অধ্যায় ১৭
ইফ্রয়িম এবং সিরিয়া যিহূদার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে—খ্রীষ্ট একজন কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন—যিশাইয় ৭-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো যিহূদার রাজা উষিয়ার পুত্র যোথামের পুত্র আহসের সময়ে সিরিয়ার রাজা রৎসীন এবং ইস্রায়েলের রাজা রমলিয়ার পুত্র পেকহ যিরূশালেমের দিকে এগিয়ে গেলো এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু এর বিরুদ্ধে জয়ী হতে পারলেন না।
২ এবং দায়ূদের বংশকে বলা হয়েছিলো: সিরিয়া ইফ্রয়িমের সাথে মিলিত হয়েছে। এবং এতে তার হৃদয় ও তার জনগণের হৃদয় আলোড়িত হলো, যেমন বনের গাছপালা বাতাসের দ্বারা আলোড়িত হয়।
৩ তখন প্রভু যিশাইয়কে বললেন: তুমি এবং তোমার পুত্র শার-যাশূব, উপরের পুকুরের নালার শেষ মাথায় গিয়ে ধোপার মাঠের রাস্তায়, আহসের সাথে দেখা করো;
৪ এবং তাকে বলো: সাবধান, এবং সুস্থির হও; এই দুই ধূমময় কাঠের টুকরোর জন্য, সিরিয়ার সাথে রমলিয়র পুত্র রৎসীনের প্রচণ্ড ক্রোধের জন্য, ভয় করো না, ভীরু ও হোয়না।
৫ কারণ সিরিয়া, ইফ্রয়িম, এবং রমলিয়র পুত্র, তোমার বিরুদ্ধে মন্দ পরামর্শ গ্রহণ করেছে, বলেছে:
৬ এসো আমরা যিহূদার বিরুদ্ধে যাই এবং তাকে দুর্দশাগ্রস্ত করি, এবং আমাদের জন্য সেখানকার নিয়ম ভঙ্গ করে তার মধ্যে একজনকে, হ্যাঁ, টাবেলের পুত্রকে, রাজা করি।
৭ প্রভু ঈশ্বর এই কথা বলেন: এমন কিছু হবে না, আর তা ঘটবেও না।
৮ কারণ সিরিয়ার প্রধান হলেন দম্মেশক, এবং দম্মেশকের প্রধান রৎসীন; এবং পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম ধ্বংস হবে এটা একটা জাতি হবে না।
৯ এবং ইফ্রয়িমের প্রধান হলো শমরিয়া, এবং শমরিয়ার প্রধান হলো রমলিয়র পুত্র। যদি তোমরা বিশ্বাসে স্থির না হও তবে তোমরা প্রতিষ্ঠিত হবে না।
১০ তবুও, প্রভু আহসের সাথে আর একবার কথা বলেন, বললেন:
১১ তোমারা তোমাদের প্রভু ঈশ্বরের কাছে একটা চিহ্নের অনুরোধ করো; এটা অধোলোকে, কিংবা ঊর্ধ্বলোকের চিহ্ন হোক।
১২ কিন্তু আহস বললেন: আমি চাইবো না, প্রভুকে পরীক্ষা করবো না।
১৩ এবং সে বললো: হে দায়ূদের বংশধর; তোমরা এখন শোনো, মানুষকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয়, আমার ঈশ্বরকেও ক্লান্ত করবে?
১৪ অতএব, প্রভু নিজেই তোমাদের একটা চিহ্ন দেবেন—দেখো, একজন কুমারী গর্ভধারণ করবে, এবং একটা পুত্র সন্তান প্রসব করবে, এবং তাঁর নাম রাখবে ইম্মানূয়েল।
১৫ মাখন এবং মধু তিনি খাবেন, যাতে তিনি মন্দকে প্রত্যাখ্যান করতে পারেন এবং ভালকে বেছে নিতে পারেন।
১৬ কারণ দেখো বালকটা মন্দকে প্রত্যাখ্যান করতে এবং ভালোকে বেছে নিতে জানার আগে, যে দেশের দুই রাজাকে তুমি ঘৃণা করছো, সে দেশ পরিত্যক্ত হবে।
১৭ প্রভু তোমার উপর, এবং তোমার জনগণের উপর, এবং তোমার পিতার গৃহে এমন দিন নিয়ে আসবেন, ইফ্রয়িম যে সময়ে অশূরিয়ার রাজা যিহূদার কাছ থেকে পৃথক হয়েছে, সেই সময় থেকে যে দিন আগে কখনো আসেনি।
১৮ এবং সেই দিন এমনটা ঘটবে যে, মিশরের নানা জলস্রোতের প্রান্তে যতো মাছি রয়েছে, এবং অশূরিয়ায় ভূমিতে যতো মৌমাছি রয়েছে, তাদের সকলের প্রতি প্রভু শিশ দেবেন।
১৯ এবং সেগুলো আসবে, এবং নির্জন উপত্যকায়, এবং পাথরের ফাটলগুলোতে, এবং সমস্ত কাঁটাঝোপে, এবং সমস্ত ঝোপঝাড়ে, সেগুলো সব বিশ্রাম নেবে।
২০ সেই একই দিনে প্রভু নদীর ওপারে থেকে ভাড়া করে নেওয়া ক্ষুর দ্বারা, অশূরিয়ার রাজার দ্বারা, মাথা এবং পায়ের লোম ক্ষৌরি করে দেবেন; এবং সেটা দাড়িও কেটে দেবে।
২১ এবং সেদিন এমন ঘটবে, প্রত্যেক মানুষ একটা বাছুর এবং দুটো মেষ পুষবে;
২২ এবং এটা ঘটবে, তারা প্রচুর পরিমাণে দুধ দেবার কারনে সে মাখন খাবে; এ্রই দেশে অবশিষ্ট প্রত্যেকেই মাখন ও মধু খাবে।
২৩ এবং সেই দিন এটা ঘটবে, যে সকল স্থানে সহস্র রুপোর মুদ্রা মূল্যের সহস্র আঙ্গুরলতা আছে, সেই সকল স্থান হয়ে যাবে, শেয়ালকাঁটা এবং কাঁটাগাছের স্থান।
২৪ মানুষেরা তীর ও ধনুক নিয়ে সেখানে আসবে, কারণ সমস্ত দেশ শেয়ালকাঁটা ও কাঁটাগাছে ভরে যাবে।
২৫ এবং যে সব পার্বত্য ভূমি কোদাল দিয়ে খনন করা যায়, শেয়ালকাঁটা ও কাঁটাগাছের ভয়ে সেখানে কেউ যাবে না; কিন্তু সেই স্থানে গরু চড়ে বেড়াবে, এবং গবাদি পশু যাতায়াত করবে।