ধর্মশাস্ত্র
২ নেফী ৩


অধ্যায় ৩

মিশরে যোষেফ নেফীয়দের দর্শনে দেখেছিলেন—তিনি যোষেফ স্মীথর বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, শেষকালীন ভবিষ্যৎদর্শী; মোশি, যিনি ইস্রায়েলকে উদ্ধার করবেন; এবং মরমনের পুস্তকটার প্রকাশ ঘটাবেন। প্রায় ৫৮৮–৫৭০ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন আমার কনিষ্ঠ সন্তান, যোষেফ, আমি তোমাকে বলছি। তুমি প্রান্তরে আমার কষ্টের সময়ে জন্মগ্রহণ করেছো; হ্যাঁ, আমার চরম দুঃখের দিনগুলোতে তোমার মাতা তোমাকে জন্ম দিয়েছিলেন।

এবং তোমরা যদি ইস্রায়েলের পবিত্রতমের আদেশ পালন করো, তোমাদের চিরকালের নিরাপত্তার জন্য, প্রভু এই ভূমিকে তোমাদের উদ্দেশ্যে পবিত্র করুন, যা হলো সবচেয়ে মূল্যবান একটা ভূমি, তোমার উত্তরাধিকার এবং তোমার ভাইদের সাথে তোমার বংশের উত্তরাধিকারীদের জন্য।

এবং এখন, যোষেফ, আমার কনিষ্ঠ সন্তান, যাকে প্রান্তরে আমি আমার কষ্টের সময়ে পেয়েছি, প্রভু যেন তোমাকে চিরকাল আশীর্বাদ করেন, যাতে তোমার বংশধর পুরোপুরি ধ্বংস হয়ে না যায়।

কারণ দেখো, তুমি আমার বংশধর; এবং আমি যোষেফের বংশধর যাকে মিশরে বন্দী করে নিয়ে আসা হয়েছিলো। এবং প্রভুর সেই সব চুক্তি মহান ছিলো, যা তিনি যোষেফের সাথে করেছিলেন।

অতএব, যোষেফ সত্যিই আমাদের দিনগুলো দেখেছিলেন। এবং সে প্রভুর কাছ থেকে একটা প্রতিশ্রুতি পেয়েছিলো যে, প্রভু ঈশ্বর তার বংশধর থেকে ইস্রায়েলের বংশে একটা ধার্মিক শাখা গড়ে তুলবেন; মশীহ নন, বরং এমন একটা শাখা যা ভেঙে ফেলার জন্য রাখা হয়েছিলো, তবুও, প্রভুর প্রতিজ্ঞা স্মরণ করা উচিত যে মশীহকে শেষ কালে তাদের কাছে, আত্মার ক্ষমতায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য প্রকাশ করা হবে—হ্যাঁ, লুকানো অন্ধকার থেকে এবং বন্দীদশা থেকে মুক্তির দিকে নিয়ে আসার জন্য।

কারণ যোষেফ সত্যই সাক্ষ্য দিয়ে, বলেছিলেন: আমার প্রভু ঈশ্বর এমন একজন ভবিষ্যৎদর্শী সৃষ্টি করবেন, যে আমার বংশধরদের ভবিষ্যৎদর্শী হওয়ার জন্য মনোনীত হবে।

হ্যাঁ, যোষেফ সত্যিই বলেছিলেন: প্রভু আমাকে এভাবে বলেছেন: আমি তোমার বংশধরদের থেকে একজন মনোনীত ভবিষ্যৎদর্শী সৃষ্টি করবো; এবং তিনি তোমার বংশধরদের মধ্যে অত্যন্ত সম্মানিত হবেন। এবং আমি তাকে আদেশ দেবো যে, সে তোমার বংশধর, তার ভাইদের জন্য, একটা কাজ করবে, যা তাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে, এমনকি তোমার পিতৃপুরুষদের সাথে আমি যে চুক্তি করেছি সেগুলো সমন্ধে তারা জ্ঞানার্জন করবে।

