ধর্মশাস্ত্র
২ নেফী ৪


অধ্যায় ৪

লেহী তাঁর পরবর্তী প্রজন্মকে পরামর্শ দেন এবং আশীর্বাদ করেন—তিনি মারা যান এবং সমাধিস্ত করা হয়—নেফী ঈশ্বরের দয়ায় মহিমান্বিত হন—নেফী চিরকালের জন্য প্রভুর উপর নির্ভর করেন। প্রায় ৫৮৮–৫৭০ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন, আমি, নেফী, যোষেফ সম্বন্ধে, আমার পিতা যে ভাববানী করে গেছেন সেগুলোর সম্বন্ধে কথা বলছি, যাকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিলো।

কারণ দেখো, তিনি সত্যিই তাঁর সমস্ত বংশধরদের সম্বন্ধে ভাববানী করেছিলেন। এবং তিনি যে ভাববাণী লিখেছিলেন, তার চেয়ে মহৎ কোন কিছু নেই। এবং তিনি আমাদের এবং আমাদের ভবিষ্যত প্রজন্ম সম্পর্কে ভাববাণী করেছিলেন; এবং সেইগুলো পিতলের ফলকে লেখা আছে।

অতএব, আমার পিতা যোষেফের ভাববাণী সম্বন্ধে কথা বলা শেষ করার পরে, তিনি লামানের সন্তানদের, তার পুত্রদের এবং তার কন্যাদের ডেকে বললো: দেখো, আমার পুত্র ও আমার কন্যারা, যারা আমার প্রথম সন্তানের পুত্র ও কন্যা, আমি চাই যে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো।

কারণ প্রভু ঈশ্বর বলেছেন: তোমরা যে পরিমাণ আমার আদেশ পালন করবে তোমরা সেই পরিমাণ এই ভূমিতে সমৃদ্ধি লাভ করবে; আর তোমরা যদি আমার আদেশ পালন না করো তবে তোমরা আমার উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

কিন্তু দেখো, আমার পুত্র ও কন্যাগণ, আমি তোমাদের জন্য আশীর্বাদ না রাখা পর্যন্ত আমি আমার সমাধিতে নামতে পারবো না; কারণ দেখো, আমি জানি যে, তোমাদের যেভাবে বেড়ে ওঠা উচিত তোমরা যদি সেভাবেই বেড়ে ওঠো তবে তোমরা তা থেকে বিচ্ছিন্ন হবে না।

অতএব, দেখো, যদি তোমরা অভিশপ্ত হও, তোমাদের পিতা-মাতারা এর জন্য দায়ী হবেন।তবে আমি তোমাদের উপর আমার আশীর্বাদ রেখে যাচ্ছি, যাতে তোমাদের কাছ থেকে অভিশাপ তুলে নেওয়া হয়।

অতএব, আমার আশীর্বাদের কারণে প্রভু ঈশ্বর তোমাদের ধ্বংস হতে দেবেন না; অতএব, তিনি তোমাদের প্রতি এবং তোমাদের বংশেধরদের প্রতি চিরকাল দয়া করবেন।

এবং এটা ঘটলো যে আমার পিতা লামানের পুত্র ও কন্যাদের সাথে কথা বলা শেষ করার পরে, তিনি লেমুয়েলের পুত্র ও কন্যাদের তার সামনে নিয়ে আসতে বললেন।

এবং তিনি তাদের বললেন: দেখো, হে আমার পুত্র ও কন্যাগণ, যারা আমার দ্বিতীয় পুত্রের পুত্র ও কন্যা; দেখো, আমি তোমাদের জন্য সেই একই আশীর্বাদ রেখে যাচ্ছি, যা আমি লামানের পুত্র-কন্যাদের জন্য রেখে এসেছি; অতএব, তোমরা পুরোপুরি ধ্বংস হবে না; কিন্তু শেষ পর্যন্ত তোমার বংশধরেরা আশীর্বাদ পাবে।

১০ এবং এটা ঘটলো যে, আমার পিতা যখন তাদের সাথে কথা বলা শেষ করলেন, দেখো, তখন সে ইশ্মায়েলের পুত্রদের এবং এমনকি তাঁর পরিবারের সকলের সাথে কথা বললেন।

১১ এবং তিনি তাদের সাথে কথা বলা শেষ করার পরে, তিনি সামের সাথে কথা বললেন: তুমি এবং তোমার বংশধরেরা ধন্য; কারন তুমি তোমার ভাই নেফীর মতো এই ভূমির উত্তরাধিকারী হবে। এবং তোমার বংশধরদের তার বংশধরের সাথে গণনা করা হবে; এবং তুমি তোমার ভাইয়ের মতো হবে এবং তোমার বংশধরেরা তার বংশধরদের মতো হবে; এবং তুমি তোমার জীবনের সমস্ত দিন ধরে আশীর্বাদ পাবে।

