ধর্মশাস্ত্র
৩ নেফী ১০


৩ নেফী

অধ্যায় ১০

অনেক সময় ধরে ভূমিতে নীরবতা বিরাজ করছে—খ্রীষ্টের কণ্ঠস্বর তাঁর লোকদের একত্র করার প্রতিজ্ঞা করে যেভাবে একটা মুরগি তার বাচ্চাদের একত্র করে—মানুষদের মধ্যে অধিক ধর্মনিষ্ঠ অংশ সংরক্ষিত হয়েছে। প্রায় ৩৪–৩৫ খ্রীষ্টাব্দ।

এবং এখন দেখো, এটা ঘটলো যে, ভূমিতে সমস্ত মানুষেরা এই কথাগুলো শুনলো, এবং এর সাক্ষী রইলো। এবং এই কথাগুলোর পর অনেক সময় ধরে ভূমিতে নীরবতা বিরাজ করেছিল;

কারণ জনতা এতটাই বেশি বিস্মিত ছিল যে তারা তাদের আত্মীয়দের হারানোর জন্য বিলাপ করা ও হাহাকার করা বন্ধ করে দিয়েছিল যাদেরকে হত্যা করা হয়েছিল; সেই কারণে সমস্ত ভূমি জুড়ে অনেক ঘণ্টা ধরে নীরবতা ছিল।

এবং এটা ঘটলো যে, সেখানে জনতার মাঝে আবারও একটা কণ্ঠস্বর আসলো, এবং সমস্ত জনতা তা শুনতে পেলো, এবং এর সাক্ষী রইলো, যা বললেন:

হে এই মহা নগরের বাসিন্দারা যারা পতিত, যারা যাকোবের বংশধর, হ্যাঁ, যারা ইস্রায়েলের বংশের, আমি তোমাদের কতবার একত্র করেছি যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, এবং তোমাদের লালন পালন করেছি।

এবং তা ছাড়াও, আমি কতবারই না তোমাদের একত্র করতাম যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, হ্যাঁ, হে ইস্রায়েলের বংশের মানুষেরা, যারা পতিত হয়েছো; হ্যাঁ, হে ইস্রায়েলের বংশের মানুষেরা, তোমরা যারা যিরূশালেমে বাস করো, তোমরা যারা একইভাবে পতিত হয়েছো; হ্যাঁ, আমি কতবারই না তোমাদের একত্র করতাম যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, কিন্তু তোমরা সম্মত হলে না।

হে ইস্রায়েলের বংশ যাদের আমি বাঁচিয়ে রেখেছি, আমি তোমাদের অনেকবার একত্র করবো যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, যদি তোমরা অনুতপ্ত হও এবং হৃদয়ের পূর্ণ উদ্দেশ্য নিয়ে আমার কাছে ফিরে আসো।

কিন্তু যদি তা না করো, হে ইস্রায়েলের বংশ, তোমাদের পিতৃপুরুষদের সাথে করা চুক্তি পূর্ণ না হওয়ার সময় পর্যন্ত তোমাদের বাসস্থানগুলো জনশূন্য হয়ে যাবে।

এবং এখন এটা ঘটলো যে, জনতা এই কথাগুলো শোনার পরে, দেখো, তাদের আত্মীয় ও বন্ধুদের হারানোর জন্য আবারও তারা কাঁদতে ও হাহাকার করতে শুরু করলো।

এবং এটা ঘটলো যে, এভাবেই তিন দিন পার হয়ে গেল। এবং এটা ছিল সকালবেলা, এবং তখন ভূমণ্ডল থেকে অন্ধকার সরে গেল, এবং পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল, এবং পাথরগুলো ফেটে যাওয়া বন্ধ হয়ে গেল, এবং ভয়ঙ্কর আর্তনাদগুলো বন্ধ হয়ে গেল, এবং সমস্ত কোলাহলপূর্ণ শব্দগুলো থেমে গেল।

১০ এবং পৃথিবী আবার একত্রিত হলো, যেন তা স্থায়ী হলো; এবং যারা বেঁচে ছিল সেই মানুষদের শোক, কান্নাকাটি, এবং হাহাকার করা বন্ধ হয়ে গেল; এবং তাদের শোক আনন্দে পরিণত হলো, এবং তাদের বিলাপ তাদের মুক্তিদাতা, প্রভু যীশু খ্রীষ্টের প্রশংসা ও ধন্যবাদজ্ঞাপনে পরিণত হলো।

