ধর্মশাস্ত্র
২ নেফী ৯


অধ্যায় ৯

যাকোব ব্যাখ্যা করেছেন যে যিহূদীরা তাদের সমস্ত প্রতিশ্রুত ভূমিতে একত্রিত হবে—প্রায়শ্চিত্ত মানুষকে পতন থেকে মুক্তি দেবে—মৃতদের দেহ সমাধি থেকে বেরিয়ে আসবে, এবং তাদের আত্মা নরক এবং পরমদেশ থেকে বেরিয়ে আসবে—তাদের বিচার করা হবে—মৃত্যু, নরক, শয়তান এবং অন্তহীন যন্ত্রণা থেকে প্রায়শ্চিত্ত রক্ষা করবে—ধার্মিকদের ঈশ্বরের রাজ্যে রক্ষা করা হবে—পাপের শাস্তি নির্ধারিত হবে—ইস্রায়েলের পবিত্রতম এই দরজার রক্ষক। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, আমি এই বিষয়গুলো পড়ছি যাতে প্রভুর চুক্তি সম্বন্ধে তোমরা জানতে পারো যে তিনি ইস্রায়েল বংশের সকলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন—

তিনি তাঁর পবিত্র ভাববাদীদের মুখ দিয়ে, যিহূদীদের কাছে কথা বলেছেন, এমনকি প্রথম থেকে শুরু করে, প্রজন্ম থেকে প্রজন্মে পর্যন্ত কথা বলেছেন, যতক্ষণ না সেই সময় আসে যে তাদের সত্যিকারের মন্ডলীতে এবং ঈশ্বরের জাতিতে পুনরুদ্ধার করা হবে; তখন তাদেরকে তাদের উত্তরাধিকারের ভূমিতে একত্রিত করা হবে, এবং তাদের সমস্ত প্রতিশ্রুত ভূমিতে স্থাপন করা হবে।

দেখো, আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের কাছে এই কথাগুলো বলছি যাতে তোমরা আনন্দিত হও এবং চিরকাল তোমাদের মাথা উঁচু করে রাখো, কারণ প্রভু ঈশ্বর তোমাদের সন্তানদের প্রতি আশীর্বাদ দেবেন।

কারণ আমি জানি যে, ভবিষ্যতে কি হবে তা জানার জন্য, তোমাদের মধ্যে অনেকেই অনেক অনুসন্ধান করেছো; অতএব আমি জানি যে, তোমরা জানো যে আমাদের দেহ অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে; তবুও, আমাদের দেহে আমরা ঈশ্বরকে দেখতে পাবো।

হ্যাঁ, আমি জানি যে, তোমরা জানো যে, যারা যিরূশালেমে আছে তিনি তাদেরকে দেহে প্রদর্শন করবেন, যেখান থেকে আমরা এসেছিলাম; কেননা এটা তাদের মধ্যে থাকা সমীচীন; কারণ মহান সৃষ্টিকর্তার জন্য এটা প্রয়োজনীয় ছিলো যে, তিনি নিজে কষ্টভোগ করে দেহে মানুষের অধীন হয়ে যাবেন এবং সমস্ত মানুষের জন্য মৃত্যুবরণ করবেন, যাতে সমস্ত মানুষ তাঁর অধীন হয়ে যায়।

যেহেতু সকল মানুষের উপর মৃত্যু নেমে এসেছে, মহান সৃষ্টিকর্তার করুণাময় পরিকল্পনা পূরণের জন্য অবশ্যই পুনরুত্থানের শক্তি প্রয়োজন রয়েছে, এবং পতনের কারণে মানুষের পুনরুত্থানের প্রয়োজনীয়তা রয়েছে; এবং পতন সংঘটিত হয়েছিলো অপরাধের কারণে; এবং মানুষ যেহেতু পতিত হয়েছিলো তাই তারা প্রভুর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।

অতএব, একটা চিরন্তন প্রায়শ্চিত্তের অবশ্যই প্রয়োজন রয়েছে—একটা চিরন্তন প্রায়শ্চিত্ত ছাড়া এই অবিশুদ্ধতা বিশুদ্ধতার পোশাকে সজ্জিত করা যেতো না। অতএব, মানুষের উপর যে প্রথম বিচার এসেছিলো তা অবশ্যই একটা অন্তহীন সময়ের জন্য থাকতো। এবং যদি তাই হতো, তাহলে এই দেহ অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয়ে পচে যাওয়ার জন্য পৃথিবীর গভীরে স্থাপন করা হতো, আর পুনরুত্থিত হতো না।