১২ এবং এটা ঘটলো আমার পিতা, লেহী, তাঁর হৃদয়ের অনুভূতি এবং প্রভুর আত্মা যা তাঁর মধ্যে ছিলো, তার দ্বারা তাঁর সমস্ত পরিবারের সাথে কথা বলার পরে, তাঁর বার্ধক্য বৃদ্ধি পেলো। এবং এটা ঘটলো যে, তিনি মারা গিয়েছিলেন এবং তাঁকে সমাধি দেওয়া হয়েছিলো।

১৩ এবং এটা ঘটলো যে, তাঁর মৃত্যুর অল্প দিন পরে, লামান ও লেমুয়েল এবং ইশ্মায়েলের পুত্ররা প্রভুর তিরস্কারের কারণে আমার উপর ক্রুদ্ধ হয়েছিলো।

১৪ কারণ আমি, নেফী, তাঁর বাক্য অনুসারে তাদের সাথে কথা বলতে বাধ্য হয়েছিলাম; কারণ আমি তাদেরকে এবং আমার পিতাকে তাঁর মৃত্যুর পূর্বে অনেক কথা বলেছি; যার মধ্যে অনেক কথা আমার অন্যান্য ফলকে লেখা আছে; কারণ ইতিহাসের বেশির ভাগ অংশই আমার অন্যান্য ফলকে লেখা আছে।

১৫ এবং এগুলোতে আমি আমার আত্মার বিষয়ে, এবং অনেক ধর্ম শাস্ত্রের বিষয়ে লিখেছি যেগুলো পিতলের ফলকের উপর খোদিত। কারণ আমার আত্মা এই ধর্মশাস্ত্রতে মুগ্ধ হয়েছে, এবং আমার হৃদয় সেগুলো নিয়ে চিন্তা করে এবং আমার সন্তানদের শিক্ষা ও লাভের জন্য সেগুলো লিখেছি।

১৬ দেখো, প্রভুর বিষয়ে আমার আত্মা আনন্দিত হয়; এবং আমি যা দেখেছি ও শুনেছি তা নিয়ে আমার হৃদয় অবিরত গভীরভাবে চিন্তা করে।

১৭ তথাপি, প্রভুর মহান দয়া সত্ত্বেও, আমাকে তাঁর মহান এবং বিস্ময়কর কাজগুলো দেখানোর সময়, আমার হৃদয় চিৎকার করে বলে: হে কি দুর্ভাগা মানুষ আমি! হ্যাঁ, আমার দেহের কারণে আমার হৃদয় দুঃখিত; আমার অন্যায়ের জন্য আমার আত্মা শোকাহত।

১৮ প্রলোভন এবং পাপ যা অতি সহজে আমাকে প্রলুদ্ধ করতে পারে, যা দিয়ে আমি ঘিরে আছি।

১৯ এবং যখন আমি আনন্দ করতে চাই, আমার পাপের কারণে আমার হৃদয় গভীর আর্তনাদ করে; তবুও, আমি জানি আমি কার উপর বিশ্বাস স্থাপন করেছি।

২০ আমার ঈশ্বর আমার সহায় ছিলেন; তিনি আমাকে প্রান্তরে আমার কষ্টের সময়ে পরিচালিত করেছেন; এবং তিনি আমাকে মহাজলরাশি থেকে রক্ষা করেছেন।

২১ তিনি আমাকে তাঁর ভালবাসায় পরিপূর্ণ করেছেন, এমনকি আমার সমস্ত দেহ ধ্বংসের সময়ও।

২২ তিনি আমার শত্রুদের পরাজিত করেছেন, যাতে তারা আমার সামনে কম্পিত হয়।

২৩ দেখো, তিনি দিনে আমার কান্না শুনেছেন এবং রাতে দর্শনের মাধ্যমে আমাকে জ্ঞান দিয়েছেন।

২৪ আর দিনে আমি সাহসে দৃঢ় হয়ে তাঁর সামনে জোরালো প্রার্থনা করেছি; হ্যাঁ, আমার কণ্ঠস্বর আমি উচ্চতায় পাঠিয়েছি; এবং স্বর্গদূত নেমে এসে আমার পরিচর্যা করেছেন।

২৫ এবং তাঁর আত্মার ডানায় আমার দেহ বহন করে অত্যন্ত উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। এবং আমার চোখ মহান জিনিস দেখেছে, হ্যাঁ, এমনকি মানুষের জন্যেও তা মহান; অতএব আমাকে আদেশ করা হয়েছিলো যেনো আমি এগুলো না লিখি।

২৬ যদি আমি এতো মহান জিনিস দেখে থাকি, যদি প্রভু মনুষ্য সন্তানদের প্রতি তাঁর অনুগ্রহে মানুষের প্রতি এতো করুণা করে থাকেন, তাহলে কেন আমার হৃদয় কাঁদবে, আমার আত্মা দুঃখের উপত্যকায় থাকবে, এবং আমার দেহ নষ্ট হয়ে যাবে, এবং আমার শক্তি আমার কষ্টের কারণে হ্রাস পাবে?

