অধ্যায় ২৩
বাবিলনের ধ্বংস হচ্ছে দ্বিতীয় আগমনের সময় ধ্বংসের একটা প্রতীক—এটা হবে একটা ক্রোধ এবং প্রতিশোধের দিন—বাবিলনের (বিশ্ব) চিরকালের জন্য পতন হবে—যিশাইয় ১৩-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ বাবিলন বিষয়ক ভাববাণী, যা আমোসের পুত্র যিশাইয় দেখেছিলন।
২ তোমরা উঁচু পর্বতের উপরে একটা পতাকা উত্তোলন করো, তাদের জন্য চিৎকার করো, হাত নাড়াও, যাতে তারা অভিজাতদের দ্বারে প্রবেশ করতে পারে।
৩ আমি আমার পবিত্রকৃত ব্যক্তিদের আদেশ করেছি, আমি আমার বীরদেরও ডেকেছি, কারণ আমার ক্রোধ তাদের উপর নয় যারা আমার মহত্ত্বে আনন্দ করে।
৪ পর্বতে ভিড়ের শব্দ যেন এক বিপুল জনতার মতো, বহু রাজ্যের সম্মিলিত জাতিসকলের উত্তাল শব্দের মতো শব্দ, বাহিনীগণের প্রভু যুদ্ধের সৈন্যদের একত্রিত করেন।
৫ তারা দূর দেশ থেকে এসেছে, স্বর্গের শেষ প্রান্ত থেকে এসেছে, হ্যাঁ, প্রভু, এবং তাঁর ন্যায়সঙ্গত ক্রোধের অস্ত্র, সমগ্র দেশকে ধ্বংস করার জন্য আসছেন।
৬ তোমরা হাহাকার করো, কারণ প্রভুর দিন আসন্ন; এটা সর্বশক্তিমানের কাছ থেকে ধ্বংসের মতোই আসবে।
৭ অতএব সমস্ত হাত দুর্বল হয়ে যাবে, প্রতিটা মানুষের হৃদয় গলে যাবে;
৮ এবং তারা ভয় পাবে; বেদনা ও দুঃখ তাদের আছন্ন করবে; তারা একে অপরের প্রতি বিস্মিত হবে; তাদের মুখমণ্ডল অগ্নিশিখার মতো হবে।
৯ দেখো, প্রভুর দিন আসছে, নিষ্ঠুরতার সাথে প্রচন্ড রাগ এবং ক্রোধ নিয়ে, ভূমিকে ধ্বংস করতে; এবং তিনি এর মধ্যে থেকে পাপীদের ধ্বংস করবেন।
১০ কারণ আকাশের তারা এবং নক্ষত্রমণ্ডল আলো দেবে না; সূর্য উদয়ের সময় অন্ধকারময় হবে, এবং চাঁদ তার আলোকে আলোকিত করবে না।
১১ এবং আমি জগতকে মন্দতার জন্য, এবং দুষ্টদেরকে তাদের অন্যায়ের জন্য শাস্তি দেবো; আমি দাম্ভিকদের অহংকার শেষ করবো, এবং দুর্দান্তদের গর্ব খর্ব করবো।
১২ আমি একজন মানুষকে খাঁটি সোনার চেয়েও বহু মূল্যবান করে তুলবো; এমনকি ওফীরের সোনা থেকেও একজন মানুষকে মূল্যবান করবো।
১৩ অতএব, আমি আকাশমণ্ডলকে কাঁপিয়ে দেবো, এবং বাহিনীগণের প্রভুর ক্রোধ এবং তাঁর প্রচণ্ড রাগের দিনে, পৃথিবী তার স্থান থেকে সরে যাবে।
১৪ এবং এটা হবে তাড়া করা হরিণের মতো এবং কোনো মানুষ দ্বারা জড়ো করা নয় এমন মেষের মতো; এবং প্রত্যেক ব্যক্তি তার নিজের জনতার দিকে ফিরে যাবে, এবং প্রত্যেককে তার নিজ দেশে পালিয়ে যাবে।
১৫ যারা অহংকারী তাদের প্রত্যেককে হত্যা করা হবে; হ্যাঁ, এবং দুষ্টদের সাথে যুক্ত হওয়া প্রত্যেকে তরবারি দ্বারা পতিত হবে।
১৬ তাদের সন্তানদেরও তাদের চোখের সামনে টুকরো টুকরো করে ফেলা হবে; তাদের ঘর-বাড়ি লুট করা হবে এবং তাদের স্ত্রীরা ধর্ষিতো হবে।
১৭ দেখো, আমি মাদীয়দেরকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলবো, যারা রূপা ও সোনা তুচ্ছ করবে, এবং তারা এতে আনন্দিতও হবে না।
১৮ তাদের ধনুকও যুবকদের টুকরো টুকরো করে ফেলবে; এবং গর্ভের ফলের প্রতি তাদের কোনো করুণা থাকবে না; তাদের চোখ বাচ্চাদের রেহাই দেবে না।
১৯ এবং বাবিলন রাজ্যের মহিমা, কল্দীয়দের সৌন্দর্য, ঈশ্বরের দ্বারা ধ্বংসকৃত সেই সদোম এবং ঘোমোরার মতো হবে।
২০ সেখানে কখনও বসতি স্থাপন করা হবে না, পুরুষ পুরুষানুক্রমে সেখানে কেউ বসবাস করবে না: আর সেখানে আরবীয়রাও তাঁবু গাড়বে না; মেষপালকেরাও সেখানে তাদের মেষপাল রাখবে না।
২১ কিন্তু মরুভূমির বন্য জন্তুরা সেখানে শুয়ে থাকবে; আর তাদের ঘর-বাড়ি বিলাপকৃত প্রাণীতে পরিপূর্ণ হবে; আর পেঁচারা সেখানে বাস করবে, এবং ছাগলেরা সেখানে নাচবে।
২২ এবং দ্বীপপুঞ্জের বন্য জন্তুরা তাদের নির্জন ঘরে, এবং ভয়ংকর জন্তুরা তাদের মনোরম প্রাসাদে চিৎকার করবে; এবং তার সময় আসন্ন, এবং তার দিন দীর্ঘায়িত হবে না। কারণ আমি দ্রুতই তাকে ধ্বংস করবো; হ্যাঁ, কারণ আমি আমার জনগণের প্রতি দয়া করবো, কিন্তু দুষ্টেরা ধ্বংস হয়ে যাবে।