ঈশ্বরের প্রজ্ঞা, তাঁর করুণা এবং অনুগ্রহ কতো মহান! কারণ, যদি দেহের আর পুনরুত্থান না হয়, তাহলে আমাদের আত্মা অবশ্যই সেই স্বর্গদূতের অধীনস্থ হবে যে অনন্ত পিতার উপস্থিতি থেকে পতিত হয়ে শয়তানে পরিণত হয়েছিলো, আর পুনরুত্থিত হবে না।

আমাদের আত্মাগুলো অবশ্যই তার মতো হয়ে যেতো, এবং আমরা শয়তানে পরিণত হতাম, আমাদের ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরে গিয়ে, এবং মিথ্যার পিতার সাথে দুর্দশায় থাকতাম, আমরা স্বর্গদূত থেকে শয়তানে পরিণত হতাম, তার মতো হতাম; হ্যাঁ সেই ব্যক্তির মতো হতাম যে আমাদের প্রথম পিতা-মাতাকে প্রতারিত করেছিলো, যে নিজেকে আলোর স্বর্গদূতে রূপান্তরিত করেছিলো, এবং মনুষ্য সন্তানদের হত্যা এবং অন্ধকারের সমস্ত ধরণের গোপন কার্যকলাপের গুপ্ত সংঘে উত্তেজিত করেছিলো।

১০ আমাদের ঈশ্বরের দয়া কতো মহান, যিনি এই ভয়ঙ্কর দানবের হাত থেকে আমাদের পালানোর জন্য একটা পথ প্রস্তুত করেছেন; হ্যাঁ, সেই দানব, মৃত্যু এবং নরক, যাকে আমি দেহের মৃত্যু বলি, এবং আত্মারও মৃত্যু বলি।

১১ ইস্রায়েলের পবিত্রতম, আমাদের ঈশ্বরের মুক্তির পথের কারণে, এই মৃত্যু, যার কথা আমি বলেছি, যা সাময়িক, যে মৃত্যু প্রদান করে সমাধি; সেই মৃত্যুই দেবে মুক্তি।

১২ আর এই মৃত্যু, যার কথা আমি বলেছি, যা আধ্যাত্মিক মৃত্যু, এ মৃতদের মুক্ত করবে; যে আধ্যাত্মিক মৃত্যু হলো নরক; অতএব, মৃত্যু ও নরক অবশ্যই তাদের মৃতদের মুক্ত করবে, এবং নরক অবশ্যই তার বন্দী আত্মাদের মুক্ত করবে, এবং সমাধি অবশ্যই তার বন্দী দেহগুলো মুক্ত করবে, এবং মানুষের দেহ এবং আত্মাগুলো একে অপরের কাছে পুনরুদ্ধার করা হবে; এবং ইস্রায়েলের পবিত্রতমের পুনরুত্থানের শক্তির দ্বারাই এটা সম্ভব হবে।

১৩ আমাদের ঈশ্বরের পরিকল্পনা কতো মহান! অন্যদিকে, ঈশ্বরের পরমদেশ অবশ্যই ধার্মিকদের আত্মাগুলোকে মুক্তি দেবে এবং সমাধি ধার্মিকদের দেহগুলোকে মুক্তি দেবে; এবং দেহ এবং আত্মা পুনরায় পুনরুদ্ধার করা হবে, এবং সমস্ত মানুষ অক্ষয়, এবং অমর হবে, এবং তারা সকলে জীবন্ত আত্মা হবে, যাদের দেহে আমাদের মতো সম্পূর্ণ জ্ঞান থাকবে, এছাড়া আমাদের জ্ঞান নিখুঁত হবে।

১৪ অতএব, আমরা আমাদের সমস্ত অপরাধ, এবং আমাদের অশুচিতা, এবং আমাদের নগ্নতা সম্বন্ধে নিখুঁত জ্ঞান অর্জন করবো; আর ধার্মিকেরা তাদের আনন্দ, এবং তাদের ধার্মিকতা, পবিত্রতায় পরিপূর্ণ হবে, হ্যাঁ, এমনকি ধার্মিকতার পোশাক পরিধানের বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করবে।