২৭ এবং কেন আমি আমার দেহের কারণে, পাপের কাছে নত স্বীকার করবো? হ্যাঁ, কেন আমি প্রলোভনে প্রলোভিত হবো, যাতে আমার শান্তি নষ্ট করার এবং আমার আত্মাকে কষ্ট দেওয়ার জন্য শয়তান আমার হৃদয়ে স্থান পায়? কেন আমি আমার শত্রুর কারণে রাগ করি?

২৮ জাগো, আমার আত্মা! আর পাপে পতিত হয়েও না। হে আমার হৃদয়, আনন্দ করো, এবং শত্রুকে আমার আত্মায় আর কোন স্থান দিও না।

২৯ আমার শত্রুর কারণে আবার রাগ কোরো না। আমার কষ্টের কারণে আমার শক্তি আর শিথিল কোরো না।

৩০ হে আমার হৃদয়, আনন্দ করো, এবং প্রভুর কাছে মিনতি করো, এবং বলো: হে প্রভু, আমি চিরকাল তোমার প্রশংসা করবো; হ্যাঁ, আমার আত্মা তোমাতে আনন্দিত হবে, আমার ঈশ্বর, এবং আমার পরিত্রাণের ভিত্তিপ্রস্তর।

৩১ হে প্রভু, তুমি কি আমার আত্মাকে মুক্তি দেবে? তুমি কি আমাকে আমার শত্রুদের হাত থেকে উদ্ধার করবে? তুমি কি আমাকে এভাবে তৈরি করবে যাতে পাপ দেখে আমি কম্পিত হই?

৩২ নরকের দরজাগুলো যেন আমার সামনে ক্রমাগত বন্ধ হয়ে যায়, কারণ আমার হৃদয় ভগ্ন এবং আমার আত্মা অনুতপ্ত! হে প্রভু, তুমি আমার সামনে তোমার ধার্মিকতার দরজা বন্ধ করে দিও না, যাতে আমি নিচু উপত্যকার পথে হাঁটতে পারি, যাতে আমি সরল পথে নিয়ন্ত্রণে চলতে পারি!

৩৩ হে প্রভু, তুমি কি আমাকে তোমার ধার্মিকতার বস্ত্রে ঘিরে রাখবে! হে প্রভু, তুমি কি আমাকে আমার শত্রুদের হাত থেকে উদ্ধার করবে! তুমি কি আমার সামনে আমার পথ সোজা করে দেবে! তুমি আমার পথে বাধা সৃষ্টি করবে না—বরং তুমি আমার সামনে আমার পথ পরিষ্কার করে দেবে, এবং আমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি কোরো না, বরং আমার শত্রুদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করো।

৩৪ হে প্রভু, আমি তোমার উপর ভরসা করেছি এবং চিরকাল তোমার উপর ভরসা রাখবো। আমি মনুষ্যে ভরসা রাখবো না; কারণ আমি জানি যে, অভিশপ্ত সেই ব্যক্তি, যে মনুষ্যে তার ভরসা রাখে। হ্যাঁ, অভিশপ্ত সেই ব্যক্তি, যে মানুষের উপর ভরসা রাখে অথবা মনুষ্যে আস্থা স্থাপন করে।

৩৫ হ্যাঁ, আমি জানি যে, যে চাইবে ঈশ্বর তাকে উদারভাবে দান করবেন। হ্যাঁ, আমার ঈশ্বর আমাকে দেবেন, যদি আমি ভুল কিছু না চাই; অতএব, আমি উচ্চ কন্ঠে তোমার কাছে প্রার্থনা করবো; হ্যাঁ, আমার ঈশ্বর, আমার ধার্মিকতার ভিত্তিপ্রস্তর, আমি তোমার কাছে মিনতি করবো। দেখো, আমার কন্ঠ চিরকাল তোমার কাছে উঠবে, আমার ভিত্তিপ্রস্তর এবং আমার অনন্ত ঈশ্বর। আমেন।