ধর্মশাস্ত্র
৩ নেফী ১২


অধ্যায় ১২

যীশু বারোজন শিষ্যকে আহ্বান করেন এবং কর্তৃত্ব প্রদান করেন—তিনি নেফীয়দের কাছে পর্বতের উপদেশের অনুরুপ একটা ধর্মোপদেশ প্রদান করেন—তিনি আশীর্বাদগুলোর ব্যাপারে বলেন—তাঁর শিক্ষাগুলো মোশির আইনকে অতিক্রম করে এবং এর উপরে প্রাধান্য পায়—মানুষকে নিখুঁত হতে আদেশ করেন যেমনটা তিনি ও তাঁর পিতা নিখুঁত—তুলনা করো মথি ৫। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দ।

এবং এটা ঘটলো যে, যীশু যখন নেফীর কাছে, ও যাদের আহ্বান করা হয়েছিল তাদের কাছে এই কথাগুলো বললেন, (এখন যাদেরকে আহ্বান করা হয়েছিল, এবং বাপ্তিস্ম প্রদানের ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়েছিল, তারা ছিল সংখ্যায় বারোজন) এবং দেখো, তিনি জনতার দিকে তাঁর হাত বাড়ালেন, এবং তাদের কাছে উচ্চকণ্ঠে বললেন: ধন্য তোমরা যদি এই বারোজনের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো যাদেরকে আমি তোমাদের মধ্যে থেকে মনোনীত করেছি তোমাদের পরিচর্যা করার জন্য, ও তোমাদের সেবক হওয়ার জন্য; এবং আমি তাদেরকে ক্ষমতা প্রদান করেছি যাতে তারা তোমাদের জলে বাপ্তিস্ম দিতে পারে; এবং তোমরা জল দ্বারা বাপ্তিস্ম নেওয়ার পরে, দেখো, আমি তোমাদেরকে আগুন ও পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম দেবো; অতএব ধন্য তোমরা যদি আমাকে বিশ্বাস করো ও বাপ্তিস্ম গ্রহণ করো, তারপর তোমরা আমাকে এইভাবে দেখবে এবং জানবে যে আমি আছি।

এবং আবার, আরও ধন্য তারা যারা তোমাদের কথায় বিশ্বাস করবে কারণ তোমরা সাক্ষ্য দেবে যে তোমরা আমাকে দেখেছো, এবং তোমরা জানো যে আমি আছি। হ্যাঁ, ধন্য তারা যারা তোমাদের কথায় বিশ্বাস করবে, এবং নম্রতার গভীরে নেমে আসবে ও বাপ্তিস্ম গ্রহণ করবে, কারণ আগুন ও পবিত্র আত্মা তাদের কাছে পাঠানো হবে, এবং তাদের পাপের জন্য ক্ষমা পাবে।

হ্যাঁ, ধন্য যারা আত্মাতে দীনহীন এবং আমার কাছে আসে, কারণ স্বর্গরাজ্য তাদেরই।

এবং আবার, ধন্য তারা সকলে যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে।

এবং ধন্য যারা নম্র, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে।

এবং ধন্য তারা সকলে যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও পিপাসিত, কারণ তারা পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ হবে।

এবং ধন্য যারা করুণাময়, কারণ তারা করুণা পাবে।

এবং ধন্য যারা সকলে হৃদয়ে শুদ্ধ, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে।

এবং ধন্য সকল শান্তিস্থাপনকারী, কারণ তাদেরকে ঈশ্বরের সন্তান বলা হবে।

১০ এবং ধন্য তারা সকলে যারা আমার নামের জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই।

১১ এবং ধন্য তোমরা যখন লোকেরা আমার জন্য তোমাদের নিন্দা করবে এবং নির্যাতন করবে, এবং মিথ্যে ভাবে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলবে;

১২ কারণ তোমরা মহা আনন্দ পাবে এবং অত্যন্ত খুশি হবে, কারণ স্বর্গে তোমাদের পুরষ্কার হবে মহান; কারণ তোমাদের পূর্ববর্তী ভাববাদীদেরকে তারা এভাবেই নির্যাতন করেছিল।