১৫ এবং এটা ঘটবে যে, যখন সমস্ত মানুষ এই প্রথম মৃত্যু অতিক্রম করে জীবিত হবে, কারণ যখন তারা অমর হয়ে যাবে, তখন তাদের অবশ্যই ইস্রায়েলের পবিত্রতমের বিচারের আসনের সামনে উপস্থিত হতে হবে; এবং তারপর আসে সেই বিচার, এবং তারপর ঈশ্বরের পবিত্র বিচার অনুসারে তাদের বিচার করা হবে।

১৬ এবং নিশ্চয়ই, প্রভু জীবিত আছেন, কারণ প্রভু ঈশ্বর এটা বলেছেন, আর এটা তাঁর অনন্ত বাক্য, যা বিলুপ্ত হতে পারে না যে, যারা ধার্মিক তারা তখনও ধার্মিক হবে, আর যারা নোংরা, তারা তখনও নোংরা থাকবে; অতএব, যারা নোংরা তারা শয়তান এবং তার অনুসারী; এবং তারা চিরস্থায়ী আগুনে চলে যাবে, যা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে; আর তাদের শাস্তি হচ্ছে আগুন ও গন্ধক হ্রদের ন্যায়, যার শিখা চিরকাল উপরে উঠে এবং যার কোনো শেষ নেই।

১৭ আহা আমাদের ঈশ্বরের পরিকল্পনা এবং বিচার কতো মহান! কারণ তিনি তাঁর সমস্ত বাক্য কার্যে পরিণত করেন, এবং সেগুলো তাঁর মুখ থেকে নিঃসৃত হয়েছে, এবং তাঁর বিধি অবশ্যই পূর্ণ হবে।

১৮ কিন্তু দেখো, যারা ধার্মিক, ইস্রায়েলের পবিত্রতমের ধার্মিক, যারা ইস্রায়েলের পবিত্রতমে বিশ্বাস স্থাপন করেছে, যারা জগতের ক্রুশগুলো সহ্য করেছে, এবং এর লজ্জাকে ঘৃণা করেছে, তারা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে, যা জগতের সৃষ্টির শুরু থেকে তাদের জন্য প্রস্তুত করা হয়েছিলো, এবং চিরকালের জন্য তাদের আনন্দ পূর্ণ হবে।

১৯ আহা আমাদের ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতমের করুণা কতো মহান! কারণ তিনি তাঁর ধার্মিকদের সেই ভয়ঙ্কর দানব শয়তান, মৃত্যু, নরক এবং সেই আগুন ও গন্ধক হ্রদ, যা অন্তহীন যন্ত্রণার তা থেকে মুক্ত করেছেন।

২০ আহা আমাদের ঈশ্বরের পবিত্রতা কতো মহান! কারণ তিনি সবকিছু জানেন, আর এমন কিছুই নেই যা তিনি জানেন না।

২১ এবং তিনি পৃথিবীতে এসেছেন যেন তিনি সমস্ত মানুষদের রক্ষা করতে পারেন, যদি তারা তাঁর কথা শোনে; কারণ দেখো, তিনি সমস্ত মানুষের যন্ত্রণা ভোগ করেছেন, হ্যাঁ, প্রতিটি জীবন্ত প্রাণীর যন্ত্রণা, পুরুষ, মহিলা এবং শিশু উভয়েরই, যারা আদমের পরিবারে অন্তর্ভুক্ত।

২২ এবং তিনি এই সকল কষ্টভোগ করেছেন যেনো সকল মানুষ পুনরুত্থান লাভ করে, সবাই যাতে সেই মহৎ ও বিচারের দিনে তাঁর সামনে দাঁড়াতে পারে।

২৩ এবং তিনি সকল মানুষকে আদেশ দেন যেনো তারা অনুতাপ করে, এবং ইস্রায়েলের পবিত্রতমের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, তাঁর নামে বাপ্তিস্ম নেয়, অন্যথায় তারা ঈশ্বরের রাজ্যে রক্ষা পাবে না।

২৪ এবং তারা যদি অনুতাপ না করে, এবং তাঁর নামে বিশ্বাস না করে, এবং তাঁর নামে বাপ্তিস্ম না নেয়, এবং শেষ পর্যন্ত স্থির না থাকে, তবে তারা অবশ্যই দন্ডিত হবে; কারণ প্রভু ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, এই কথা বলেছেন।

