অধ্যায় ৩
লেহীর পুত্ররা পিতলের ফলকগুলো পেতে যিরূশালেমে ফিরে যায়—লাবান ফলকগুলো দিতে অস্বীকার করে—নেফী তার ভাইদেরকে পরামর্শ দেন এবং উৎসাহিত করেন—লাবান তাদের সম্পত্তি চুরি করে এবং তাদের হত্যা করার চেষ্টা করে—লামান এবং লেমুয়েল নেফী এবং সামকে আঘাত করে এবং একজন স্বর্গদূত দ্বারা তিরস্কৃত হয়। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো যে, আমি, নেফী, প্রভুর সাথে কথা বলে, আমার পিতার তাঁবুতে ফিরে গেলাম।
২ এবং এটা ঘটলো যে, তিনি আমাকে বলেছিলেন: দেখো, আমি একটা স্বপ্ন দেখেছি, যেটাতে প্রভু আমাকে আজ্ঞা দিয়েছেন যে, তুমি ও তোমার ভাইয়েরা যিরূশালেমে ফিরে যাবে।
৩ কারণ দেখো, লাবানের কাছে যিহূদীদের নথি আছে এবং আমার পূর্বপুরুষদের বংশবৃতান্তও আছে, এবং সেগুলো পিতলের ফলকে খোদাই করা আছে।
৪ অতএব, প্রভু আমাকে আজ্ঞা করেছেন যে তুমি এবং তোমার ভাইদের লাবানের ঘরে যেতে হবে, এবং নথিগুলো খুঁজতে হবে, এবং সেগুলো এখানে প্রান্তরে নিয়ে আসতে হবে।
৫ এবং এখন, দেখো তোমার ভাইয়েরা বচসা করছে, বলছে এটা একটা কঠিন জিনিস যা আমি তাদের কাছ থেকে চেয়েছি; কিন্তু দেখো আমি তাদের কাছে এটা চাইনি, কিন্তু এটা প্রভুর একটা আজ্ঞা।
৬ অতএব, আমার পুত্র, যাও, এবং তুমি প্রভুর অনুগ্রহ পাবে, কারণ তুমি বচসা করোনি।
৭ এবং এটা ঘটলো যে, আমি, নেফী, আমার পিতাকে বলেছিলাম: আমি যাবো এবং প্রভু যা আজ্ঞা করেছেন সেগুলো করবো, কারণ আমি জানি যে প্রভু মনুষ্য সন্তানদের কোনো আদেশ দেন না, তিনি তাদের জন্য পথ প্রস্তুত না করে, যাতে তিনি তাদের যা আজ্ঞা করেন তা তারা সম্পন্ন করতে পারে।
৮ এবং এখন এটা ঘটলো যে, আমার পিতা যখন এই কথাগুলো শুনেছিলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কারণ তিনি জানতেন যে আমি প্রভুর আশীর্বাদ পেয়েছি।
৯ এবং আমি, নেফী এবং আমার ভাইয়েরা প্রান্তরে, আমাদের তাঁবু নিয়ে, উপরে যিরূশালেমের ভূমিতে যাওয়ার জন্য আমরা যাত্রা করেছিলাম।
১০ এবং এখন এটা ঘটলো যে, আমরা যখন উপরে যিরূশালেমের ভূমিতে পৌঁছেছিলাম, তখন আমি ও আমার ভাইয়েরা পরস্পরের সঙ্গে পরামর্শ করেছিলাম।
১১ এবং আমরা গুলিবাঁট করলাম—আমাদের মধ্যে কে লাবানের ঘরে যাবে। এবং এটা ঘটলো যে, গুলিবাঁটে লামান বাছাইকৃত হল; এবং লামান লাবানের ঘরে গেল, এবং সে তার ঘরে বসে তার সাথে কথা বললো।
১২ এবং সে লাবানের কাছে পিতলের ফলকে খোদাই করা নথিগুলো চেয়েছিলো, যেটাতে আমার পিতার বংশবৃতান্ত রয়েছে।
১৩ এবং দেখো, এটা ঘটলো যে, লাবান রেগে গেল, এবং তাকে তার সামনে থেকে তাড়িয়ে দিলো; এবং সে তার কাছে নথিগুলো দিতে চাইল না। অতএব, সে তাকে বললো: দেখো তুমি একজন দস্যু, এবং আমি তোমাকে হত্যা করবো।
১৪ কিন্তু লামান তার উপস্থিতি থেকে পালিয়ে গেল, এবং লাবান যা কিছু করেছিলো, তা আমাদের কাছে বললো। এবং আমরা অত্যন্ত দুঃখিত হতে লাগলাম, এবং আমার ভাইয়েরা প্রান্তরে আমার পিতার কাছে প্রায় ফিরে যাচ্ছিল।
১৫ কিন্তু দেখো আমি তাদেরকে বললাম যে: জীবন্ত প্রভুর দিব্যি, এবং আমার দিব্যি, প্রভু যে আজ্ঞা আমাদের দিয়েছেন তা সম্পন্ন না করা পর্যন্ত আমরা প্রান্তরে আমাদের পিতার কাছে যাবো না।
১৬ অতএব, চলো আমরা প্রভুর আজ্ঞা পালনে বিশ্বস্ত হই; তাই চলো আমরা আমাদের পিতার উত্তরাধিকারের ভূমিতে যাই, কারণ দেখো তিনি সোনা ও রূপা, এবং সমস্ত রকমের ধনসম্পদ রেখে গেছেন। এবং প্রভুর আজ্ঞার জন্য তিনি এই সব কিছু করেছেন।
