ধর্মশাস্ত্র
১ নেফী ৫


অধ্যায় ৫

সারীয়াহ লেহীর বিরুদ্ধে অভিযোগ করেন—উভয়ই তাঁদের পুত্রদের ফিরে আসার জন্য উল্লাস করেন—তাঁরা বলি উৎসর্গ করেন—পিতলের ফলকগুলোতে মোশি এবং ভাববাদীদের লেখা রয়েছে—ফলকগুলো লেহীকে যোষেফের বংশধর হিসেবে চিহ্নিত করেন—লেহী তাঁর বংশধর এবং ফলকগুলো সংরক্ষণের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে, আমরা প্রান্তরে আমাদের পিতার কাছে নেমে আসার পরে, দেখো, তিনি আনন্দে পরিপূর্ণ হয়েছিলেন, এবং আমার মাতা, সারীয়াহও, অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কারণ তিনি সত্যিই আমাদের জন্য শোক করেছিলেন।

কারণ তিনি ভেবেছিলেন যে আমরা প্রান্তরে মারা গেছি; এবং তিনি আরও আমার পিতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁকে বলেছিলেন যে তিনি একজন দার্শনিক মানুষ; বলেছিলেন: দেখেন আপনি আমাদের উত্তরাধিকারের ভূমি থেকে আমাদের বের করে এনেছেন, এবং আমার পুত্ররা আর নেই, এবং আমরা প্রান্তরে ধ্বংস হয়ে যাবো।

এবং এই প্রকার কথার মাধ্যমে আমার মাতা আমার পিতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

এবং এটা ঘটলো যে, আমার পিতা তাঁকে বললেন: আমি জানি যে, আমি একজন দার্শনিক মানুষ; কারণ আমি যদি দর্শনে ঈশ্বরের বিষয়গুলো না দেখতাম, তাহলে আমি ঈশ্বরের সদগুণ সম্পর্কে জানতে পারতাম না, বরং যিরূশালেমে থেকে যেতাম, এবং আমার ভাইদের সঙ্গে ধ্বংস হয়ে যেতাম।

কিন্তু দেখো, আমি প্রতিশ্রুত ভূমি পেয়েছি, যে কারণে আমি উল্লাস করি; হ্যাঁ, এবং আমি জানি যে প্রভু আমার পুত্রদের লাবানের হাত থেকে উদ্ধার করবেন, এবং প্রান্তরে তাদেরকে আবার আমাদের কাছে নামিয়ে আনবেন।

এবং এই প্রকার কথার মাধ্যমে আমার পিতা, লেহী, আমার মাতা, সরীয়াহকে, আমাদের সম্বন্ধে সান্ত্বনা দিয়েছিলেন, যখন আমরা প্রান্তর দিয়ে উপরে যিরূশালেমের ভূমি পর্যন্ত যাত্রা করেছিলাম, যিহূদীদের নথিগুলো পাওয়ার জন্য।

এবং যখন আমরা আমার পিতার তাঁবুতে ফিরে এলাম, দেখো, তাঁদের আনন্দ পরিপূর্ণ হয়েছিলো, এবং আমার মাতা সান্ত্বনা পেয়েছিলেন।

এবং তিনি বললেন: এখন আমি নিশ্চিতভাবে জানি যে, প্রভু আমার স্বামীকে প্রান্তরে পালিয়ে যেতে আজ্ঞা করেছেন; হ্যাঁ, এবং আমি আরও নিশ্চিতভাবে জানি যে, প্রভু আমার পুত্রদের রক্ষা করেছেন এবং লাবানের হাত থেকে তাদের উদ্ধার করেছেন, এবং প্রভু তাদের যা আজ্ঞা করেছেন তা সম্পন্ন করতে তাদের ক্ষমতা দিয়েছেন। এবং এই প্রকারে তিনি কথা বলেছিলেন।

এবং এটা ঘটলো যে, তাঁরা অত্যন্ত উল্লসিত হয়েছিলেন, এবং প্রভুর উদ্দেশ্যে বলি ও পোড়ানো নৈবেদ্য উৎসর্গ করেছিলেন; এবং তাঁরা ইস্রায়েলের ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন।

