অধ্যায় ১৮
খ্রীষ্ট হবেন ব্যঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাথর—কিচকিচ শব্দ করা যাদুকর নয়, প্রভুর অন্বেষণ করো—পরামর্শের জন্য বিধি এবং সাক্ষ্যের দিকে ফেরো—যিশাইয় ৮-এরসাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ আরও, প্রভুর বাক্য আমাকে বলেছিলো: তুমি একটা বৃহৎ স্ক্রোল নাও, এবং প্রচলিত অক্ষরে তাতে লেখো, মহের-শালল-হাশ-বসের উদ্দেশ্যে।
২ এবং লেখার জন্য আমি বিশ্বস্ত সাক্ষী রুপে, ঊরিয় যাজক, ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়কে নিয়েছি।
৩ এবং ভাববাদিনীর সঙ্গে আমার মিলন হলো; এবং সে গর্ভবতী হলো এবং একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিলো। এরপর প্রভু আমাকে বললেন: এর নাম, মাহের-শালাল-হাশ-বস রাখো।
৪ কারণ দেখো, বালকটার বাবা, মা, একথা উচ্চারণ করার জ্ঞান হওয়ার আগেই, দম্মেশকের ধন-সম্পদ এবং শমরিয়ার লুন্ঠিত সম্পদ অশূরিয়ার রাজার সামনে থেকে কেড়ে নেওয়া হবে।
৫ প্রভু আমার সাথে আরও একবার কথা বলেন, বললেন:
৬ যেহেতু এই লোকেরা শীলোহের শান্ত গতির জলকে অগ্রাহ্য করে, এবং রৎসীন এবং রমলিয়ের পুত্রে আনন্দ করে;
৭ অতএব এখন, দেখো, প্রভু নদীর প্রবল এবং প্রচুর জলরাশি, এমনকি অশূরিয়া রাজা এবং তার সমস্ত গৌরব তাদের উপরে নিয়ে এসেছেন; এবং সে ফেঁপে উঠে সমস্ত খাল ভরে দেবে, এবং তার সমস্ত উপকূল ছাপিয়ে যাবে।
৮ এবং সে যিহূদার মধ্য দিয়ে যাবে; সে উথলে উঠে সবকিছু দিয়ে বয়ে যাবে, সে ঘাড় পর্যন্ত পৌঁছাবে; এবং তার বিস্তৃত ডানা, হে ইম্মানূয়েল, তোমার দেশের প্রস্থ ঢেকে দেবে।
৯ হে জাতিসকল, তোমরা মিলিত হও, এবং তোমদের ভেঙ্গে টুকরো টুকরো করা হবে; এবং সুদূর দেশগুলো তোমরা সকলেও শোনো; তোমরা অস্ত্র বেঁধে নাও, তবুও তোমাদের ভেঙ্গে টুকরো টুকরো করা হবে; তোমরা অস্ত্র বেঁধে নাও, তবুও তোমদের ভেঙ্গে টুকরো টুকরো করা হবে।
১০ একত্রে পরামর্শ করো, এবং তা বৃথা হবে; কথা বলো, এবং তা স্থির থাকবে না; কারণ ঈশ্বর আমাদের সাথে আছেন।
১১ কারণ প্রভু বলবান হাতে আমাকে এই কথা বললেন, এবং আমাকে নির্দেশনা দিলেন আমি যেন এই লোকদের পথে গমন না করি, বললেন:
১২ এই জাতির লোকেরা যে সমস্ত বিষয়কে চক্রান্ত বলে, তা তোমরা চক্রান্ত বলো না; এরা যাতে ভয় পায় তাতে তোমরা ভয় পেয়ো না, এবং ভীতও হোয় না।
১৩ বাহিনীগণের প্রভুকে কেবল পবিত্র বলে মানো, এবং তিনিই হোক তোমাদের ভয়, এবং তোমাদের আতঙ্কের কারন।
১৪ এবং তিনি হবেন পবিত্র স্থান; কিন্তু ইস্রায়েলের উভয় বংশের জন্য, তিনি হবেন ব্যঘাতজনক প্রস্তর, ও বিঘ্নজনক পাথর, যিরূশালেমের অধিবাসীদের জন্য একটা ফাঁদ এবং একটা ফাঁস।
১৫ এবং তাদের মধ্যে অনেকেই হোঁচট খাবে এবং পতিত হবে, ভেঙে পড়বে, ফাঁদে পড়বে, এবং বন্দি হবে।
১৬ সাক্ষ্যগুলো লেখো, আমার শিষ্যদের মধ্যে বিধি বন্ধন করো।
১৭ এবং আমি প্রভুর জন্য অপেক্ষা করবো, যিনি যাকোবের বংশ থেকে তাঁর মুখ লুকিয়ে রেখেছেন, এবং আমি তাঁর জন্য অপেক্ষা করবো।
১৮ দেখো, আমি এবং সেই সন্তানগণ যাদেরকে প্রভু আমাকে দিয়েছেন, সিয়োন-পর্বত নিবাসী বাহিনীগণের প্রভুর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের মধ্যে চিহ্ন ও চমৎকার লক্ষণস্বরূপ।
১৯ এবং যখন তারা তোমাকে বলবে: শিশ দিয়ে এবং ফিসফিস করে যে সব জাদুকর কথা বলে, তোমরা তাদের কাছে অন্বেষণ করো—লোকেদের কি নিজের ঈশ্বরের কাছে খোঁজ করা উচিত নয় যাতে জীবিতরা মৃতদের কাছ থেকে শোনে?
২০ আইনের কাছে ও সাক্ষ্যের কাছে; এবং যদি তারা এর অনুরূপ কথা না বলে, তবে তাদের মধ্যে কোনো আলো নেই।
২১ এবং তারা কঠিনভাবে দুর্দশাগ্রস্ত ও ক্ষুধার্ত হয়ে দেশের মধ্য দিয়ে গমন করবে; এবং এটা ঘটবে যে যখন তারা ক্ষুধার্ত হবে, তারা নিজেদের প্রতি বিরক্ত হবে, এবং তাদের রাজা এবং ঈশ্বরকে অভিশাপ দেবে, এবং উপরের দিকে তাকাবে।
২২ এবং তারা ভূমির দিকে তাকাবে, এবং দেখবে সঙ্কট, এবং অন্ধকার, তিমির যন্ত্রণা, এবং তারা অন্ধকারে তাড়িত হবে।