এবং আমি তাকে এরুপ একটা আদেশ দেবো যে, আমি তাকে যে কাজটা করতে আদেশ দেবো, তা ব্যতীত সে অন্য কোনো কাজ করবে না। এবং আমি তাকে আমার চোখে মহান করে তুলবো; কারণ সে আমার কাজ করবে।

এবং সে মোশির মত মহান হবে, যাকে আমি বলেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, যাতে ইস্রায়েলের বংশধর, আমার লোকদের উদ্ধার করতে পারো।

১০ এবং মোশিকে আমি সৃষ্টি করবো, তোমার লোকদের মিশর দেশ থেকে উদ্ধার করার জন্য।

১১ কিন্তু প্রভু বলেন, আমি তোমার বংশধরদের মধ্য থেকে একজন ভবিষ্যৎদর্শী সৃষ্টি করবো; আমি তাকে ক্ষমতা দেবো যাতে আমার বাক্য তোমার বংশধরদের কাছে পৌঁছে দিতে পারে—এবং শুধুমাত্র আমার বাক্য পৌঁছে দেওয়াই নয়, বরং আমার বাক্য তাদেরকে বোঝানোর জন্য, যা ইতিমধ্যে তাদের মধ্যে রয়েছে।

১২ অতএব, তোমার বংশধরেরা লিখবে; এবং যিহূদার বংশধরেরা লিখবে; এবং যা কিছু তোমার বংশধরদের দ্বারা লেখা হবে, এবং আরও যা কিছু যিহূদার বংশধরদের দ্বারা লেখা হবে, তা একত্রে বেড়ে উঠবে, মিথ্যা উপদেশাবলীর বিভ্রান্তি ও তর্ক-বিতর্কের অবসান ঘটাতে, এবং তোমার বংশধরদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে, এবং প্রভু বলেন, শেষ কালে তাদের নিকট তাদের পিতৃপুরুষদের জ্ঞান, এবং আমার চুক্তির জ্ঞানও নিয়ে আসবে।

১৩ এবং প্রভু বলেছেন, হে ইস্রায়েলের বংশধর, তোমাদের পুনরুদ্ধারে, যেদিন আমার সমস্ত লোকের মধ্যে আমার কাজ শুরু হবে, তখন দুর্বলদের মধ্যে তাকে শক্তিশালী করা হবে।

১৪ এবং এইভাবে যোষেফ ভাববাণী করে বললেন: দেখো, প্রভু সেই ভবিষ্যৎদর্শীকে আশীর্বাদ করবেন; এবং যারা তাঁকে ধ্বংস করতে চায় তারা বিভ্রান্ত হবে; কারণ প্রভুর কাছ থেকে আমি যে প্রতিশ্রুতি পেয়েছি, আমার বংশধরদের জন্য, তা পূর্ণ হবে। দেখো, আমি এই প্রতিশ্রুতি পূরণের বিষয়ে নিশ্চিত;

১৫ এবং তার নাম আমার নামে রাখা হবে; এবং তা হবে তার পিতার নাম অনুসারে। এবং সে আমার মতো হবে; কারণ প্রভু তার হাত দিয়ে যা বের করে আনবেন, তা প্রভুর শক্তিতে আমার লোকদের পরিত্রাণের দিকে নিয়ে যাবে।

১৬ হ্যাঁ, যোষেফ ভাববাণী করেছিলেন: আমি এই বিষয়ে নিশ্চিত, এমনকি আমি মোশির প্রতিশ্রুতি সম্পর্কেও নিশ্চিত; কারণ প্রভু আমাকে বলেছেন, আমি তোমার বংশকে চিরকাল রক্ষা করবো।