১৭ কারণ তিনি জানত যে যিরূশালেম অবশ্যই ধ্বংস হবে, মানুষের মন্দতার কারণে।
১৮ কারণ দেখো, তারা ভাববাদীদের বাক্য গ্রহণ করতে অস্বীকার করেছে। অতএব, আমার পিতাকে ভূমি থেকে পালানোর আজ্ঞা দেওয়ার পরেও তিনি যদি ভূমিতে বসবাস করতেন, দেখো, তিনিও ধ্বংস হয়ে যেতেন। অতএব, ভূমি ছেড়ে পালিয়ে যাওয়াটাই তাঁর আবশ্যক।
১৯ এবং দেখো, এটা ঈশ্বরের জ্ঞান অনুসারে যে, আমরা এই নথিগুলো পেয়েছি, যাতে আমরা আমাদের সন্তানদের জন্য আমাদের পিতৃপুরুষদের ভাষা সংরক্ষণ করতে পারি;
২০ এবং আরও যাতে আমরা তাদের জন্য সকল পবিত্র ভাববাদীদের মুখে বলা সেই সমস্ত বাক্যগুলো সংরক্ষণ করতে পারি, যা ঈশ্বরের আত্মা ও ক্ষমতার দ্বারা তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, জগতের শুরু থেকে, এমনকি এই বর্তমান সময় পর্যন্ত।
২১ এবং এটা ঘটলো যে, এই প্রকারে কথা বলে আমি আমার ভাইদের বোঝালাম, যাতে তারা ঈশ্বরের আজ্ঞা পালনে বিশ্বস্ত হতে পারে।
২২ এবং এটা ঘটলো যে, আমরা আমাদের উত্তরাধিকারের ভূমিতে গেলাম, এবং আমরা আমাদের সোনা, ও আমাদের রূপা, এবং আমাদের বহুমূল্যবান জিনিসগুলো একত্রিত করেছিলাম।
২৩ এবং এই সব একত্র করার পর, আমরা আবার উপরে লাবানের ঘরে গেলাম।
২৪ এবং এটা ঘটলো যে, আমরা লাবানের কাছে গেলাম এবং তাকে অনুরোধ করলাম যাতে সে আমাদের কাছে পিতলের ফলকে খোদাই করা নথিগুলো আমাদের দেয়, যার জন্য আমরা তাকে আমাদের সোনা, ও আমাদের রূপা, এবং আমাদের সমস্ত বহুমূল্যবান জিনিসগুলো দেবো।
২৫ এবং এটা ঘটলো যে, যখন লাবান আমাদের সম্পত্তি দেখতে পেলো, এবং যে সেগুলো অত্যধিক পরিমাণে ছিলো, সে সেগুলোর প্রতি লোভ করলো, এমন কি সে আমাদের তাড়িয়ে দিলো এবং আমাদের হত্যা করার জন্য তার দাসদের পাঠালো, যাতে সে আমাদের সম্পত্তি পেতে পারে।
২৬ এবং এটা ঘটলো যে, আমরা লাবানের দাসদের সামনে থেকে পালিয়ে গেলাম, এবং আমরা আমাদের সম্পত্তি রেখে যেতে বাধ্য হয়েছিলাম, এবং সেগুলো লাবানের হাতে পড়েছিলো।
২৭ এবং এটা ঘটলো যে, আমরা প্রান্তরে পালিয়ে গিয়েছিলাম, এবং লাবানের দাসেরা আমাদের ধরতে পারেনি, এবং আমরা নিজেদেরকে একটা পাথরের গুহায় লুকিয়ে রেখেছিলাম।
২৮ এবং এটা ঘটলো যে, লামান আমার উপর রেগে গিয়েছিলো, এবং আমার পিতার উপরেও; এবং লেমুয়েলও, কারণ সে লামানের কথা শুনেছিলো। সেই কারণে, লামান এবং লেমুয়েল আমাদের কাছে, অর্থাৎ তাদের ছোট ভাইদের কাছে, অনেক অসন্তোষজনক কথা বলেছিলো, এবং তারা আমাদের লাঠি দিয়েও আঘাত করেছিলো।
২৯ এবং এটা ঘটলো যে, যখন তারা আমাদের লাঠি দিয়ে আঘাত করেছিলো, দেখো, প্রভুর একজন স্বর্গদূত এসে তাদের সামনে দাঁড়ালেন, এবং তিনি তাদের সাথে কথা বললেন: তোমরা কেন তোমাদের ছোট ভাইকে লাঠি দিয়ে আঘাত করছো? তোমরা কি জানো না যে প্রভু তাঁকে তোমাদের ওপর শাসক হিসেবে মনোনীত করেছেন, আর এটা তোমাদের অন্যায় কাজের জন্য? দেখো, তোমরা আবার যিরূশালেমে যাবে, এবং প্রভু লাবানকে তোমাদের হাতে তুলে দেবেন।
৩০ এবং স্বর্গদূত আমাদের সাথে কথা বলার পর, তিনি চলে গেলেন।
৩১ এবং স্বর্গদূত চলে যাওয়ার পর, লামান ও লেমুয়েল আবার বচসা করতে লাগলো, বললো: এটা কিভাবে সম্ভব যে প্রভু লাবানকে আমাদের হাতে তুলে দেবেন? দেখো, সে একজন পরাক্রমশালী লোক, এবং সে পঞ্চাশ জনকে আদেশ দিতে পারে, হ্যাঁ, সে পঞ্চাশ জনকে হত্যাও করতে পারে; তাহলে আমাদেরকে কেন করবে না?