অধ্যায় ১৪
সহস্র বৎসরের দিনে সিয়োন এবং তার কন্যাদের উদ্ধার এবং শুদ্ধ করা হবে—তুলনা করো যিশাইয় ৪ এরসাথে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং সেই দিন, সাতজন স্ত্রীলোক একজন পুরুষকে ধরে বলবে: আমরা আমাদের নিজেদের খাদ্য খাবো, নিজেদের পোশাক পরবো; আমাদের অপমান দূর করার জন্য শুধু আমাদের তোমার নাম বহন করতে দাও।
২ সেই দিন প্রভুর শাখা সুন্দর ও মহিমান্বিত হবে; ইস্রায়েলীয়দের কাছ থেকে যারা পালিয়ে এসেছে তাদের জন্য পৃথিবীর ফল চমৎকার এবং মনোরম।
৩ এবং এটা ঘটবে, যারা সিয়োনে অবশিষ্ট থাকবে এবং যিরূশালেমে থাকবে তাদের পবিত্র বলা হবে, প্রত্যেক জনকে যাদের নাম যিরূশালেমে সেই জীবিতদের মধ্যে লেখা আছে—
৪ যখন প্রভু বিচারের আত্মা ও দহনের আত্মা দ্বারা সিয়োনের কন্যাদের অবিশুদ্ধতা ধুয়ে ফেলবেন, এবং যিরূশালেমের মধ্য থেকে রক্তের দাগ মুছে ফেলবেন।
৫ এবং প্রভু সিয়োন পর্বতের প্রতিটা আবাসস্থলের উপরে, এবং তার সমাবেশের উপরে দিনে মেঘ ও ধোঁয়া এবং রাতে জ্বলন্ত আগুনের আলোকসজ্জা সৃষ্টি করবেন; কারণ সিয়োনের সমস্ত গৌরবের উপরে থাকবে প্রতিরক্ষা।
৬ এবং দিনের বেলায় তাপ থেকে ছায়া, এবং ঝড় ও বৃষ্টি থেকে আশ্রয়ে আচ্ছাদিত হওয়ার জন্য, একটা সমাগম-তাম্বু থাকবে।