অধ্যায় ১৩
যিহূদা ও যিরূশালেমকে তাদের অবাধ্যতার জন্য শাস্তি দেওয়া হবে—প্রভু তাঁর লোকেদের পক্ষ নেন এবং বিচার করেন—সিয়োনের কন্যারা তাদের জাগতিকতার জন্য অভিশপ্ত ও যন্ত্রণাভোগ করে—যিশাইয় ৩-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ কারণ দেখো, প্রভু, বাহিনীগণের প্রভু, যিরূশালেম থেকে, এবং যিহূদার কাছ থেকে, নিরাপত্তা এবং সহায়তা, সমস্ত খাদ্যের সহায়তা এবং সমস্ত জলের নিরাপত্তা তুলে নেবেন—
২ বীর, এবং যোদ্ধা, বিচারক, এবং ভাববাদী, বিচক্ষণ, এবং প্রাচীন;
৩ পঞ্চাশ জনের একজন দলপতি, এবং সম্মানিত লোক, এবং পরামর্শদাতা, এবং ধূর্ত জাদুকর, এবং বশীকরণে জ্ঞানী।
৪ এবং আমি বালকদের তাদের অধিপতি করবো, এবং শিশুরা তাদের উপরে কর্ত্তৃত্ব করবে।
৫ এবং জনগণ প্রত্যেক জন অন্যের দ্বারা, এবং প্রত্যেকজন তার প্রতিবেশীর দ্বারা, নির্যাতিত হবে; তরুণ প্রাচীনদের প্রতি, এবং নীচ লোক সম্মানিতদের সাথে গর্বিতভাবে আচরণ করবে।
৬ যখন পিতার গৃহে মানুষ তার ভাইকে ধরবে এবং বলবে: তোমার কাছে বস্ত্র আছে, তুমি আমাদের শাসক হও, এবং এই বিনাশের ভার তোমার হাতে না আসুক—
৭ সেদিন সে দিব্যি করে বলবে: আমি আরোগ্যকারী হবো না; কারণ আমার ঘরে খাদ্য ও বস্ত্র নেই; আমাকে জনগণের শাসক করো না।
৮ কারণ যিরূশালেম ধ্বংস হয়ে গেছে, এবং যিহূদার পতন হয়েছে, কারণ তাদের জিহ্বা ও তাদের কাজ প্রভুর বিরুদ্ধে ছিলো, তাঁর গৌরবের দৃষ্টিকে রাগান্বিত করার জন্য।
৯ তাদের চেহারার প্রদর্শন, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, এবং সদোমের মতো তারা নিজেদের পাপকে ঘোষণা করে, এবং তারা তা লুকাতে পারে না। ধিক তাদের আত্মার জন্য, কারণ নিজেরাই মন্দকে নিজেদের পুরস্কৃত করেছে!
১০ ধার্মিকদের কাছে বলো যে তাদের মঙ্গল হবে; কারণ তারা নিজেদের কর্মফল ভোগ করবে।
১১ ধিক দুষ্টদের, কারণ তারা ধ্বংস হয়ে যাবে; কারণ তারা তাদের হাতের কর্ম অনুযায়ী পুরস্কার পাবে!
১২ এবং আমার জনগণ, বালকেরা তাদের উপর অত্যাচার করবে, এবং স্ত্রীলোক তাদের উপরে শাসন করবে। হে আমার জনগণ, যারা তোমাদেরকে নেতৃত্ব দেয় তারাই ভুল পথে নিয়ে যায় এবং তোমাদের চলার পথ ধ্বংস করে।
১৩ প্রভু পক্ষ নেওয়ার জন্য দাঁড়িয়েছেন, এবং জনগনের বিচার করার জন্য দাঁড়িয়েছেন।
১৪ প্রভু তাঁর জনগণের মধ্যে প্রাচীনদের এবং অধিপতিদের সাথে বিচারে প্রবেশ করবেন; কারণ তোমরাই তোমাদের ঘরে আঙ্গুরক্ষেত এবং দরিদ্রদের সম্পত্তি গ্রাস করেছো।
১৫ তোমাদের উদ্দেশ্য কি? তোমরা আমার জনগণকে চূর্ণবিচূর্ণ করেছো, এবং দরিদ্রদের মুখ পিষে দিয়েছো, বাহিনীগণের প্রভু বলেছেন।
১৬ প্রভু আরও বলেন: যেহেতু সিয়োনের কন্যারা গর্বিতা, এবং তারা প্রসারিত ঘাড় এবং কদর্য চোখে কটাক্ষ করে বেড়ায়, ছোটো ছোটো পদক্ষেপ ফেলে, পায়ে রুণু রুণু শব্দ করে—
১৭ অতএব প্রভু সিয়োনের কন্যাদের মাথার তালুতে মামড়ি দিয়ে আহত করবেন, এবং প্রভু তাদের গোপন স্থানগুলো অনাবৃত করবেন।
১৮ সেই দিন প্রভু তাদের নূপুর, এবং মাথার জালিবস্ত্র, এবং চন্দ্রহারের জাঁকজমকতা কেড়ে নেবেন;
১৯ অলঙ্কার এবং চুড়ি, এবং ঘোমটা;
২০ ললাট-ভূষণ, এবং পায়ের অলঙ্কার, এবং মাথার বাঁধন, এবং আতরের কৌটা, এবং কানের দুল;
২১ আংটি, এবং নথ;
২২ পর্বীয়বস্ত্র, এবং চাদর, শাল, এবং চুল কোঁকড়ানোর জিনিস;
২৩ আয়না, এবং সুন্দর ক্ষৌমবস্ত্র, এবং শিরোভূষণ, এবং ওড়না।
২৪ এবং এটা ঘটবে সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ থাকবে; এবং গলার হারের পরিবর্তে, একটা দড়ি; এবং সুন্দর চুলবিন্যাসের পরিবর্তে, টাকপড়া অবস্থা; এবং সুন্দর পোশাকের পরিবর্তে, একটা চটের কাপড়; সৌন্দর্যের পরিবর্তে দাগ থাকবে।
২৫ তোমার পুরুষেরা তলবারি দ্বারা পতিত হবে এবং তোমার যোদ্ধারা যুদ্ধে পতিত হবে।
২৬ এবং তার নগরদ্বার হাহাকার এবং বিলাপ করবে; এবং সে জনশূন্য হবে, এবং চরম হতাশ হয়ে ভূমিতে বসবে।