১৩ সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদের পৃথিবীর লবণ হতে আদেশ করছি; কিন্তু লবন যদি তাঁর স্বাদ হারিয়ে ফেলে তাহলে পৃথিবীকে সুস্বাদু করতে কি ব্যবহার করা হবে? তারপর থেকে সেই লবন আর কোন কাজে লাগে না, কেবল তা বাইরে ফেলে দেওয়ার ও মানুষের পায়ের নিচে দলিত হওয়ার যোগ্য হয়।

১৪ সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে এই মানুষদের জন্য আলো হতে আদেশ করছি। পাহাড়ের উপর স্থাপিত শহর লুকানো যায় না।

১৫ দেখো, মানুষ প্রদীপ জ্বালিয়ে কি ঝুড়ির নিচে রাখে? না, বরং দীপাধারের উপরে রাখে, এবং এটা ঘরের সকলকে আলো দেয়;

১৬ অতএব তোমাদের আলো এই মানুষদের সামনে এভাবেই জ্বলুক, যাতে তারা তোমাদের ভালো কাজগুলো দেখতে পারে এবং তোমাদের পিতাকে গৌরবান্বিত করতে পারে যিনি স্বর্গে বিরাজ করেন।

১৭ ভেবো না যে আমি আইন ও ভাববাদীদেরকে ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি;

১৮ কারণ সত্যি আমি তোমাদের বলছি, আইন থেকে এক মাত্রা বা এক বিন্দুও বিলুপ্ত হয়নি, বরং আমার মধ্যে তা সবই পূর্ণ হয়েছে।

১৯ এবং দেখো, আমি তোমাদের আমার পিতার আইন ও আজ্ঞাগুলো দিয়েছি, যাতে তোমরা আমাকে বিশ্বাস করো এবং তোমাদের পাপের জন্য অনুতপ্ত হও, এবং ভগ্ন হৃদয় ও অনুতপ্ত আত্মা নিয়ে আমার কাছে আসো। দেখো, তোমাদের সামনে আজ্ঞাগুলো আছে, এবং আইনটি পূর্ণ হয়েছে।

২০ অতএব আমার কাছে আসো এবং তোমরা রক্ষা পাও; কারণ আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমরা আমার আজ্ঞাগুলো পালন না করো, যা আমি এই সময়ে তোমাদের দিয়েছি, তোমরা কোন মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।

২১ তোমরা শুনেছো যে প্রাচীনকালে এটা তাদের দ্বারা বলা হয়েছিল, এবং এটা তোমাদের সামনে লেখাও হয়েছিল, যে তুমি হত্যা কোরো না, এবং যে কেউ হত্যা করবে সে ঈশ্বরের বিচারের দায়ে পড়বে;

২২ কিন্তু আমি তোমাদেরকে বলছি, যে কেউ তার ভাইয়ের উপর রাগ করবে সে তাঁর বিচারের দায়ে পড়বে। এবং যে কেউ তার ভাইকে বলবে, ওরে নির্ব্বোধ, সে পরিষদের দায়ে পড়বে; এবং যে কেউ বলবে, ওরে মূর্খ, সে নরকের আগুনের দায়ে পড়বে।

২৩ অতএব, যদি তোমরা আমার কাছে আসো, অথবা আমার কাছে আসতে ইচ্ছুক হও, এবং মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ রয়েছে—

২৪ তোমার ভাইয়ের কাছে যাও, এবং প্রথমে তোমার ভাইয়ের সাথে মিলিত হও, এবং তারপর হৃদয়ের পূর্ণ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসো, এবং আমি তোমাকে গ্রহণ করবো।

২৫ তুমি যখন তোমার প্রতিপক্ষের সাথে পথে থাকবে তার সাথে শীঘ্র মিলিত হবে, পাছে যে কোন সময় সে তোমাকে বন্দী করবে, এবং তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে।

২৬ সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, যতক্ষণ না পর্যন্ত তুমি সম্পূর্ণ সিনাইন পরিশোধ করবে সেখান থেকে কোনভাবেই বেরিয়ে আসতে পারবে না। এবং তুমি কি একটা সিনাইনও দিতে পারবে যখন তুমি কারাগারে থাকবে? সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, পারবে না।

