ধর্মশাস্ত্র
২ নেফী ১৬


অধ্যায় ১৬

যিশাইয় প্রভুকে দেখেন—যিশাইয়ের পাপ ক্ষমা করা হয়েছে—তাঁকে ভাববাণী করার জন্য ডাকা হয়েছে—যিহূদীদের দ্বারা খ্রীষ্টের শিক্ষাগুলো প্রত্যাখ্যানের বিষয়ে সে ভাববাণী করেন—একটা অবশিষ্টাংশ ফিরে আসবে—যিশাইয় ৬-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

যে বছর রাজা উষিয় মারা গেলো, একটা সিংহাসনে আমি প্রভুকে বসে থাকতে দেখলাম, উঁচু ও উচ্চে, এবং তাঁর রাজবস্ত্রের প্রান্তভাগ ধর্মধামকে ভরিয়ে দিলো।

এর উপরে ছিলো সরাফগণ; প্রত্যেকের ছয়টা ডানা ছিলো; প্রত্যেকে দুটো ডানা দিয়ে মুখ ঢেকে রেখেছিলো, এবং দুটো ডানা দিয়ে পা ঢেকে রেখেছিলো, এবং দুটো ডানা দিয়ে সে উড়ত।

এবং একজন আরেকজনকে, চিৎকার করে বলেছিলো: পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের প্রভু; সমগ্র পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।

এবং তার চিৎকারের আওয়াজে দরজার কপাটগুলো নড়ছিলো, এবং ঘরটা ধোঁয়ায় ভরে গিয়েছিলো।

এরপর আমি বললাম: ধিক আমায়! কারণ আমার বিনাশ উপস্থিত; কারণ আমি অশুচি ঠোঁটের মানুষ; এবং আমি অশুচি ঠোঁটের মানুষেদের মাঝে বাস করি; কারণ আমি রাজা, বাহিনীগণের প্রভুকে দেখেছি।

এরপর সরাফগণের একজন আমার দিকে উড়ে এলেন, তাঁর হাতে একটা জলন্ত কয়লা ছিলো, যা সে বেদী থেকে চিমটা দিয়ে নিয়েছিলো;

এরপর তিনি তা আমার মুখের উপর রাখলেন, এবং বললেন: নিশ্চয়ই, এটা তোমার ঠোঁট স্পর্শ করেছে; এবং তোমার অন্যায় দূর করা হবে, এবং তোমার পাপ মুছে ফেলা হবে।

এছাড়াও আমি প্রভুর কণ্ঠস্বর শুনলাম, তিনি বললেন: আমি কাকে পাঠাবো, এবং কে আমাদের জন্য যাবে? এরপর আমি বললাম: এই যে আমি; আমাকে পাঠান।

তিনি বললেন: যাও এবং এই জনগণকে বলো—তোমরা শোনো, কিন্তু তা বোঝো না; এবং তোমরা দেখতে পাও, কিন্তু তা উপলব্ধি করতে পারো না।

১০ এই জনগণের হৃদয় স্থুল করো, এবং তাদের কান ভারী করো, এবং তাদের চোখ বন্ধ করো—যাতে তারা চোখে দেখে, কান দিয়ে শুনে, এবং হৃদয় দিয়ে বুঝতে পারে, এবং পরিবর্তিত হয় এবং সুস্থ হয়ে যায়।

১১ এরপর আমি বললাম: প্রভু, কতদিন ধরে? এবং তিনি বললেন: যতক্ষণ না শহরগুলো ধ্বংস হয়ে জনবসতিহীন হয়, এবং বাড়িগুলো মানুষবিহীন, এবং ভূমি সম্পূর্ণ নির্জন হয়;

১২ এবং প্রভু মানুষদের বহুদূর পাঠাবেন, কারণ এই ভূমিকে জনহীন পরিত্যক্ত ভূমিতে পরিণত করবো।

১৩ কিন্তু তারপরও এক দশমাংশ থাকবে, এবং তারা ফিরে আসবে, এবং তাদের গ্রাস করা যাবে, ওক এবং তিল গাছের মতো, এবং ওক গাছের মতন তাদের পাতা ঝরে গেলেও তাদের উপাদান তাদের মধ্যে থাকবে; তাই এদের গুড়ি হবে পবিত্র বংশ।