২৫ অতএব, তিনি একটা আইন দিয়েছেন; এবং যেখানে কোনো আইন নেই সেখানে কোনো শাস্তি নেই; এবং যেখানে কোনো শাস্তি নেই সেখানে কোনো দোষারোপ নেই; এবং যেখানে কোনো দোষারোপ নেই, সেখানে ইস্রায়েলের পবিত্রতমের দয়ার দাবী তাদের উপর রয়েছে, প্রায়শ্চিত্তের কারণে; কেননা তারা মুক্তি লাভ করেছে তাঁর শক্তির দ্বারা।

২৬ কারণ, যাদেরকে আইন-কানুন দেওয়া হয়নি, তাদের সকলের জন্য এই প্রায়শ্চিত্ত তাদের ন্যায়বিচারের দাবী পূরণ করে, যাতে তারা সেই ভয়ঙ্কর দানব, মৃত্যু ও নরক, শয়তান, আগুন ও গন্ধক হ্রদ থেকে মুক্তি পায়, যা অন্তহীন যন্ত্রণা; এবং তারা সেই ঈশ্বরের কাছে পুনরুদ্ধার লাভ করেছে যিনি তাদের নিঃশ্বাস দিয়েছিলেন, যিনি হলেন ইস্রায়েলের পবিত্রতম।

২৭ কিন্তু দুঃখ হয় তার জন্য যাকে আইন দেওয়া হয়েছে, হ্যাঁ, আমাদের মতোই, সেখানে ঈশ্বরের সমস্ত আদেশই রয়েছে, এবং যে তা লঙ্ঘন করেছে, এবং যে তার পরীক্ষাকালের দিনগুলো নষ্ট করেছে, কারণ তার অবস্থা ভয়ানক হবে!

২৮ ও হে শয়তানের চতুর্যপূর্ণ পরিকল্পনা! ও হে মানুষের দাম্ভিকতা, দুর্বলতা, এবং মূর্খতা! যখন তারা বিদ্বান হয় তারা মনে করে যে তারা জ্ঞানী, এবং তারা ঈশ্বরের পরামর্শ শোনে না, কারণ তারা মনে করে নিজেরাই সবকিছু জানে, এটাকে দূরে সরিয়ে রাখে, অতএব, তাদের প্রজ্ঞা হচ্ছে মূর্খতা এবং এটা তাদের কোনো উপকারে আসে না। এবং তারা ধ্বংস হয়ে যাবে।

২৯ কিন্তু বিদ্বান হওয়া ভালো যদি তারা ঈশ্বরের পরামর্শ শোনে।

৩০ কিন্তু ধনীদের জন্য দুঃখ হয়, যারা জগতের বিষয়ে ধনী। যেহেতু তারা ধনী, তাই তারা গরীবদের ঘৃণা করে, এবং তারা নম্রদের উপর অত্যাচার করে এবং তাদের হৃদয় তাদের ধনসম্পদের উপর থাকে; অতএব, তাদের সম্পদ হলো তাদের দেবতা। এবং দেখো, তাদের সাথে তাদের ধন-সম্পদও ধ্বংস হয়ে যাবে।

৩১ এবং যারা শোনে না সেই বধির ব্যক্তিদের জন্য দুঃখ হয়; কারণ তারা ধ্বংস হয়ে যাবে।

৩২ যারা দেখতে পায় না সেই অন্ধদের জন্য দুঃখ হয়; কারণ তারাও ধ্বংস হয়ে যাবে।

৩৩ যাদের অন্তরের পর্দা সরানো হয়নি তাদের জন্য দুঃখ হয়, কারণ তাদের দুষ্ট জ্ঞানের জন্য শেষ দিনে তাদের আঘাত করা হবে।

৩৪ মিথ্যাবাদীর জন্য দুঃখ হয়, কারণ তাকে নরকে নিক্ষেপ করা হবে।

৩৫ সেই হত্যাকারীর জন্য দুঃখ হয় যে ইচ্ছাকৃতভাবে হত্যা করে; কারণ সে মৃত্যু বরণ করবে।

৩৬ যারা ব্যাভিচার করে তাদের জন্য দুঃখ হয়, কারণ তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে।

৩৭ হ্যাঁ, যারা প্রতিমার অরাধনা করে তাদের জন্য দুঃখ হয়, কারণ সমস্ত শয়তানের শয়তান তাদের মধ্যে আনন্দিত হয়।

৩৮ এবং, অবশেষে, যারা তাদের পাপে মৃত্যুবরণ করে তাদের জন্য দুঃখ হয়; কারণ তারা ঈশ্বরের কাছে ফিরে যাবে, এবং তাঁর মুখ দর্শন করবে, এবং তাদের পাপের মধ্যে অবস্থান করবে।

