ধর্মশাস্ত্র
১ নেফী ২


অধ্যায় ২

লেহী তাঁর পরিবারকে লোহিত সাগরের ধারে প্রান্তরে নিয়ে যান—তারা তাদের সম্পত্তি ছেড়ে যায়—লেহী প্রভুর কাছে একটা বলি উৎসর্গ করেন এবং তাঁর পুত্রদের আজ্ঞা পালন করতে শেখান—লামান এবং লেমুয়েল তাদের পিতার বিরুদ্ধে বচসা করে—নেফী বাধ্য এবং বিশ্বাসের সাথে প্রার্থনা করেন; প্রভু তাঁর সঙ্গে কথা বলেন, এবং তাকে তাঁর ভাইদের উপর শাসন করার জন্য মনোনীত করা হয়। প্রায় ৬০০ খ্রীষ্টপূর্বাব্দে

কারণ দেখো, এটা ঘটলো যে, প্রভু আমার পিতার সাথে কথা বললেন, হ্যাঁ, এমনকি একটা স্বপ্নের মাধ্যমে, এবং তাঁকে বললেন: তুমি যা করেছো তার জন্য, তুমি ধন্য লেহী; এবং যেহেতু তুমি বিশ্বস্ত ছিলে এবং আমি তোমাকে যা আজ্ঞা দিয়েছিলাম তা এই মানুষদের কাছে ঘোষণা করেছো, দেখো, তারা তোমার জীবন কেড়ে নিতে চায়।

এবং এটা ঘটলো যে, প্রভু এমনকি স্বপ্নেও আমার পিতাকে আজ্ঞা করেছিলেন যে, তিনি যেন তাঁর পরিবারকে নিয়ে প্রান্তরে চলে যান।

এবং এটা ঘটলো যে, তিনি প্রভুর কথার বাধ্য হলেন, তাই তিনি প্রভুর আজ্ঞা অনুসারে কাজ করেছিলেন।

এবং এটা ঘটলো যে, তিনি প্রান্তরে চলে গেলেন। এবং তিনি তাঁর বাড়ি, ও তাঁর উত্তরাধিকারের জমি, ও তাঁর সোনা, ও তাঁর রূপা এবং তাঁর বহুমূল্যবান জিনিসপত্র ছেড়ে দিয়েছিলেন এবং তাঁর পরিবার, খাবার, এবং তাঁবু ছাড়া কিছুই সঙ্গে নেননি, এবং প্রান্তরে চলে গেলেন।

এবং তিনি লোহিত সাগরের তীরের কাছে সীমানা দিয়ে নেমে আসলেন; এবং তিনি প্রান্তরে লোহিত সাগরের নিকটবর্তী সীমানায় যাত্রা করেছিলেন; এবং তিনি তাঁর পরিবারের সাথে প্রান্তরে যাত্রা করেছিলেন, যেখানে আমার মা, সারীয়াহ, এবং আমার বড় ভাইয়েরা ছিলো, যাদের নাম লামান, লেমুয়েল, এবং সাম।

এবং এটা ঘটলো যে, তিনি প্রান্তরে তিন দিন যাত্রা করে নদীর জলের ধারে একটা উপত্যকায় তাঁবু স্থাপন করলেন।

এবং এটা ঘটলো যে, তিনি পাথরের একটা বেদী তৈরি করলেন, এবং প্রভুর উদ্দেশে উৎসর্গ দিলেন, এবং আমাদের প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।

এবং এটা ঘটলো যে, তিনি নদীর নাম লামান রাখলেন, এবং এটা লোহিত সাগরে খালি হতো; এবং উপত্যকাটা তার প্রান্তমুখের সীমানায় ছিলো।

এবং যখন আমার পিতা দেখলো যে নদীর জল লোহিত সাগরের উৎসে খালি হয়ে গেছে, তখন তিনি লামানকে বলেছিলেন: ওহে, আমি আশা করি তুমি এই নদীর মত হও, যা সর্বদা সমস্ত ধার্মিকতার উৎসে বয়ে চলেছে!

১০ এবং সে লেমুয়েলকেও বলেছিলেন: ওহে, আমি আশা করি তুমি এই উপত্যকার মতো হও, দৃঢ় ও অটল, এবং প্রভুর আজ্ঞা পালনে অবিচল হও!

