেখো আমাদের করুণাময় ঈশ্বর আমাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে এতো জ্ঞান দিয়েছেন, আসো আমরা তাঁকে স্মরণ করি, এবং আমাদের পাপগুলোকে দূরে রাখি, এবং মাথা নীচু না করি, কারণ আমরা বিতারিত হইনি; তবুও, আমাদের উত্তরাধিকারের ভূমি থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে; কিন্তু আমাদেরকে আরও উত্তম ভূমির দিকে পরিচালিত করা হয়েছে, কারণ প্রভু সমুদ্রকে আমাদের পথ বানিয়েছেন, এবং আমরা সমুদ্রের একটা দ্বীপের উপরে আছি।

২১ কিন্তু সমুদ্রের দ্বীপের উপর যারা আছে, তাদের প্রতি প্রভুর প্রতিশ্রুতি মহান; সেহেতু এটাকে দীপপুঞ্জ বলা হয়েছে, সেখানে এর চেয়েও বেশি কিছু প্রয়োজন রয়েছে, এবং সেখানে তারা আমাদের ভাইদের দ্বারা বসবাস করে।

২২ কারণ দেখো, প্রভু ঈশ্বর তাঁর ইচ্ছা ও সন্তুষ্টি অনুযায়ী বিভিন্ন সময়ে ইস্রায়েলের বংশধরদের কাছ থেকে দূরে সরে গেছেন। এবং এখন দেখো, প্রভু তাদের সবাইকে স্মরণ করেন যারা ভেঙে পড়েছে, অতএব তিনি আমাদেরও স্মরণ করেন।

২৩ অতএব, তোমরা তোমাদের অন্তরকে প্রফুল্ল করো, এবং মনে রেখো যে তোমরা নিজেদের জন্য কাজ করতে স্বাধীন—অনন্ত মৃত্যুর পথ অথবা অনন্ত জীবনের পথ বেছে নেওয়ার জন্য।

২৪ অতএব, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা ঈশ্বরের ইচ্ছার সাথে পুনর্মিলিত হও, শয়তান ও দেহের ইচ্ছার সাথে নয়; এবং মনে রেখো, ঈশ্বরের সাথে পুনর্মিলিত হওয়ার পর, তোমরা কেবল মাত্র ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ লাভ করতে পারো।

২৫ অতএব, ঈশ্বর তোমাদের পুনরুত্থানের শক্তির দ্বারা মৃত্যু থেকে, এবং অনন্ত মৃত্যু থেকে প্রায়শ্চিত্তের শক্তি দ্বারা পুনরুত্থিত করুক, যাতে তোমরা ঈশ্বরের অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারো, যাতে ঐশ্বরিক অনুগ্রহের মাধ্যমে তোমরা তাঁর প্রশংসা করতে পারো। আমেন।