২৭ দেখো, প্রাচীন কালে তাদের দ্বারা এটা লেখা আছে, যে তুমি ব্যভিচার কোরো না;

২৮ কিন্তু আমি তোমাদেরকে বলছি, যে কেউ একজন স্ত্রীলোকের প্রতি লালসার চোখে দৃষ্টিপাত করে, সে ইতিমধ্যেই তার হৃদয়ে ব্যভিচার করেছে।

২৯ দেখো, আমি তোমাদের একটা আজ্ঞা দিচ্ছি, যে তোমরা এই সব কিছুর মধ্যে কোনোটাই তোমাদের হৃদয়ে প্রবেশ করতে দিও না;

৩০ কারণ তোমরা নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে, এই সব বিষয় থেকে তোমরা নিজেদেরকে অস্বীকার করাটাই ভালো, যার দ্বারা তোমরা তোমাদের ক্রুশ তুলে নেবে।

৩১ এটা লেখা আছে, যে কেউ তার স্ত্রীকে পরিত্যাগ করবে, সে তাকে একটা লিখিত ত্যাগপত্র দিক।

৩২ সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, যে কেউ ব্যভিচারের কারণ ছাড়া, অন্য কোন কারণে তার স্ত্রীকে পরিত্যাগ করবে, সে তাকে ব্যভিচারে বাধ্য করে; এবং যে কেউ সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে।

৩৩ এবং আবার এটা লেখা আছে, তুমি মিথ্যা দিব্যি কোরো না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার শপথগুলো পালন করো;

৩৪ সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, কোন দিব্যিই কোরো না; স্বর্গের নামেও কোরো না, কারণ এটা ঈশ্বরের সিংহাসন;

৩৫ পৃথিবীর নামেও কোরো না, কারণ এটা তাঁর পাদদেশ;

৩৬ তুমি তোমার মাথার দিব্যিও কোরো না, কারণ তুমি একটা চুলও কালো বা সাদা করতে পারবে না;

৩৭ কিন্তু তোমাদের কথা হ্যাঁ, হ্যাঁ; না, না হোক; কারণ এর চেয়ে বেশি যা আসে তা মন্দ।

৩৮ এবং দেখো, এটা লেখা আছে, চোখের বদলে চোখ, এবং দাঁতের বদলে দাঁত;

৩৯ কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা মন্দকে প্রতিরোধ কোরো না, বরং যে কেউ তোমার ডান গালে আঘাত করবে, অন্য গালটাও তার দিকে ফিরিয়ে দাও;

৪০ এবং যদি কেউ বিচারালয়ে তোমার বিরুদ্ধে মামলা করে ও তোমার জামাটা কেড়ে নেয়, তাকে তোমার চাদরটাও নিতে দাও;

৪১ এবং যে কেউ তোমাকে এক মাইল যেতে বাধ্য করবে, তার সাথে দুই মাইল যাও।

৪২ যে তোমার কাছে কোন কিছু চায় তাকে দাও, আর যে তোমার কাছ থেকে ধার চায় তাকে ফিরিয়ে দিও না।

৪৩ এবং দেখো আরও লেখা আছে, তুমি তোমার প্রতিবেশীকে ভালবাসবে এবং তোমার শত্রুকে ঘৃণা করবে;

৪৪ কিন্তু দেখো আমি তোমাদের বলছি, তোমার শত্রুদের ভালবাসো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্য ভালো করো, এবং যারা তোমাদের ঘৃণাপূর্ণ ভাবে ব্যবহার করে এবং নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো;

৪৫ যাতে তোমরা তোমাদের স্বর্গীয় পিতার সন্তান হতে পারো; কারণ তিনি মন্দ ও ভালো উভয়ের উপরে তাঁর সূর্য উদয় করান।

৪৬ এতএব প্রাচীনকালের যে সমস্ত বিষয়গুলি আইনের অধীন ছিল, সেগুলো আমার মধ্যে পূর্ণ হয়েছে।

৪৭ পুরোনো জিনিস শেষ হয়ে গেছে, এবং সব কিছু নতুন হয়ে গেছে।

৪৮ অতএব আমি চাই তোমরা নিখুঁত হও যেমনটা আমি, বা তোমাদের স্বর্গীয় পিতাও নিখুঁত।

Print