অধ্যায় ১৯
যিশাইয় মশীহের ভাষায় কথা বলে—অন্ধকারে থাকা লোকেরা এক মহান আলো দেখতে পাবে—আমাদের কাছে একটা শিশু জন্ম নিয়েছেন—তিনি হবেন শান্তির রাজপুত্র এবং দায়ূদের সিংহাসনে রাজত্ব করবেন—যিশাইয় ৯-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ তথাপি, এই বেদনা এতটা হবে না যেমনটা হয়েছিলো তার দুর্দশার দিনে, যখন সে প্রথমে সবূলূন দেশ এবং নপ্তালি দেশকে মৃদুভাবে আক্রান্ত করেছিলো, এবং তারপরে যর্দ্দন ওপারে লোহিত সাগরের পথে গালীল জাতিসকল আরও মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলো।
২ যে জাতি অন্ধকারে পথ চলতো তারা এক মহান আলো দেখেছে; যারা মৃত্যু ছায়ার দেশে বাস করত, তাদের উপরে আলো জ্বলে উঠেছে।
৩ তুমি সেই জাতিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছো এবং আনন্দ বাড়িয়েছো—তারা তোমার সাম্মুখে আনন্দ করে যেমন শস্য কেটে আনন্দ, এবং লুটের মাল ভাগ করে যেমন লোকেরা আনন্দিত হয়।
৪ কারণ তার ভারের যোঁয়ালি, তার কাঁধের বাঁক, তার উপদ্রবকারীর সেই দণ্ড তুমি ভেঙ্গে ফেলেছো।
৫ কারণ যোদ্ধার প্রতিটা যুদ্ধ বিভ্রান্তিকর আওয়াজ, এবং রক্ত মাখা বস্ত্র দিয়ে হয়; কিন্তু এটা জ্বলন্ত ও আগুনের জ্বালানি দিয়ে হবে।
৬ কারণ একটা শিশু আমাদের জন্য জন্ম গ্রহণ করেছেন, একজন পুত্র দেওয়া হয়েছে আমাদের; এবং তাঁর কাঁধে থাকবে কর্তৃত্বভার; এবং তাঁর নাম রাখা হবে, বিস্ময়কর, পরামর্শদাতা, পরাক্রমশালী ঈশ্বর, অনন্ত পিতা, শান্তির রাজপুত্র।
৭ দায়ূদের সিংহাসন, এবং তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ববৃদ্ধির ও শান্তির সীমা থাকবে না, এবং তা যেন সুদৃঢ় এবং প্রতিষ্ঠা করা হয়, ন্যায়বিচার ও ন্যায্যতা সহকারে এখন থেকে, এমনকি চিরকালের জন্য। বাহিনীগণের প্রভুর উদ্যোগ এটা সম্পন্ন করবে।
৮ প্রভু যাকোবের কাছে তাঁর বাক্য প্রেরণ করলেন এবং তা ইস্রায়েলের কাছে এলো।
৯ এবং সমস্ত জনগণ, এমনকি ইফ্রয়িম ও শমরিয়ার অধিবাসীরাও জানতে পারবে যে, তারা অহংকার ও অন্তরের দৃঢ়তায় বলে:
১০ ইটগুলো পড়ে গেছে, কিন্তু আমরা পাথর দিয়ে নির্মাণ করবো; ডুমুরগাছ ফেলা হয়েছে, কিন্তু আমরা সেগুলোর পরিবর্তন এরসগাছ দেব।
১১ অতএব প্রভু রৎসীনের শত্রুদের তার বিরুদ্ধে দাঁড় করাবেন, এবং তার শত্রুদের একত্রিত করবেন;
১২ সামনে থেকে সিরিয়রা এবং পিছনে থেকে পলেষ্টীয়রা; এবং তারা ইস্রায়েলকে খোলা মুখে গ্রাস করবে। এই সবকিছুর জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, বরং তাঁর হাত এখনও প্রসারিত আছে।
১৩ যিনি তাদের আঘাত করেছিলো জনগণ তাঁর দিকে ফিরে যায়নি, এমন কি তারা বাহিনীগণের প্রভুকেও অন্বেষণ করেনি।
১৪ অতএব, প্রভু ইস্রায়েলীয়দের মাথা ও লেজ, একই দিনে শাখা এবং খাগড়া কেটে ফেলবেন।
১৫ সেই প্রাচীন, সেই হলো মাথা; এবং যে ভাববাদী মিথ্যা শিক্ষা দেয়, সে হলো লেজ।
১৬ কারন এই জাতির নেতারা তাদেরকে ভুল পথে চালিত করে; এবং যারা তাদের দ্বারা পরিচালিত হয়, তারা ধ্বংস হয়ে যায়।
১৭ অতএব, প্রভু তাদের যুবকদের মধ্যে কোনো আনন্দ পাবেন না, এবং তাদের পিতৃহীন ও বিধবাদের প্রতি করুণা করবেন না; কারণ তাদের প্রত্যেকেই ভন্ড ও অন্যায়কারী, এবং প্রত্যেক মুখই মূর্খতা প্রকাশ করে। এই সবকিছুর জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, বরং তাঁর হাত এখনও প্রসারিত আছে।
১৮ কারণ মন্দতা আগুনের মতো জ্বলছে; এটা শেয়ালকাঁটা ও কাঁটাগাছ গ্রাস করবে, এবং বনের গভীরে জ্বলে উঠবে, এবং তারা ধোঁয়া উত্তোলনের মতো উপরে উঠবে।
১৯ বাহিনীগণের প্রভুর ক্রোধে দেশ দগ্ধ, এবং জনগণই আগুনের জ্বালানীর মতো হবে; কোনো লোকই তার ভাইয়ের প্রতি মমতা করবে না।
২০ এবং যে ডান হাত দিয়ে কেড়ে নেবে এবং ক্ষুধার্ত হবে; এবং যে বাম হাত দিয়ে খাবে এবং তাও তারা সন্তুষ্ট হবে না; তারা প্রত্যেকে তার নিজের হাতের মাংস খাবে—
২১ মনঃশি, ইফ্রয়িম; এবং ইফ্রয়িম, মনঃশি; তারা একত্রে যিহূদার বিরুদ্ধে থাকবে। এই সবকিছুর জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, বরং তাঁর হাত এখনও প্রসারিত আছে।