অধ্যায় ৬
যাকোব যিহূদীদের ইতিহাস বর্ণনা করেছেন: বাবিলীয়দের বন্দীদশা এবং প্রত্যাবর্তন; ইস্রায়েলের পবিত্রতমের পরিচর্যা ও ক্রুশবিদ্ধকরণ; অযিহূদীদের কাছ থেকে প্রাপ্ত সাহায্য; এবং শেষ কালে যিহূদীদের পুনরুদ্ধার যখন তারা মশীহকে বিশ্বাস করে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ নেফীর ভাই, যাকোবের কথা, যা তিনি নেফীর লোকদের উদ্দেশ্যে বলেছিলেন:
২ দেখো, আমার প্রিয় ভাইয়েরা, আমি, যাকোব, যাকে ঈশ্বরের পক্ষ থেকে ডাকা হয়েছে, এবং তাঁর পবিত্র রীতি অনুসারে নিযুক্ত করা হয়েছে, এবং আমার ভাই নেফী কর্তৃক নিযুক্ত হয়েছি, যাকে তোমরা রাজা বা রক্ষক হিসাবে দেখো, এবং যার উপর তোমরা নিরাপত্তার জন্য নির্ভর করো, দেখো তোমরা জানো যে আমি তোমাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছি।
৩ তবুও, আমি আবার তোমাদের সাথে কথা বলছি; কারণ আমি তোমাদের আত্মার কল্যাণ কামনা করি। হ্যাঁ, তোমাদের নিয়ে আমার দুশ্চিন্তা অনেক; এবং তোমরা নিজেরাই জানো যে, এটা সবসময়ই ছিলো। কারণ আমি তোমাদেরকে নিরলসভাবে উৎসাহিত করে আসছি; এবং আমি তোমাদেরকে আমার পিতার বাক্য শিখিয়েছি; এবং আমি তোমাদেরকে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে যা কিছু লেখা রয়েছে সে সম্বন্ধে বলেছি।
৪ আর এখন দেখো, আমি তোমাদেরকে যা কিছু আছে এবং যা ঘটতে যাচ্ছে সে সম্বন্ধে বলবো; অতএব, আমি তোমাদের উদ্দেশ্যে যিশাইয়ের বাক্যগুলো পড়বো। এবং এই বাক্যগুলোই আমার ভাই চেয়েছিলো যেনো আমি তোমাদের উদ্দেশ্যে বলি। এবং আমি তোমাদের উদ্দেশ্যে কথা বলেছি তোমাদের ভালোর জন্য; যাতে তোমরা জানো এবং ঈশ্বরের নামের গৌরব করতে পারো।
৫ এবং এখন, আমি যে বাক্যগুলো পড়বো তা হলো সমস্ত ইস্রায়েলের বংশ সমন্ধে যিশাইয় যা বলেছেন; অতএব, সেগুলো হয়তো তোমাদের জন্যও প্রযোজ্য, কারণ তোমরা ইস্রায়েলেরই বংশধর। এবং যিশাইয় এমন অনেক বিষয়ে কথা বলেছেন যা হয়তো তোমাদের জন্যও প্রযোজ্য, কারণ তোমরা ইস্রায়েলের বংশধর।
৬ এবং এখন, বাক্যগুলো হলো এই: প্রভু ঈশ্বর এভাবে বলেছেন: দেখো, আমি অযিহূদীদের দিকে আমার হাত বাড়াবো, এবং লোকেদের কাছে আমার পতাকা উঠাবো; তারা তোমাদের পুত্রদের তাদের বাহুতে বরণ করে নেবে এবং তোমাদের কন্যাদের তাদের কাঁধে তুলে নেবে।
৭ এবং রাজারা হবে তোমাদের পরিষেবাকারী পিতা, এবং তাদের রানীরা হবে তোমাদের পরিষেবাকারী মাতা; তারা ভূমির দিকে মুখ রেখে তোমাদের কাছে নত হবে, এবং তোমাদের পায়ের ধুলো চাটবে; এবং তোমরা জানবে যে, আমিই প্রভু; তাই আমার জন্য যারা অপেক্ষা করবে তারা লজ্জিত হবে না।
৮ এবং এখন আমি, যাকোব, এই বাক্যগুলো সম্বন্ধে কিছু কথা বলবো। কারণ দেখো, প্রভু আমাকে দেখিয়েছেন যে যিরূশালেমে যারা ছিলো, আমরা যেখান থেকে এসেছি, তাদের হত্যা করা হয়েছে এবং বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে।
৯ তবুও, প্রভু আমাকে দেখিয়েছেন যে, তারা আবার ফিরে আসবে। এবং তিনি আমাকে এটাও দেখিয়েছেন যে ইস্রায়েলের পবিত্রতম, প্রভু ঈশ্বর তাদের কাছে সশরীরে প্রকাশ করবেন; এবং সেই স্বর্গদূতের বাক্য অনুসারে, যিনি এটা আমাকে বলেছিলেন, যখন তিনি নিজেকে প্রকাশ করবেন তখন তারা তাঁকে যন্ত্রণা দেবে এবং তাঁকে ক্রুশবিদ্ধ করবে।
