ধর্মশাস্ত্র
২ নেফী ২৪


অধ্যায় ২৪

ইস্রায়েলীয়রা একত্রিত হবে এবং সহস্র বৎসর বিশ্রাম উপভোগ করবে—লুসিফারকে বিদ্রোহের জন্য স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিলো—ইস্রায়েল বাবিলের (বিশ্ব) উপর বিজয় লাভ করবে—যিশাইয় ১৪-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

কারণ প্রভু যাকোবের প্রতি করুণা করবেন, এবং ইস্রায়েলকে মনোনীত করবেন, এবং তাদেরকে নিজ দেশে স্থাপন করবেন; আর বিদেশীরা তাদের সাথে যোগ দেবে, এবং তারা যাকোবের বংশের সাথে সংযুক্ত হবে।

এবং জনগণ তাদেরকে নেবে এবং তাদের স্থানে পৌঁছে দেবে; হ্যাঁ, দূর থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত; এবং তারা তাদের প্রতিশ্রুত ভূমিতে ফিরে যাবে। এবং ইস্রায়েলের বংশ তাদের অধিকার করবে, এবং প্রভুর ভূমি দাস ও দাসীদের জন্য হবে; এবং তারা তাদের বন্দী করে নিয়ে যাবে যাদের কাছে তারা বন্দী ছিল; এবং তারা তাদের অত্যাচারীদের উপর কর্তৃত্ব করবে।

এবং সেই দিন এমন ঘটবে যে, তোমার দুঃখ থেকে, এবং তোমার ভয় থেকে, এবং যে কঠোর দাসত্বে তুমি অবদ্ধ ছিলে, তা থেকে প্রভু তোমাকে বিশ্রাম দেবে।

এবং সেই দিন এমনটা ঘটবে যে, বাবিলন রাজার বিরুদ্ধে তুমি এই প্রবাদটা তুলে ধরবে, এবং বলবে: অত্যাচারী কিভাবে শেষ হয়েছে, সোনার শহর কিভাবে শেষ হয়েছে!

প্রভু দুষ্টদের লাঠি, শাসকদের রাজদণ্ড ভেঙ্গে দিয়েছেন।

যে জনগণকে ক্রোধে ক্রমাগত আঘাত করতো, যে ক্রোধে জাতিসমূহকে শাসন করতো, সে নির্যাতিত হয়েছে, এবং কেউ বাধা দেয়নি।

সমস্ত পৃথিবী সুস্থির, এবং শান্ত; তারা উচ্চস্বরে আনন্দ গান গাইছে।

হ্যাঁ, দেবদারু ও লিবানোনের এরস গাছও তোমার বিষয়ে আনন্দ করে, এই বলে: যে সময় থেকে তোমার পতন হয়েছে তখন থেকে আমাদের বিরুদ্ধে কোনো কাঠুরিয়া আসেনি।

তোমার আগমনে তোমার সাথে দেখা করার জন্য পাতালের নরক বিচলিত হয়েছে; এটা তোমার জন্য মৃতদেরকে, পৃথিবীর প্রধান সকলকে জাগিযে তুলেছে; এটা জাতিগণের রাজা সকলকে তাদের সিংহাসন থেকে উঠিয়েছে।

১০ তারা সকলে বলবে এবং তোমাকে এই বলবে: তুমিও কি আমাদের মতো দুর্বল হয়ে গেছো? তুমি কি আমাদের মতো হয়ে গেছো?

১১ তোমার শ্রেষ্ঠত্ব কবরে নামিয়ে আনা হয়েছে; তোমার বেহালার ধ্বনি শোনা যায় না; কীট তোমার নীচে ছড়িয়ে পড়েছে, এবং কীটগুলো তোমাকে ঢেকে রেখেছে।

১২ হে লুসিফার, উষার সন্তান, স্বর্গ থেকে এ কেমন পতন তোমার! তুমি কি ভূপাতিত হয়েছো, যা জাতিসমূহকে দুর্বল করে দিয়েছিলো!

১৩ কারণ তুমি তোমার মনে মনে বলেছো: আমি স্বর্গে আরোহণ করবো, আমি আমার সিংহাসন ঈশ্বরের নক্ষত্রগণের উপরে মহিমান্বিত করবো; আমি সমাবেশ পর্বতের, উত্তর দিকে বসবো;

১৪ আমি মেঘের উচ্চতার উপরে উঠবো; আমি পরাৎপর ঈশ্বরের মতো হবো।

১৫ তবুও তোমাকে নামিয়ে আনা হবে নরকে, অতল গহ্বরের গভীরতম স্থানে।

১৬ যারা তোমাকে দেখবে, তারা তোমার প্রতি নিরীক্ষণ করবে, এবং তোমার বিষয়টা বিবেচনা করবে, এবং বলবে: এই কি সেই পুরুষ যে পৃথিবীকে কম্পিত করেছিলো, যে রাজ্যগুলোকে কাঁপিয়ে দিয়েছিলো?

