ধর্মশাস্ত্র
২ নেফী ১৪


অধ্যায় ১৪

সহস্র বৎসরের দিনে সিয়োন এবং তার কন্যাদের উদ্ধার এবং শুদ্ধ করা হবে—তুলনা করো যিশাইয় ৪ এরসাথে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

এবং সেই দিন, সাতজন স্ত্রীলোক একজন পুরুষকে ধরে বলবে: আমরা আমাদের নিজেদের খাদ্য খাবো, নিজেদের পোশাক পরবো; আমাদের অপমান দূর করার জন্য শুধু আমাদের তোমার নাম বহন করতে দাও।

সেই দিন প্রভুর শাখা সুন্দর ও মহিমান্বিত হবে; ইস্রায়েলীয়দের কাছ থেকে যারা পালিয়ে এসেছে তাদের জন্য পৃথিবীর ফল চমৎকার এবং মনোরম।

এবং এটা ঘটবে, যারা সিয়োনে অবশিষ্ট থাকবে এবং যিরূশালেমে থাকবে তাদের পবিত্র বলা হবে, প্রত্যেক জনকে যাদের নাম যিরূশালেমে সেই জীবিতদের মধ্যে লেখা আছে—

যখন প্রভু বিচারের আত্মা ও দহনের আত্মা দ্বারা সিয়োনের কন্যাদের অবিশুদ্ধতা ধুয়ে ফেলবেন, এবং যিরূশালেমের মধ্য থেকে রক্তের দাগ মুছে ফেলবেন।

এবং প্রভু সিয়োন পর্বতের প্রতিটা আবাসস্থলের উপরে, এবং তার সমাবেশের উপরে দিনে মেঘ ও ধোঁয়া এবং রাতে জ্বলন্ত আগুনের আলোকসজ্জা সৃষ্টি করবেন; কারণ সিয়োনের সমস্ত গৌরবের উপরে থাকবে প্রতিরক্ষা।

এবং দিনের বেলায় তাপ থেকে ছায়া, এবং ঝড় ও বৃষ্টি থেকে আশ্রয়ে আচ্ছাদিত হওয়ার জন্য, একটা সমাগম-তাম্বু থাকবে।