পিতা তাঁর প্রিয় পুত্রের সাক্ষ্য দেন—খ্রীষ্ট আবির্ভূত হন এবং তাঁর প্রায়শ্চিত্তের ঘোষণা করেন—মানুষেরা তাঁর হাতের ও পায়ের এবং কক্ষদেশের ক্ষত স্থানের চিহ্ন অনুভব করে—তারা হোশান্না বলে চিৎকার করে—তিনি বাপ্তিস্মের উপায় এবং পদ্ধতির ব্যাপারে নির্দেশনা দেন—বিবাদের আত্মা হল শয়তান—খ্রীষ্টের উপদেশাবলী হল যে মানুষের বিশ্বাস করা উচিত এবং বাপ্তিস্ম নেওয়া উচিত এবং পবিত্র আত্মাকে গ্রহণ করা উচিত। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দ।