১১ এখন তিনি এই কথা বলেছিলেন লামান ও লেমুয়েলের জেদের কারণে; কারণ দেখো তারা তাদের পিতার বিরুদ্ধে অনেক কিছু নিয়ে বচসা করেছিলো, কারণ তিনি একজন দার্শনিক মানুষ ছিলেন, এবং তাদের যিরূশালেমের ভূমি থেকে বের করে এনেছিলেন, তাদের উত্তরাধিকারের ভূমি, ও তাদের সোনা, ও তাদের রূপা, এবং তাদের মূল্যবান জিনিসগুলো ছেড়ে আসতে, প্রান্তরে ধ্বংস হতে। এবং তারা বলেছিলো যে তিনি তাঁর হৃদয়ের মূর্খ কল্পনার কারণে এটা করেছেন।

১২ এবং এইভাবে লামান এবং লেমুয়েল, সর্বজ্যেষ্ঠ হওয়ার কারণে, তাদের পিতার বিরুদ্ধে বচসা করেছিলো। এবং তারা বচসা করছিলো কারণ তারা সেই ঈশ্বরের কাজসমূহ জানতো না যিনি তাদের সৃষ্টি করেছেন।

১৩ তারা বিশ্বাসও করেনি যে যিরূশালেম, সেই মহান শহর, ভাববাদীদের কথা অনুসারে ধ্বংস হতে পারে। এবং তারা যিরূশালেমে থাকা যিহূদীদের মতো ছিলো, যারা আমার পিতার জীবন কেড়ে নিতে চেয়েছিলো।

১৪ এবং এটা ঘটলো যে, আমার পিতা লেমুয়েলের উপত্যকায় তাদের সাথে কথা বলেছিলেন, শক্তির সাথে, আত্মায় পূর্ণ হয়ে, যতক্ষণ না তাদের শরীর তাঁর সামনে কাঁপছিলো। এবং তিনি তাদের অপমান করলেন, তারা তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস করলো না; সেইজন্য, তিনি যেমন আজ্ঞা করেছিলেন তারা তাই করলো।

১৫ এবং আমার পিতা তাঁবুতে বসবাস করতেন।

১৬ এবং এটা ঘটলো যে, আমি, নেফী, অত্যন্ত অল্পবয়সী ছিলাম, তবুও উচ্চতায় বড়ো ছিলাম, এবং ঈশ্বরের রহস্য জানার প্রবল ইচ্ছাও ছিলো, তাই আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম; এবং দেখো তিনি আমাকে প্রভাবিত করেছিলেন, এবং আমার হৃদয়কে কোমল করেছেন যে আমি আমার পিতার দ্বারা বলা সমস্ত কথা বিশ্বাস করেছিলাম; তাই, আমি আমার ভাইদের মতো তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করিনি।

১৭ এবং আমি সামের সাথে কথা বলেছিলাম, প্রভু তাঁর পবিত্র আত্মার দ্বারা আমার কাছে যা কিছু প্রকাশ করেছিলেন তা তাকে জানিয়েছিলাম। এবং এটা ঘটলো যে, সে আমার কথায় বিশ্বাস করেছিলো।

১৮ কিন্তু, দেখো, লামান ও লেমুয়েল আমার কথাগুলো শুনলো না; এবং তাদের হৃদয়ের কঠোরতার জন্য দুঃখিত হয়ে আমি তাদের জন্য প্রভুর কাছে মিনতি করলাম।

১৯ এবং এটা ঘটলো যে, প্রভু আমার সাথে কথা বললেন: নেফী, তুমি ধন্য, তোমার বিশ্বাসের কারণে, কারণ তুমি আমাকে অধ্যবসায়ের সাথে, নম্র হৃদয়ের সাথে অন্বেষণ করেছো।

২০ এবং যদি তোমরা আমার আজ্ঞা পালন করো, তোমরা সমৃদ্ধি লাভ করতে পারবে, এবং তোমাদের প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যাওয়া হবে; হ্যাঁ, এমন একটা ভূমি যা আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি; হ্যাঁ, একটা ভূমি যা অন্য সব ভূমির উপরে বাছাইকৃত।

২১ এবং তোমার ভাইয়েরা যদি তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে, প্রভুর উপস্থিতি থেকে তাদের বিচ্ছিন্ন করা হবে।

২২ এবং যদি তুমি আমার আজ্ঞা পালন করো, তোমাকে তোমার ভাইদের উপরে একজন শাসক ও শিক্ষক করা হবে।

২৩ কারণ দেখো, যেদিন তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আমি তাদের অভিশাপ দেব এমনকি একটা কষ্টদায়ক অভিশাপের সাথে, এবং তোমার বংশের উপর তাদের কোন ক্ষমতা থাকবে না, যদিনা তারাও আমার বিরুদ্ধে বিদ্রোহ করে।

২৪ এবং যদি এমন হয় যে তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তারা তোমার বংশের বিরুদ্ধে একটা চাবুক হবে, তাদের মনে রাখার পথকে উত্তেজিত করার জন্য।

Print