১৭ এবং প্রভু বলেছেন: আমি একজন মোশিকে সৃষ্টি করবো; এবং আমি তাকে একটা দন্ডে তাকে শক্তি দেবো; এবং আমি লেখার জন্য তাকে বিচক্ষণতা দেবো। তবুও আমি তার জিহ্বার বন্ধন মুক্ত করবো না, যাতে সে অনেক কথা বলতে পারে, কারণ আমি তাকে কথা বলার ক্ষেত্রে শক্তিশালী করবো না। কিন্তু আমি আমার নিজের হাতের আঙ্গুল দিয়ে আমার বিধি তার কাছে লিখবো; এবং আমি তার জন্য একজন মুখপাত্র নির্মাণ করবো।

১৮ এবং প্রভু আমাকে আরও বললেন: আমি তোমার বংশধরদের বৃদ্ধি ঘটাবো; এবং আমি তার জন্য একজন মুখপাত্র নির্মাণ করবো। এবং আমি, দেখো, আমি তাকে ক্ষমতা দেবো যেনো, সে তোমার বংশধরদের লেখাগুলো লেখে, তোমার বংশধরদের জন্য; এবং তোমার বংশের মুখপাত্র তা ঘোষণা করবে।

১৯ এবং সে যে বাক্যগুলো লিখবে, তা হবে আমার প্রজ্ঞার উপযোগী বাক্য, যা তোমার বংশধরদের কাছে পৌঁছাবে। এবং যদিও এটা এমন হবে যে তোমার বংশধরেরা ভূমি থেকে তাদের কাছে চিৎকার করবে; কারণ আমি তাদের বিশ্বাস জানি।

২০ এবং তারা ভূমি থেকে চিৎকার করবে; হ্যাঁ, এমনকি বহু প্রজন্ম চলে যাওয়ার পরেও, তারা তাদের ভাইদের জন্য অনুতাপ করবে। এবং এটা ঘটবে যে, এমনকি তাদের বাক্যের সরলতার জন্য তাদের কান্নার অবসান ঘটবে।

২১ তাদের বিশ্বাসের কারণে তাদের কথা আমার মুখ থেকে বেরিয়ে আসবে তাদের ভাইদের কাছে যারা তোমার বংশধর; এবং তাদের বাক্যের দুর্বলতা আমি তাদের বিশ্বাসের দ্বারা দৃঢ় করবো, যাতে তোমার পিতৃপুরুষদের সাথে করা আমার চুক্তি তারা স্মরণ করে।

২২ এবং, আমার পুত্র যোষেফ, এখন দেখো, আমার বৃদ্ধ পিতা এই ভাবে ভাববাণী করেছিলেন।

২৩ অতএব, এই চুক্তির জন্য তুমি আশীর্বাদ লাভ করেছো; কারণ তোমার বংশধরেরা ধ্বংস হবে না, কারণ তারা এই পুস্তকের বাক্যগুলো শুনেছে।

২৪ এবং তাদের মধ্যে থেকে একজন পরাক্রমশালী উঠে আসবে, যে অনেক ভালো করবে, কথায় ও কাজে কল্যাণ করবে, ঈশ্বরের হাতে একটা হাতিয়ার হয়ে, অত্যধিক বিশ্বাসের সাথে, মহাবিস্ময়কর কাজ করবে, এবং এমন কিছু করবে যা ঈশ্বরের কাছে মহান, যাতে ইস্রায়েলের বংশের এবং তোমার ভাইদের বংশের অনেক পুনরুদ্ধার ঘটাতে পারে।

২৫ এবং এখন, যোষেফ তুমি আশীর্বাদ লাভ করেছো। দেখো, তুমি ছোটো; অতএব, তুমি তোমার ভাই, নেফীর কথা শোনো, এবং আমি যা বলেছি তা অনুসারে এমনকি তোমার প্রতিও তা করা হবে। তোমার মৃত পথযাত্রী পিতার কথাগুলো স্মরণে রেখো। আমেন।

Print