ধর্মশাস্ত্র
২ নেফী ১১


অধ্যায় ১১

যাকোব তাঁর মুক্তিদাতাকে দেখেছিলেন—মোশির আইন খ্রীষ্টকে প্রতীকীস্বরূপ বর্ণনা করে এবং প্রমাণ করে যে তিনি আসবেন। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন, যাকোব ঐ সময়ে আমার লোকদের কাছে আরও অনেক কিছু বলেছিলেন; তবুও আমি কেবল এই বিয়সগুলোই লিখতে পেরেছি, কারণ আমি যে বিয়সগুলো লিখেছি তা আমার জন্য যথেষ্ট।

এবং এখন আমি, নেফী, যিশাইয়ের বাক্যগুলো আরও বেশি লিখি, কারণ আমার আত্মা তাঁর বাক্যে আনন্দিত হয়। কারণ আমি তাঁর বাক্যগুলো আমার লোকদের মাঝে প্রয়োগ করবো, এবং আমার সমস্ত সন্তানদের কাছে প্রেরণ করবো, কারণ সত্যিই তিনি আমার মুক্তিদাতাকে দেখেছেন, যেমনটা আমি তাঁকে দেখেছি।

এবং আমার ভাই, যাকোব, তাঁকে দেখেছে যেমনটা আমি তাঁকে দেখেছি; অতএব, আমি আমার সন্তানদের কাছে তাদের বাক্যগুলো প্রেরণ করবো যাতে তাদের কাছে প্রমাণ করা যায় যে আমার বাক্যগুলো সত্য। অতএব, ঈশ্বর বলেছেন, তিনজনের বাক্য দ্বারা, আমি আমার বাক্য স্থাপন করবো। তবুও, ঈশ্বর আরও সাক্ষী প্রেরণ করেন, এবং তিনি তাঁর সমস্ত বাক্য প্রমাণ করেন।

দেখো, খ্রীষ্টের আগমনের সত্য আমার লোকদের কাছে প্রমাণ করতে পেরে আমার আত্মা আনন্দিত; কারণ, এই উদ্দেশ্যেই মোশির আইন দেওয়া হয়েছে; এবং জগতের শুরু থেকে মানুষকে ঈশ্বরের কাছ থেকে যা কিছু দেওয়া হয়েছে, সবই তাঁকে প্রতীকীস্বরূপ বর্ণনা করে।

এবং আমার আত্মা প্রভুর চুক্তিগুলোতে আনন্দিত হয় যা তিনি আমাদের পিতৃপুরুষদের কাছে করেছিলেন; হ্যাঁ, আমার আত্মা মৃত্যু থেকে মুক্তির মহান এবং অনন্ত পরিকল্পনায় তাঁর অনুগ্রহ, এবং তাঁর ন্যায়বিচার, এবং ক্ষমতা, এবং করুণাতে আনন্দিত হয়।

এবং আমার লোকেদের কাছে প্রমাণ করতে পেরে আমার আত্মা আনন্দিত যে, খ্রীষ্টের আগমন না ঘটলে সমস্ত মানুষ অবশ্যই ধ্বংস হয়ে যাবে।

কারণ সেখানে যদি খ্রীষ্ট না থাকেন সেখানে ঈশ্বরও থাকবেন না; এবং যদি ঈশ্বর না থাকেন তাহলে আমরাও নেই, কারণ সেখানে কোনো সৃষ্টিই হতে পারতো না। কিন্তু একজন ঈশ্বর আছেন, এবং তিনিই হলেন খ্রীষ্ট, এবং তিনি তাঁর নিজের সময়ের পরিপূর্ণতায় আসেন।

এবং এখন আমি যিশাইয়ের কিছু বাক্য লিখছি, যাতে আমার লোকদের মধ্যে যারা এই বাক্যগুলো পড়বে তাদের হৃদয় উল্লসিত হয় এবং সমস্ত মানুষের জন্য আনন্দ করে। এখন এগুলোই হলো সেই বাক্য, এবং তোমরা এগুলো তোমাদেরও সমস্ত মানুষের জন্য প্রয়োগ করতে পারো।