ধর্মশাস্ত্র
২ নেফী ৮


অধ্যায় ৮

যাকোব যিশাইয় থেকে পড়া চালিয়ে যান: শেষ দিনে, প্রভু সিয়োনকে সান্ত্বনা দেবেন এবং ইস্রায়েলীয়দের একত্রিত করবেন—মুক্তিপ্রাপ্তেরা খুব আনন্দের সাথে সিয়োনে আসবে—তুলনা করো যিশাইয় ৫১ এবং ৫২:১–২এর সাথে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

তোমরা আমার কথা শোনো, যারা ধার্মিকতা অনুসরণ করো। তোমরা সেই পাথরের দিকে তাকাও, যেখান থেকে তোমদের কেটে নেওয়া হয়েছে, এবং সেই গভীর গর্তের দিকে তাকাও যেখান থেকে তোমাদের তুলে নেওয়া হয়েছে।

তোমার পিতা, আব্রাহমের দিকে তাকাও, এবং সারীর দিকে তাকাও, যে তোমাদের জন্ম দিয়েছেন; কারণ আমি তাকে একা ডাকলাম এবং তাকে আশীর্বাদ করলাম।

কারণ প্রভু সিয়োনকে সান্ত্বনা দেবেন, তিনি সেখানকার সমস্ত জনশূন্য স্থানকে সান্ত্বনা দেবেন; এবং তিনি সেখানকার প্রান্তরকে এদনের মতো এবং সেখানকার মরুভূমিকে প্রভুর বাগানের মতো করে তুলবেন। তার মধ্যে আমোদ ও আনন্দ, ধন্যবাদ জ্ঞাপন ও সঙ্গীতের ধ্বনি পাওয়া যাবে।

হে আমার জাতি, আমার লোকেরা; আমার কথা শোনো, আমার কথায় কান দাও; কারণ আইন আমার কাছ থেকেই আসবে, এবং আমি আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো যাতে অন্য জাতির লোকেরা আলো পায়।

আমার ধার্মিকতা নিকটবর্তী; আমার পরিত্রাণ সম্প্রসারিত হয়েছে, এবং আমার হাত লোকদের বিচার করবে। দ্বীপপুঞ্জ আমার জন্য অপেক্ষা করবে, এবং আমার বাহুতে তারা ভরসা রাখবে।

তোমরা আকাশের দিকে চোখ তুলবে, এবং নীচের পৃথিবীর দিকে তাকাবে; কারণ আকাশ ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যাবে, এবং পৃথিবী একটা বস্ত্রের মতো জীর্ণ হয়ে যাবে; এবং যারা সেখানে বাস করে, তারাও একইভাবে মৃত্যুবরণ করবে। কিন্তু আমার পরিত্রাণ চিরকাল থাকবে, এবং আমার ধার্মিকতা বিলুপ্ত হবে না।

যারা ধার্মিকতা জানো, যাদের অন্তরে আমি আমার আইন লিখেছি, তোমরা আমার কথা শোনো, তোমরা মানুষের নিন্দাকে ভয় করো না এবং তাদের বিদ্রূপকে ভয় করো না।

কারণ পোকা তাদেরকে কাপড়ের মতো করে এবং কীট তাদের পশমের মতো করে খাবে। কিন্তু আমার ধার্মিকতা চিরকাল, এবং আমার পরিত্রাণ প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত থাকবে।

জাগো, জাগো! হে প্রভুর বাহু, শক্তি পরিধান করো; জেগে ওঠো প্রাচীন কালের মতো। তুমি কি সে নও যে রহবকে কেটেছো, এবং দানবকে বিদ্ধ করেছো?

১০ এবং তুমি কি সে নও যে সমুদ্র, মহাজলরাশির জল, শুষ্ক করোনি; সমুদ্রের গভীর স্থানে কি পথ করোনি যাতে মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হয়ে যায়?

১১ অতএব, প্রভুর মুক্তি প্রাপ্ত ব্যক্তিরা ফিরে আসবে, এবং গান গাইতে গাইতে সিয়োনে ঢুকবে; এবং চিরস্থায়ী আনন্দ ও পবিত্রতা হবে তাদের মাথার মুকু্ট; এবং তারা আমোদ ও আনন্দ লাভ করবে; দুঃখ ও শোক দূরে পালিয়ে যাবে।

১২ আমিই সে; হ্যাঁ, আমিই সে যে তোমাদের সান্ত্বনা দিই। দেখো, তুমি কে যে, মানুষকে ভয় করবে, যার মৃত্যু হবে, এবং মানুষের সন্তান, যাকে ঘাসের মতো তৈরি করা হয়েছে?