১০ এবং ইস্রায়েলের ঈশ্বরকে ধন্যবাদ জানানোর পর, আমার পিতা, লেহী, পিতলের ফলকে খোদাই করা নথিগুলো নিয়েছিলেন, এবং তিনি শুরু থেকে সেগুলো অনুসন্ধান করেছিলেন।

১১ এবং তিনি লক্ষ্য করে দেখলেন যে সেগুলোতে মোশির পাঁচটা পুস্তক রয়েছে, যা পৃথিবীর সৃষ্টির একটা লিখিত বিবরণ দিয়েছে, এবং আদম ও হবারও, যারা আমাদের প্রথম পিতা-মাতা ছিলেন;

১২ এবং এছাড়াও শুরু থেকে যিহূদীদের একটা নথি, এমনকি যিহূদার রাজা, সিদিকিয়ের রাজত্বের শুরু পর্যন্ত;

১৩ এবং শুরু থেকে পবিত্র ভাববাদীদের ভবিষ্যদ্বাণীও, এমনকি সিদিকিয়ের রাজত্বেকালের শুরু পর্যন্ত; এবং আরও অনেক ভবিষ্যদ্বাণী যা যিরমিয়ের দ্বারা বলা হয়েছে।

১৪ এবং এটা ঘটলো যে, আমার পিতা লেহী পিতলের ফলকগুলোতে তার পূর্বপুরুষদের একটা বংশবৃতান্তও খুঁজে পেয়েছিলেন; অতএব তিনি জানতেন যে তিনি যোষেফের একজন বংশধর; হ্যাঁ, এমনকি সেই যোষেফ যিনি যাকোবের পুত্র ছিলেন, যাকে মিশরে বিক্রি করে দিয়েছিলো, এবং যিনি প্রভুর হাতে সংরক্ষিত হয়েছিলেন, যাতে তিনি তাঁর পিতা, যাকোবকে এবং তাঁর সমস্ত পরিবারকে দুর্ভিক্ষে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে পারেন।

১৫ এবং তাদেরকে আরও বন্দীদশার বাইরে ও মিশরের ভূমি থেকে বের করে আনা হয়েছিলো, সেই একই ঈশ্বরের দ্বারা, যিনি তাদের রক্ষা করেছিলেন।

১৬ এবং এইভাবে আমার পিতা, লেহী, তাঁর পিতৃপুরুষদের বংশবৃতান্ত আবিষ্কার করেছিলেন। এবং লাবানও যোষেফের বংশধর ছিলো, সেইজন্য সে ও তার পূর্বপুরুষরা নথিগুলো রেখেছিলো।

১৭ এবং এখন যখন আমার পিতা এই সব কিছু দেখেছিলেন, তিনি আত্মাতে পরিপূর্ণ হয়েছিলেন, এবং তাঁর বংশধরদের বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছিলেন—

১৮ যেন পিতলের এই ফলকগুলো সমস্ত জাতিসমূহ, সম্প্রদায়, ভাষার, এবং মানুষ যারা তাঁর বংশধর ছিলো তাদের কাছে দেওয়া হয়।

১৯ অতএব, তিনি বলেছিলেন যে এই পিতলের ফলকগুলো কখনই ধ্বংস হবে না; সময়ের সাথে সেগুলো বিলীনও হবে না। এবং তিনি তাঁর বংশধরদের ব্যাপারে অনেক কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন।

২০ এবং এটা ঘটলো যে, এই সময় পর্যন্ত আমি এবং আমার পিতা, প্রভু আমাদের যে আজ্ঞা দিয়েছিলেন তা পালন করেছি।

২১ এবং প্রভুর আজ্ঞা অনুসারে আমরা নথিগুলো লাভ করেছিলাম, এবং আমরা সেগুলো অনুসন্ধান করে দেখেছিলাম এবং বুঝেছিলাম যে সেগুলো আকাঙ্খিত ছিলো; হ্যাঁ, এমনকি আমাদের কাছে অনেক মূল্যবান, যাতে আমরা আমাদের সন্তানদের জন্য প্রভুর আজ্ঞাসকল সংরক্ষণ করতে পারি।

২২ অতএব, এটা ছিলো প্রভুর জ্ঞান অনুসারে যাতে, আমরা প্রতিশ্রুত ভূমির দিকে যাত্রা করার সময়ে, আমরা সেগুলোকে আমাদের সাথে করে নিয়ে যাই।

Print