৩৯ হে আমার প্রিয় ভাইয়েরা, সেই পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করার ভয়াবহতা এবং সেই চতুর ব্যক্তির প্রলোভনের কাছে নত স্বীকার করার ভয়াবহতার কথাও মনে রেখো। মনে রেখো, জাগতিক-মানসিকতা হওয়ার মানে হলো মৃত্যু, আর আধ্যাত্মিক-মানসিকতা হওয়ার মানে হলো অনন্ত জীবন।

৪০ হে আমার প্রিয় ভাইয়েরা, আমার কথায় কান দাও। ইস্রায়েলের পবিত্রতমের মহত্ত্বের কথা মনে রেখো। তোমরা বলো না যে আমি তোমাদের বিরুদ্ধে কঠিন কথা বলেছি; যদি তোমরা তা করো, তবে তোমরা সত্যের বিরুদ্ধে অপবাদ আরোপ করবে; কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তার কথাই বলেছি। আমি জানি যে সত্যের বাক্য সমস্ত অশুচিতার বিরুদ্ধে কঠিন; কিন্তু ধার্মিকরা তাদের ভয় করে না, কারণ তারা সত্যকে ভালবাসে এবং তারা তার ভয়ে কম্পিত হয় না।

৪১ হে আমার প্রিয় ভাইয়েরা, অতঃপর, পবিত্রতম প্রভুর কাছে আসো। মনে রেখো, তাঁর পথগুলো ধার্মিকতার পথ। দেখো, মানুষের পথ সংকীর্ণ, কিন্তু তা সোজা তাঁর সামনে পৌঁছে গেছে, এবং দরজার রক্ষক হলেন ইস্রায়েলের সেই পবিত্রতম; এবং তিনি সেখানে কোনো দাস নিয়োগ করেননি; এবং এই দরজা ছাড়া সেখানে যাওয়ার আর কোনো পথ নেই; কারণ তাঁর সাথে প্রতারনা করা যায় না, কারণ প্রভু ঈশ্বর তাঁর নাম।

৪২ এবং যে আঘাত করে, তার জন্য দরজা খুলে দেওয়া হবে; এবং জ্ঞানী, বিদ্বান, এবং ধনী যারা, যারা তাদের শিক্ষা, প্রজ্ঞা এবং তাদের ধনসম্পদের জন্য অহংকারী হয়ে উঠেছে—হ্যাঁ, এরাই তারা যাদের তিনি ঘৃণা করেন; এবং যদি তারা এসব জিনিস ফেলে না দেয়, এবং ঈশ্বরের সামনে নিজেদেরকে বোকা মনে না করে, এবং নম্রতার গভীরে নেমে না আসে, তবে তিনি তাদের জন্য দরজা খুলবেন না।

৪৩ কিন্তু জ্ঞানী ও বিচক্ষণতার বিষয়গুলো তাদের কাছ থেকে চিরকাল লুকিয়ে রাখা হবে—হ্যাঁ, সেই সুখ যা ধার্মিকদের জন্য প্রস্তুত করা হয়।

৪৪ হে, আমার প্রিয় ভাইয়েরা, আমার কথা মনে রেখো। দেখো, আমি আমার বস্ত্র খুলেছি, এবং সেগুলো তোমাদের সামনে নাড়াচ্ছি; আমি আমার পরিত্রাতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেনো তাঁর সর্ব-অনুসন্ধানী চোখ দিয়ে আমাকে দেখেন; অতএব, তোমরা শেষ দিনে জানতে পারবে, যখন সকল মানুষদের তাদের কর্মের বিচার করা হবে, তখন ইস্রায়েলের ঈশ্বর সাক্ষ্য দেবেন যে, আমি আমার আত্মা থেকে তোমাদের অপরাধ ঝেড়ে ফেলেছি, এবং তখন আমি তাঁর সামনে উজ্জ্বলতা নিয়ে দাঁড়িয়ে আছি এবং তোমাদের রক্ত থেকে মুক্ত হয়েছি।

৪৫ হে, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা পাপ থেকে তোমাদের মন ফেরাও; তার শিকলগুলো খুলে দাও যা তোমাদেরকে শক্ত করে বেঁধে রাখবে; ঈশ্বরের কাছে এসো, যিনি তোমাদের পরিত্রাণের ভিত্তিপ্রস্তর।

