অধ্যায় ৯
নেফী দুটো নথি তৈরি করেন—প্রত্যেকটাকে নেফীর ফলক বলা হয়—বড় ফলকে একটা ধর্মনিরপেক্ষ ইতিহাস রয়েছে; ছোটটা প্রাথমিকভাবে পবিত্র জিনিস নিয়ে আলোচনা করে। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং আমার পিতা এই সমস্ত কিছুই দেখেছেন, ও শুনেছেন, এবং বলেছেন, যখন তিনিলেমুয়েল উপত্যকায়, একটা তাঁবুতে বাস করতেন, এবং আরও অনেক কিছু যা এই ফলকে লেখা যাবে না।
২ এবং এখন, আমি যেমন এই ফলকগুলির বিষয়ে কথা বলেছি, দেখো এগুলি সেই ফলক নয় যেগুলির উপর আমি আমার লোকেদের ইতিহাসের সম্পূর্ণ বিবরণ লিখবো; কারণ যে ফলকের উপর আমি আমার লোকেদের পূর্ণ বিবরণ দিই, আমি তার নাম নেফী দিয়েছি; সেইজন্য, আমার নিজের নাম অনুসারে, তাদেরকে নেফীর ফলক বলা হয়; এবং এই ফলকগুলিকেও নেফীর ফলক বলা হয়।
৩ তবুও, আমি প্রভুর আজ্ঞা পেয়েছি যে আমি এই ফলকগুো তৈরি করি, বিশেষ উদ্দেশ্যের জন্য যাতে আমার লোকদের পরিচর্যার একটা লিখিত বিবরণ খোদাই থাকে।
৪ অন্যান্য ফলকের উপরে রাজাদের রাজত্বকাল, এবং আমার লোকদের যুদ্ধ ও বিবাদের বিবরণ খোদাই করা থাকবে; কিন্তু এই ফলকগুলো প্রধানত পরিচর্যার জন্য; এবং অন্যান্য ফলকগুলো প্রধানত রাজাদের রাজত্বের এবং আমার লোকদের যুদ্ধ এবং বিবাদের জন্য।
৫ সেইজন্য, প্রভু আমাকে এই ফলকগুলো তাঁর একটা জ্ঞানময় উদ্দেশ্যের জন্য তৈরি করার আদেশ দিয়েছেন, যার উদ্দেশ্য আমি জানি না।
৬ কিন্তু প্রভু সব কিছু জানেন শুরুর থেকেই; অতএব, তিনি মনুষ্য সন্তানদের মধ্যে তাঁর সমস্ত কাজ সম্পন্ন করার জন্য একটা উপায় প্রস্তুত করেন; কারণ দেখো, তাঁর সমস্ত কথা পূর্ণ করার সমস্ত ক্ষমতা তাঁরই আছে। এবং এইভাবে এটা হয়। আমেন।