১৭ এবং বিশ্বকে মরুভূমিতে পরিণত করতো, এবং শহরগুলোকে ধ্বংস করতো, এবং বাড়ি যাওয়ার জন্য বন্দীদের মুক্ত করেনি?

১৮ জাতিগুলোর সকল রাজারা, হ্যাঁ, তারা সকলে, গৌরবে শুয়ে আছে, প্রত্যেকে তার নিজ সমাধিতে।

১৯ কিন্তু তুমি তোমার কবর থেকে একটা ঘৃণ্য শাখার ন্যায় নিক্ষিপ্ত হয়েছো, এবং যারা নিহত হয়েছে তাদের অবশিষ্টাংশ, খড়গের আঘাতে বিদ্ধ হয়েছে, যারা পাথরে গর্তে পতিত হয়েছে; পায়ের তলায় মাড়িয়ে যাওয়া লাশের মতো।

২০ তুমি তাদের সঙ্গে সমাধিস্থ হবে না, কারণ তুমি তোমার দেশ ধ্বংস করেছো এবং তোমার লোকদের হত্যা করেছো; অপকর্মার বংশধর কখনো বিখ্যাত হবে না।

২১ তোমরা তার সন্তানদের জন্য হত্যাকান্ড প্রস্তুত করো তাদের পিতৃপুরুষদের অপরাধের জন্যই তা করো, যেন তারা না উঠে, এবং ভূমির অধিকারী না হয়, এবং জগতের মুখ শহর দিয়ে ভরিয়ে না দেয়।

২২ কারন আমি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবো, বাহিনীগণের প্রভু বলেছেন, এবং বাবিলনের নাম, এবং অবশিষ্টাংশ, পুত্র, এবং ভ্রাতুষ্পুত্রকে, ধ্বংস করবো, প্রভু বলেছেন।

২৩ আমি আরও এটাকে বক পাখির অধিকার করবো; এবং জলাভূমি করবো; এবং ধ্বংসের ঝাড়ুতেই তাকে ঝাড়ু দেবো, বাহিনীগণের প্রভু বলেছেন।

২৪ বাহিনীগণের প্রভু শপথ করে বলেছেন: অবশ্যই আমি যেমন ভেবেছি, তেমনি এটা ঘটবে; এবং আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি, তেমনি এটা স্থির থাকবে—

২৫ যে আমি অশূরিয়াকে আমার ভূমিতে আনবো, এবং আমার পর্বতের উপরে তাকে পায়ের তলায় পদদলিত করবো; অতঃপর তাদের ঘাড় থেকে তাদের যোঁয়ালি সরে যাবে, এবং তাদের কাঁধ থেকে তার বোঝা সরে যাবে।

২৬ এটা হলো সমগ্র পৃথিবীর উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত; এবং এই হলো সেই হাত যা সমস্ত জাতির ওপর প্রসারিত।

২৭ কারন বাহিনীগণের প্রভু সিদ্ধান্ত নিয়েছেন, এবং কে তা বাতিল করবে? এবং তাঁর হাত প্রসারিত করা হয়েছে, আর কে তা ফেরাবে?

২৮ যে বছর রাজা আহস মারা যায় সেই বছর এই ভাববাণী উপস্থিত হলো।

২৯ সমগ্র পলেষ্টিয়রা, যে দন্ডে তোমাকে আঘাত করতো তা ভেঙ্গে গেছে বলে তুমি আনন্দ করো না; কারণ সাপের শিকড় থেকে একটা কেউটে উৎপন্ন হবে, এবং তার ফল হবে একটা অগ্নিময় উড়ন্ত সাপ।

৩০ এবং দরিদ্রদের জ্যেষ্ঠ সন্তানেরা খাবে, এবং অভাবগ্রস্তরা নিরাপদে শুয়ে থাকবে; এবং আমি দুর্ভিক্ষের দ্বারা তোমার শিকড়কে হত্যা করবো, এবং সে তোমার অবশিষ্টাংশকে হত্যা করবে।

৩১ হে নগরদ্বার; চিৎকার করো, হে শহর; কাঁদো, তুমি, সমগ্র পলেষ্টিয়া, বিগলিত হও; কারণ উত্তর দিক থেকে একটা ধোঁয়া আসবে, এবং কেউ তার নির্ধারিত সময়ে একা থাকবে না।

৩২ এই জাতিসমূহের দূতদের কি উত্তর দেবে? যে প্রভু সিয়োন প্রতিষ্ঠা করেছেন, এবং তাঁর দরিদ্র জনগণেরা এতে বিশ্বাস করবে।

Print