১০ এবং যখন তারা ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে একগুয়েমী করে এবং তাদের হৃদয় কঠোর করার পরে, দেখো, ইস্রায়েলের পবিত্রতমের বিচার তাদের উপর নেমে আসবে। এবং সেই দিন আসবে যেদিন তারা প্রহারিত হবে এবং কষ্ট পাবে।
১১ অতএব, স্বর্গদূত এভাবে বললেন, তাদের এদিকে ওদিকে তাড়িয়ে দেওয়ার পরে, বিশ্বাসীদের প্রার্থনার ফলে তারা ধ্বংস হবে না, অনেকেই দেহে কষ্টভোগ করবে; তারা বিক্ষিপ্ত হবে, এবং প্রহারিত হবে, এবং ঘৃণিত হবে; তবুও, প্রভু তাদের প্রতি দয়া করবেন, যাতে যখন তারা মুক্তিদাতাকে জানতে পারবে, তখন তারা তাদের উত্তরাধিকারের ভূমিতে একত্রিত হবে।
১২ এবং ধন্য অযিহূদীরা, যাদের সম্বন্ধে ভাববাদীরা লিখেছেন; কারণ দেখো, যদি তারা অনুতাপ করে এবং সিয়োনের বিরুদ্ধে যুদ্ধ না করে, এবং সেই মহান ও ঘৃণ্য মন্ডলীর সাথে নিজেদের একত্রিত না করে, তবে তারা উদ্ধার পাবে; কারণ প্রভু ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি যে চুক্তি করেছেন তা পূরণ করবেন; এবং এই জন্যই ভাববাদীরা এগুলো লিখেছেন।
১৩ অতএব, যারা সিয়োন ও প্রভুর চুক্তিবদ্ধ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে, তারা তাদের পায়ের ধুলো নেবে; এবং প্রভুর লোকেরা লজ্জিত হবে না। কারণ প্রভুর লোকেরা তাঁর জন্য অপেক্ষা করে; কারণ তারা এখনও মশীহের আগমনের জন্য অপেক্ষা করছে।
১৪ এবং দেখো, ভাববাদীদের বাক্য অনুসারে, মশীহ তাদের পুনরুদ্ধার করার জন্য দ্বিতীয়বার নিজেকে স্থাপন করবেন; অতএব, তিনি তাদের কাছে শক্তি ও মহা মহিমায় নিজেকে প্রকাশ করবেন, তাদের শত্রুদের ধ্বংসের জন্য, যখন সেই দিন আসবে যখন তারা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করবে; এবং যারা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদের কাউকেই তিনি ধ্বংস করবেন না।
১৫ এবং যারা তাঁকে বিশ্বাস করবে না তারা আগুনে, ঝড়ে, ভূমিকম্পে, এবং রক্তপাতের দ্বারা, এবং মহামারীতে, এবং দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হয়ে যাবে। এবং তারা জানবে যে প্রভুই ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম।
১৬ কারণ শিকার কি পরাক্রমশালীদের কাছ থেকে নেওয়া যায়, অথবা বৈধ বন্দীকে কি উদ্ধার করা যায়?
১৭ কিন্তু প্রভু এই বলেছেন: এমনকি পরাক্রমশালীদের বন্দীদেরও নিয়ে যাওয়া হবে, এবং ভয়ঙ্করদের শিকারও উদ্ধার করা হবে; কারণ পরাক্রমশালী ঈশ্বর তাঁর চুক্তিবদ্ধ মানুষদের রক্ষা করবেন। কারণ প্রভু এই বলেছেন: আমি তাদের সাথে বিবাদ করবো যারা তোমার সাথে বিবাদ করে—
১৮ এবং যারা তোমার উপর অত্যাচার করে, আমি তাদেরকে তাদের নিজেদের মাংস দিয়ে খাওয়াবো; এবং তারা নিজেদের রক্ত পান করবে যেনো তারা মিষ্টি দ্রাক্ষাসুরা পান করছে; এবং সমস্ত মানুষ জানবে যে, আমিই প্রভু তোমার উদ্ধারকর্তা এবং তোমার মুক্তিদাতা, যাকোবের একজন পরাক্রমশালী।