৪৬ তোমাদের আত্মাকে সেই মহিমান্বিত দিনের জন্য প্রস্তুত করো, যখন ধার্মিকদের প্রতি ন্যায়বিচার করা হবে, যাতে বিচারের দিন, তোমরা যেনো ভয়ঙ্কর ভয়ে সঙ্কুচিত না হও; যাতে তোমরা তোমাদের ভয়ঙ্কর অপরাধকে নিখুঁতভাবে স্মরণ করতে না পারো, এবং বলতে বাধ্য হও: হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, পবিত্র, পবিত্র, তোমার বিচার—কিন্তু আমি আমার অপরাধ জানি; আমি তোমার আইন লঙ্ঘন করেছি, এবং আমার অপরাধ আমার; এবং শয়তান আমাকে হস্তগত করেছে, যাতে আমি তার ভয়াবহ দুর্দশার শিকার হই।

৪৭ কিন্তু দেখো, আমার ভাইয়েরা, এই বিষয়গুলোর এক ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে তোমাদেরকে আমার জাগিয়ে তোলা কি সমীচীন? আমি কি তোমাদের আত্মাকে অত্যন্ত কষ্ট দিতে পারি যদি তোমাদের মন বিশুদ্ধ হয়? যদি তোমরা পাপ থেকে মুক্ত হও তবে আমি কি তোমাদের কাছে সত্যের সরলতা অনুযায়ী স্পষ্ট থাকব না?

৪৮ দেখো, তোমরা যদি পবিত্র হতে তবে আমি তোমাদের কাছে পবিত্রতার কথাই বলতাম; কিন্তু যেহেতু তোমরা পবিত্র নও, এবং তোমরা আমাকে একজন শিক্ষক হিসেবে দেখছো, তাই এটা অবশ্যই সমীচীন হবে যেনো আমি তোমাদেরকে পাপের পরিণাম সম্বন্ধে শিক্ষা দিই।

৪৯ দেখো, আমার আত্মা পাপকে ঘৃণা করে, এবং আমার হৃদয় ধার্মিকতায় আনন্দিত হয়; এবং আমি আমার ঈশ্বরের পবিত্র নামের প্রশংসা করবো।

৫০ আমার ভাইয়েরা, যারা তৃষ্ণার্ত, তারা সবাই জলের কাছে আসো; আর যার কোনো অর্থ নেই, আসো ক্রয় করো এবং খাও; আসো বিনা পয়সায় এবং বিনামূল্যে দ্রাক্ষাসুরা ও দুগ্ধ ক্রয় করো।

৫১ অতএব, তার জন্য অর্থ ব্যয় করো না যার কোনো মূল্য নেই, এবং যা সন্তুষ্ট করতে পারে না তার জন্য তোমরা পরিশ্রম করো না। আমার কথা মনোযোগ সহকারে শোনো, এবং আমি যে কথাগুলো বলেছি তা স্মরণ করো; এবং ইস্রায়েলের পবিত্রতমের কাছে এসো, এবং যা ধ্বংস হয় না, নষ্ট হয় না সেই বিষয়ে আনন্দ করো, এবং তোমাদের আত্মাকে সম্পূর্ণ রুপে আনন্দিত হতে দাও।

৫২ দেখো, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা ঈশ্বরের বাক্য মনে রেখো; দিনে সর্বদা তাঁর কাছে প্রার্থনা করো এবং রাতে তাঁর পবিত্র নামের জন্য ধন্যবাদ জ্ঞাপন করো। তোমাদের হৃদয় আনন্দিত হোক।

৫৩ এবং দেখো প্রভুর চুক্তিগুলো কতো মহান, এবং মনুষ্য সন্তানদের প্রতি তাঁর অনুগ্রহ কতো মহান; এবং তাঁর মহত্ত্ব, তাঁর অনুগ্রহ ও করুণার কারণে, তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, আমাদের বংশধর সম্পূর্ণরূপে ধ্বংস হবে না, বরং তিনি তাদের রক্ষা করবেন; এবং ভবিষ্যৎ প্রজন্মের সময়ে তারা ইস্রায়েল বংশের জন্য একটা ধার্মিক শাখা হয়ে উঠবে।

৫৪ এবং এখন, আমার ভাইয়েরা, আমি তোমাদের উদ্দেশ্যে আরও কথা বলবো; কিন্তু আগামীকাল আমি তোমাদের কাছে আমার বাকি কথাগুলো ঘোষণা করবো। আমেন।

Print