ধর্মশাস্ত্র
২ নেফী ৭


অধ্যায় ৭

যাকোব যিশাইয় থেকে পড়া চালিয়ে যান: যিশাইয় মশীহের কথা বলেন—মশীহ শিক্ষিতদের জিহ্বা পাবেন—তিনি তাঁর পিঠ প্রহারকদের দিকে দেবেন—তিনি বিভ্রান্ত হবেন না—যিশাইয় ৫০-এর সাথেতুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

হ্যাঁ, প্রভু এই বলেছেন: আমি কি তোমাদের ত্যাগ করেছি, অথবা আমি কি চিরকালের জন্য তোমাদের বিতারিত করেছি? কারণ প্রভু এই বলেছেন: তোমার মায়ের ত্যাগপত্র কোথায়? আমি তোমাকে কার কাছে ত্যাগ করেছি, অথবা আমার কোন ঋণদাতার কাছে আমি তোমাকে বিক্রি করেছি? হ্যাঁ, আমি তোমাকে কার কাছে বিক্রি করেছি? দেখো, তোমাদের অন্যায়ের জন্য তোমরা নিজেদের বিক্রি করেছো, এবং তোমাদের অপরাধের জন্য তোমাদের মাকে ত্যাগ করা হয়েছে।

অতএব, যখন আমি এসেছি, তখন কোনো মানুষ ছিলো না; আমি যখন ডেকেছি, হ্যাঁ, উত্তর দেওয়ার মতো কেউ ছিলো না। হে ইস্রায়েলের বংশধর, আমার হাত কি এতো খাটো হয়েছে যা মুক্ত করতে পারে না, অথবা আমার কি উদ্ধার করার কোনো ক্ষমতা নেই? দেখো, আমার ধমকেই সমুদ্র শুকিয়ে যায়, আমি তাদের নদীগুলোকে প্রান্তরে পরিণত করি এবং তাদের মাছগুলো দুর্গন্ধযুক্ত করে তুলি কারণ জল শুকিয়ে যায়, এবং পিপাশার কারণে তারা মারা যায়।

আমি আকাশমণ্ডলকে অন্ধকারের পোশাক পরাই, এবং চট দিয়ে তাদের ঢেকে দেই।

হে ইস্রায়েলের বংশধর, প্রভু ঈশ্বর আমাকে শিক্ষিতদের জিহ্বা দিয়েছেন, যাতে আমি জানতে পারি সঠিক সময়ে কিভাবে তোমাদের সাথে কথা বলতে হয়। তোমরা যখন ক্লান্ত, তখন তিনি আমার কানকে সকালের পর সকাল জাগিয়ে দেন। তিনি আমার কানকে জাগ্রত করে তোলেন যাতে আমি শিক্ষিতদের মতো শুনি।

প্রভু ঈশ্বর আমার কানকে উন্মুক্ত করে দিয়েছিলেন, এবং আমি বিদ্রোহী হইনি, পিছনে ঘুরেও যায়নি।

আমি আমার পিঠটা আঘাতকারীদের দিকে পেতে দিয়েছিলাম, এবং যারা আমার দাড়ি উৎপাটন করেছিলো তাদের দিকে গালগুলোও পেতে দিয়েছিলাম। আমি লজ্জা এবং থুতু নিক্ষেপ থেকেও আমার মুখ লুকিয়ে রাখিনি।

কারণ প্রভু ঈশ্বর আমাকে সাহায্য করবেন, তাই আমি বিভ্রান্ত হবো না। অতএব, আমি আমার মুখ পাথরের মতো শক্ত করেছি এবং আমি জানি যে আমি লজ্জিত হবো না।

এবং প্রভু আমার কাছেই রয়েছেন, এবং তিনি আমাকে নির্দোষ প্রমান করেছেন। কে আমার সাথে বিবাদ করবে? আসুক আমরা মুখোমুখি দাঁড়াই। কে আমার শত্রু? তাকে আমার কাছে আসতে দাও, আমি আমার বাক্যশক্তি দিয়ে তাকে আঘাত করবো।

কারণ প্রভু ঈশ্বর আমাকে সাহায্য করবেন। আর যারা আমাকে দোষারোপ করবে, তারা সবাই কাপড়ের মতো পুরাতন হয়ে যাবে এবং পোকা তাদের খেয়ে ফেলবে।

১০ তোমাদের মধ্যে কে আছে যে প্রভুকে ভয় করে, যে তাঁর দাসের কথা মেনে চলে, যে কোনো আলো নেই বলে অন্ধকারে চলে?

১১ দেখো তোমরা যারা আগুন জ্বালাচ্ছো, জ্বলন্ত মশাল হাতে রাখছো, তোমরা সবাই তোমাদের আগুনের আলোতে এবং মশালের আলোতে চলো। আমার হাত থেকে তোমরা যা পাবে তা হলো—যন্ত্রণার মধ্যে তোমরা শুয়ে থাকবে।