১১ এবং এই পর্যন্ত ভাববাদীদের দ্বারা বলা ধর্মশাস্ত্র পরিপূর্ণ হয়েছিল।

১২ এবং এটা ছিল মানুষদের মধ্যে সেই অধিক ধর্মনিষ্ঠ অংশ যারা রক্ষা পেয়েছিল, এবং তারাই ছিল যারা ভাববাদীদেরকে গ্রহণ করেছিল এবং তাদের পাথর মারেনি; এবং তারাই ছিল যারা সেই ধার্মিকদের রক্ত ঝরায় নি, যারা বেঁচে ছিল—

১৩ এবং তারা বেঁচে ছিল ও তারা তলিয়ে যায়নি ও মাটির নিচে সমাহিত হয়নি; এবং তারা সমুদ্রের গভীরে ডুবে যায়নি; এবং তারা আগুনে পুড়ে যায়নি, কিছুই তাদের উপরে পড়েনি ও চাপা দিয়ে মারেনি; এবং তাদের ঘূর্ণিঝড়ের মধ্যে বয়ে নিয়ে যাওয়া হয়নি; এমনকি ধোঁয়া ও অন্ধকারের বাষ্প দ্বারাও তারা পরাভূত হয়নি।

১৪ এবং এখন, যে কেউ এটা পড়ে, সে বুঝুক; যার কাছে ধর্মশাস্ত্র আছে, সে সেগুলি অনুসন্ধান করুক, এবং পড়ুক ও পরক্ষ করুক যে এই সকল মৃত্যু ও ধ্বংসগুলো আগুনের দ্বারা, ও ধোঁয়ার দ্বারা, ও ঝড়ের দ্বারা, ও ঘূর্ণিঝড়ের দ্বারা, ও ভূমি পৃথক হয়ে তাদেরকে গ্রহণ করার মাধ্যমে, এবং এই সমস্ত ঘটনা অনেক পবিত্র ভাববাদীদের ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করার জন্য যথেষ্ট নয় কিনা।

১৫ দেখো, আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ খ্রীষ্টের আগমনের সময়ে অনেকেই এই সমস্ত ঘটনার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, এবং এই সমস্ত ঘটনার ব্যাপারে সাক্ষ্য দেওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল।

১৬ হ্যাঁ, ভাববাদী সেনোস এই সমস্ত ঘটনার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল, এবং সেনকও এই সমস্ত ঘটনার ব্যাপারে কথা বলেছিল, কারণ তারা বিশেষভাবে আমাদের সম্পর্কে সাক্ষ্য দিয়েছিল, যারা তাদের বংশধরদের অবশিষ্টাংশ।

১৭ দেখো, আমাদের পিতা যাকোবও সাক্ষ্য দিয়েছিল যোষেফের বংশধরদের অবশিষ্টাংশের ব্যাপারে। এবং দেখো, আমরা কি যোষেফের বংশধরদের অবশিষ্টাংশ নই? এবং এই সমস্ত বাক্যগুলো যা আমাদের ব্যাপারে সাক্ষ্য দেয়, আমাদের পিতা লেহী যে পিতলের ফলক যিরূশালেম থেকে নিয়ে এসেছিল তাতে কি সেগুলো লেখা নেই?

১৮ এবং এটা ঘটলো যে, চৌত্রিশ বৎসরের শেষের দিকে, দেখো, আমি তোমাদের দেখাবো যে নেফীর লোকেরা যারা বেঁচে ছিল, এবং আরও যাদেরকে লামানীয় বলা হত, যাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল, তাদের প্রতি মহা দয়া দেখানো হয়েছিল, এবং তাদের মাথার উপর মহান আশীর্বাদগুলো ঢেলে দেওয়া হয়েছিল, যে এমনকি খ্রীষ্ট স্বর্গে আরোহণের পরপরই তিনি তাদের কাছে সত্যিই নিজেকে প্রকাশ করেছিলেন—

১৯ তাদেরকে তাঁর দেহ দেখতে দেওয়া, এবং তাদের মধ্যে শিক্ষা দেওয়া; এবং তাঁর পরিচর্যা কাজের একটা লিখিত বিবরণ পরবর্তীতে দেওয়া হবে। অতএব এই সময়ের জন্য আমি আমার লিখিত বিবরণ শেষ করছি।

Print