ধর্মশাস্ত্র
২ নেফী ২১


অধ্যায় ২১

যিশয় কান্ডকে (খ্রীষ্ট) ধার্মিকতার সাথে বিচার করা হবে—সহস্র বছর ধরে ঈশ্বরের জ্ঞান পৃথিবীকে ঢেকে রাখবে—প্রভু একটা পতাকা উত্তোলন করবেন এবং ইস্রায়েলীয়দের একত্রিত করবেন—যিশাইয় ১১-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

এবং যিশয়ের কান্ড থেকে একটা দন্ড বের হবে, এবং তার শিকড় থেকে একটা শাখা বৃদ্ধি পাবে।

এবং প্রভুর আত্মা, প্রজ্ঞা এবং সুবিবেচনার আত্মা, পরামর্শ এবং পরাক্রমের আত্মা, জ্ঞানের এবং প্রভুর ভয়ের আত্মা, তাঁর উপর অধিষ্ঠান করবে;

এবং প্রভু ভয়ে তাঁকে দ্রুত সুবিবেচক করে তুলবে; আর তিনি তাঁর চোখের দৃষ্টি অনুসারে বিচার করবেন না, জনশ্রুতি অনুসারেও তিনি নিষ্পতি করবেন না।

কিন্তু ধার্মিকতার সাথে তিনি দীনহীনদের বিচার করবেন, এবং ন্যায্যতার সাথে পৃথিবীর নম্রদের প্রতি নিষ্পতি করবেন; এবং তিনি তাঁর মুখের দন্ড দিয়ে পৃথিবীকে আঘাত করবেন, এবং তাঁর ঠোঁটের নিঃশ্বাস দিয়ে দুষ্টদের বধ করবেন।

এবং ধার্মিকতা হবে তাঁর কটিবাস, এবং বিশ্বস্ততা হবে তাঁর কটিবন্ধনী।

নেকড়েবাঘও মেষশাবকের সাথে বাস করবে, এবং চিতাবাঘ ছাগলছানার পাশে শুয়ে থাকবে, এবং বাছুর ও যুব সিংহ এবং নধর পশু এক সাথে থাকবে; এবং একটা ছোট্ট শিশু তাদের চালাবে।

এবং গাভী ও ভল্লুকী একসাথে চড়ে বেড়াবে; তাদের বাচ্চারা একসাথে শুয়ে থাকবে; এবং সিংহ ষাঁড়দের মতো খড় খাবে।

এবং দুধের শিশুটা কেউটে সাপের গর্তের উপর খেলবে, এবং মাতৃদুগ্ধ ছাড়ানো শিশুটা চন্দ্রবোড়ার আস্তানার মধ্যে হাত রাখবে।

তারা আমার সমস্ত পবিত্র পর্বত আঘাত বা ধ্বংস করবে না, কারণ জল যেমন সমুদ্রকে ঢেকে রাখে, তেমনি পৃথিবী প্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।

১০ এবং সেই দিন যিশয়ের একটা শিকড় থাকবে, যিনি জনগণের জন্য পতাকা স্বরূপ দাঁড়াবেন; অযিহূদীরা তা খুঁজবে; আর তাঁর বিশ্রামস্থান গৌরবান্বিত হবে।

১১ এবং সেই দিন এমন ঘটবে যে প্রভু তাঁর জনগণের অবশিষ্টাংশ, অশূরিয়া হতে, এবং মিশর থেকে, এবং পথ্রোষ থেকে, এবং কূশ থেকে, এবং এলম থেকে, এবং শিনিয়র থেকে, এবং হমাৎ থেকে, এবং সমুদ্রের দ্বীপপুঞ্জ থেকে মুক্ত করার জন্য দ্বিতীয়বার তাঁর হাত বাড়াবেন।

১২ এবং তিনি জাতিগণের জন্য একটা পতাকা উত্তলন করবেন, এবং ইস্রায়েলের বিতাড়িতদের একত্রিত করবেন, এবং পৃথিবীর চার কোণ থেকে যিহূদার বিক্ষিপ্ত লোকদের একত্রিত করবেন।

১৩ ইফ্রয়িমের ঈর্ষাও দূর হয়ে যাবে, এবং যিহূদার শত্রুরা বিচ্ছিন্ন হয়ে যাবে; ইফ্রয়িম যিহূদাকে ঈর্ষা করবে না, এবং যিহূদা ইফ্রয়িমকে জ্বালাতন করবে না।

১৪ কিন্তু তারা পশ্চিম দিকে উড়ে গিয়ে পলেষ্টীয়দের কাঁধে চড়ে বসবে; তারা একত্রে পূর্ব দিকের সম্পদ লুট করবে; তারা ইদোম ও মোয়াবের দিকে হাত রাখবে; এবং আম্মোনের সন্তানেরা তাদের বাধ্য থাকবে।

১৫ এবং প্রভু মিশরীয় সমুদ্রের জিহ্বাকে সম্পূর্ণরূপে ধ্বংস করবেন; এবং তাঁর শক্তিশালী বাতাসে তিনি নদীর উপর হাত নাড়াবেন, এবং এটাকে সাতটা জলস্রোতে বিভক্ত করবেন, এবং মানুষদেরকে জুতো পরিয়েই তা পার করাবেন।

১৬ এবং সেখানে তাঁর লোকদের অবশিষ্টাংশের জন্য একটা রাজপথ থাকবে, অশূরিয়া থেকে মুক্ত হওয়ার জন্য, যেমনটা ছিল ইস্রায়েলের যেদিন মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিলো।

Print