ধর্মশাস্ত্র
২ নেফী ১২


অধ্যায় ১২

যিশাইয় শেষ কালের ধর্মধাম, ইস্রায়েলের সমাবেশ, এবং সহস্র বৎসরের বিচার ও শান্তি দেখতে পান—অহংকারী ও দুষ্টদের দ্বিতীয় আগমনের সময় নম্র করা হবে—যিশাইয় ২-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

যিশাইয়, আমোসের পুত্র, যিহূদার ও যিরূশালেমের বিষয়ে এই বাক্যের দর্শন পান:

এবং শেষ কালে এটা ঘটবে, যখন প্রভুর গৃহের পর্বতটা, পর্বতমালার চূড়ায় প্রতিষ্ঠিত হবে, এবং পাহাড়ের থেকে উন্নীত হবে, এবং সমস্ত জাতি তার দিকে প্রবাহিত হবে।

এবং অনেক মানুষ যাবে এবং বলবে, তোমরা আসো, এবং চলো আমরা প্রভুর পর্বতে গিয়ে উঠি, যাকোবের ঈশ্বরের গৃহে; এবং তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, এবং আমরা তাঁর পথে হাঁটবো; কারণ সিয়োনের থেকে বের হয়ে আসবে আইন, এবং যিরূশালেম থেকে প্রভুর বাক্য।

এবং তিনি জাতিসমূহের মধ্যে বিচার করবেন, এবং অনেক মানুষকে তিরস্কার করবেন: এবং তারা তাদের তরবারিকে পিটিয়ে লাঙ্গলের ফলা বানাবে, এবং তাদের বর্শাকে বানাবে কাস্তে—জাতি জাতির বিরুদ্ধে তরবারি তুলবে না, এবং তারা আর যুদ্ধ শিখবে না।

হে যাকোবের বংশধর, তোমরা আসো এবং চলো আমরা প্রভুর আলোতে চলি; হ্যাঁ, আসো, কারণ তোমরা সবাই পথভ্রষ্ট হয়ে গেছো, প্রত্যেকেই তোমাদের মন্দ পথে চলে গেছো।

অতএব, হে প্রভু, তুমি তোমার লোকদের, যাকোবের বংশকে পরিত্যাগ করেছো, কারণ তারা পূর্বদেশের প্রথায় পরিপূর্ণ, ও পলেষ্টীয়দের মতো গণককারীদের কথা শুনেছে, এবং তারা বিজাতী সন্তানদের হাতে হাত মিলিয়েছে।

তাদের দেশও রূপা ও সোনায় পরিপূর্ণ, না আছে তাদের ধনসম্পদের কোনো সীমা; তাদের দেশ ঘোড়ায়ও পরিপূর্ণ, না আছে তাদের রথেরও কোন সংখ্যা।

তাদের ভূমিও প্রতিমায় পরিপূর্ণ; তারা তাদের নিজেদের হাতের ও আঙ্গুলের দ্বারা নির্মিত কাজেরই আরাধনা করে।

এবং সাধারণ মানুষ মাথা নত করে না, আর মহান ব্যক্তি নিজেকে নম্র করে না, অতএব, তাকে ক্ষমা করবেন না।

১০ হে দুষ্ট লোকেরা, তোমরা পাথরে প্রবেশ করো, এবং তোমাদেরকে ধূলোতে লুকিয়ে রাখো, কারণ প্রভুর ভয় এবং তাঁর ঐশ্বর্যময় মহিমা তোমাদেরকে আঘাত করবে।

১১ এবং এটা ঘটবে যে, মানুষের উদ্ধত চোখ নম্র হবে, এবং মানুষের অহংকার অবনমিত হবে, এবং সেই দিন একমাত্র প্রভুই মহিমান্বিত হবেন।

১২ কেননা সমস্ত জাতির উপর বাহিনীগণের প্রভুর দিন আসবে, হ্যাঁ, প্রত্যেকের উপর; হ্যাঁ, যা কিছু অহংকারী ও উদ্ধত, এবং যারা গর্বে উত্তোলিত হয়েছে তাদের প্রত্যেকের উপর, এবং তাকে নত করা হবে।

১৩ হ্যাঁ, এবং প্রভুর দিন আসবে লিবানোননের সমস্ত এরস গাছের উপরে, কারণ তারা উঁচু এবং উত্তোলিত হয়েছে; এবং বাশনের সমস্ত ওক গাছের উপরে;

১৪ এবং সমস্ত উঁচু পর্বতমালার উপরে, এবং সমস্ত পাহাড়ের উপরে, এবং সমস্ত জাতির উপরে যারা গর্বে উত্তোলিত হয়েছে, এবং প্রতিটা মানুষের উপর;

১৫ এবং প্রতিটা উঁচু দুর্গের উপরে, এবং প্রতিটা বেড়াযুক্ত প্রাচীরের উপরে;

১৬ এবং সমুদ্রের সমস্ত জাহাজের উপরে, এবং তর্শীশের সমস্ত জাহাজের উপরে, এবং সমস্ত মনোরম চিত্রের উপরে।

১৭ এবং মানুষের উদ্ধত ভাব নত করা হবে, এবং মানুষের অহংকার অবনমিত করা হবে; এবং সেই দিন একমাত্র প্রভুই মহিমান্বিত হবেন।

১৮ এবং প্রতিমাগুলোকে তিনি সম্পূর্ণরূপে বিলুপ্ত করবেন।

১৯ এবং তারা পাথরের গর্তের মধ্যে এবং পৃথিবীর গুহার মধ্যে প্রবেশ করবে, কারণ প্রভুর ভয় তাদের উপর আসবে এবং তাঁর ঐশ্বর্যময় মহিমা তাদের আঘাত করবে, যখন তিনি পৃথিবীকে ভয়ঙ্কররুপে কম্পিত করতে উঠবেন।

২০ সেদিন একজন মানুষ তার রূপার প্রতিমা এবং তার স্বর্ণের প্রতিমা, যা আরাধনা করতে সে নিজের জন্য তৈরি করেছে, ইঁদুর এবং বাদুড়ের দিকে নিক্ষেপ করবে;

২১ পাথরের ফাটলের মধ্যে, এবং জীর্ণ পাথরের চূড়ার মধ্যে যাবে, কারণ প্রভুর ভয় তাদের উপর আসবে এবং তাঁর ঐশ্বর্যময় মহিমা তাদের আঘাত করবে, যখন তিনি পৃথিবীকে ভয়ঙ্কররুপে কম্পিত করতে উঠবেন।

২২ তোমরা মানুষ থেকে বিরত থাকো, যার নিঃশ্বাস তার নাসারন্ধ্রের মধ্যে রয়েছে; কিসের জন্য তাকে সম্মানিত করা উচিত?