১৩ এবং তোমাদের সৃষ্টিকর্তা প্রভুকে ভুলে গেছো, যিনি আকাশমন্ডল প্রসারিত করেছেন, পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন, এবং তুমি প্রতিদিন সবসময় অত্যাচারীর ক্রোধের কারণে ভয় পেয়েছো, যখন সে ধ্বংস করতে প্রস্তুত ছিলো? এবং অত্যাচারীর সেই ক্রোধ কোথায়?

১৪ বন্দীর নির্বাসন দ্রুত অগ্রসর হবে, যাতে সে মুক্তি পায়, এবং সে যাতে গভীর গর্তের মধ্যে মারা না যায়, তার খাবারের অভাবও না হয়।

১৫ কিন্তু আমিই প্রভু তোমাদের ঈশ্বর, আমি সমুদ্রকে তোলপাড় করলে তার ঢেউ গর্জন করে; বাহিনীগণের প্রভু এই আমার নাম।

১৬ এবং আমি তোমাদের মুখে আমার বাক্য দিয়েছি, এবং আমার হাতের ছায়ায় তোমাদের ঢেকে রেখেছি, এই আমি আকাশমন্ডল স্থাপন করেছি এবং পৃথিবীর ভিত্তি স্থাপন করেছি, এবং সিয়োনকে বলেছি: দেখো, তুমি আমার লোক।

১৭ হে যিরূশালেম, জাগো, জাগো, উঠে দাঁড়াও, তুমি প্রভুর হাতে থেকে তাঁর ক্রোধের পানপাত্রে পান করেছো—মানুষ যে পাত্র থেকে পান করে কাঁপতে থাকে সেই পাত্রের তলা পর্যন্ত নিস্পেষণ করেছো—

১৮ এবং যে সব সন্তান সে জন্ম দিয়েছে, তাদের মধ্যে তাকে পথ দেখাবার মতো কেউ নেই; যত সন্তান সে লালন-পালন করেছে তাদের মধ্যে তার হাত ধরার মতো কেউ নেই।

১৯ এই দুই পুত্র তোমার কাছে এসেছে, যারা তোমার জন্য দুঃখিত হবে—তোমার নির্জনতা ও ধ্বংস, দুর্ভিক্ষ ও তলবারি—আর কার দ্বারা আমি তোমাকে সান্ত্বনা দেবো?

২০ তোমার সন্তানেরা অজ্ঞান হয়ে গেছে, এই দুজন ব্যতীত; তারা সমস্ত রাস্তার মাথায় শুয়ে আছে; জালের মধ্যে একটা বন্য ষাঁড়ের মতো, তারা প্রভুর ক্রোধ, এবং তোমার ঈশ্বরের তিরস্কারে পূর্ণ।

২১ অতএব হে পীড়িত এই কথা শোনো, তোমাকে মত্ত করা হয়েছে, কিন্তু সেই মত্ততা দ্রাক্ষাসুরার জন্য নয়:

২২ প্রভু এবং তোমাদের ঈশ্বর যিনি তাঁর লোকদের পক্ষে থাকেন; প্রভু এই বলেছেন, দেখো, যে পানপাত্র থেকে পান করে তুমি কাঁপতে তা আমি তোমার হাত থেকে নিয়ে নিয়েছি, আমার সেই ক্রোধের পাত্রের তলা থেকে; তোমাকে আবার তা পান করতে হবে না।

২৩ কিন্তু আমি তা তাদের হাতে তুলে দেবো যারা তোমাকে কষ্ট দেয়; যারা তোমাকে বলতো: মাথা নত করো, যাতে আমরা তোমার উপর দিয়ে যেতে পারি—এবং তুমি তোমার দেহকে মাটির মতো এবং তাদের জন্য রাস্তার মতো স্থাপন করেছো যার উপর দিয়ে তারা গিয়েছিলো।

২৪ হে সিয়োন, জাগো জাগো, তোমার শক্তি পরিধান করো; হে যিরূশালেম, পবিত্র নগরী, তোমার সুন্দর পোশাক পরিধান করো; কেননা অপরিচ্ছেদিত এবং অশুচি মানুষ তোমাদের মধ্যে আর কখনো প্রবেশ করবে না।

২৫ হে যিরূশালেম, ওঠো, গায়ের ধুলো ঝেড়ে ফেলো; সিংহাসনে বসো; হে সিয়োনের বন্দী কন্যা, তোমার গলার বন্ধন খুলে ফেলো।