ধর্মশাস্ত্র
১ নেফী ৮


অধ্যায় ৮

লেহী জীবন বৃক্ষের একটা দর্শন দেখেন—তিনি বৃক্ষটার ফল খেলেন এবং ইচ্ছে প্রকাশ করেন যেনো তাঁর পরিবারও একই জিনিস করে—তিনি লোহার একটা রড, একটা সঙ্কীর্ণ ও দুর্গম পথ, এবং অন্ধকারের কুয়াশা দেখেন যা মানুষকে ঢেকে রাখে—সারীয়াহ, নেফী, এবং সাম ফলটা খেলেন, কিন্তু লামান এবং লেমুয়েল তা গ্রহণ করে না। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে, আমরা সব রকমের এবং সকল প্রকারের বীজ, সব রকমের শস্য, এবং সব রকমের ফলের বীজ উভয়ই একত্র করেছিলাম।

এবং এটা ঘটলো যে, যখন আমার পিতা প্রান্তরে অপেক্ষা করছিলেন, তখন তিনি আমাদেরকে বললেন: দেখো, আমি একটা স্বপ্ন দেখেছি; বা, অন্য কথায়, আমি একটা দর্শন দেখেছি।

এবং দেখো, আমি যা দেখেছি তাতে নেফী ও সামের জন্য প্রভুতে আনন্দ করার কারণ আছে; কারণ আমার বিশ্বাস করার কারণ আছে যে তারা এবং তাদের অনেক বংশধরও, রক্ষা পাবে।

কিন্তু দেখো, লামান ও লেমুয়েল, তোমাদের জন্য আমি খুব ভয় পাই; কেননা দেখো, আমার মনে হয় আমি আমার স্বপ্নে, একটা অন্ধকার ও নির্জন প্রান্তর দেখেছি।

এবং এটা ঘটলো যে, আমি একজন লোককে দেখলাম, এবং তিনি একটা সাদা পোশাক পরা ছিলেন; এবং তিনি আমার সামনে এসে দাঁড়ালেন।

এবং এটা ঘটলো যে, তিনি আমার সাথে কথা বললেন, এবং আমাকে বললেন তাঁকে অনুসরন করতে।

এবং এটা ঘটলো যে আমি যখন তাকে অনুসরণ করছিলাম তখন আমি নিজেকে দেখতে পেলাম যে, আমি একটা অন্ধকার এবং ভয়ঙ্কর বর্জ্যের মধ্যে রয়েছি।

এবং আমি অন্ধকারে অনেক ঘন্টার সময়কাল ধরে ভ্রমণ করার পরে, আমি প্রভুর কাছে প্রার্থনা করতে শুরু করেছিলাম যে, তিনি তাঁর অসীম করুণা অনুসারে আমায় করুণা করবেন।

এবং এটা ঘটলো যে, প্রভুর কাছে প্রার্থনা করার পরে আমি একটা বড় এবং প্রশস্ত মাঠ দেখতে পেলাম।

১০ এবং এটা ঘটলো যে, আমি একটা গাছ দেখলাম, কাউকে খুশি করতে যেটার ফল লোভনীয় ছিলো।

১১ এবং এটা ঘটলো যে, আমি গিয়ে সেটার ফল খেয়েছিলাম; এবং আমি দেখলাম যে, এটা সবচেয়ে মিষ্টি ছিলো, যে সকল আমি আগে খেয়েছি তারও উর্দ্ধে। হ্যাঁ, এবং আমি দেখলাম যে, এর ফলটা সাদা, আমি আগে যতো সাদা দেখেছি তারও উর্দ্ধে।

১২ এবং আমি যখন এর ফল খেয়েছিলাম তখন এটা আমার আত্মাকে অত্যন্ত আনন্দে পূর্ণ করেছিলো; তাই, আমি আকাঙ্ক্ষিত হতে লাগলাম যে আমার পরিবারও এতে অংশ নেবে; কারণ আমি জানতাম যে, এটা অন্য সকল ফলের চেয়ে লোভনীয় ছিলো।

১৩ এবং যখন আমি আমার চারপাশে দৃষ্টিপাত করলাম, যেনো আমি আমার পরিবারকেও দেখতে পারি, আমি তখন একটি জলের নদী দেখতে পেলাম; এবং তা প্রবাহিত হচ্ছিলো, এবং যে গাছের ফল আমি খাচ্ছিলাম সেই গাছের নিকটেই তা ছিলো।

১৪ এবং আমি দেখতে লাগলাম কোথা থেকে তা এসেছে; এবং আমি দেখলাম যে তার মাথা কিছুটা দূরে; এবং এটার উৎসের নিকটে আমি তোমার মা সারীয়াহ, এবং স্যাম, এবং নেফিকে দেখলাম; এবং তারা এমনভাবে দাঁড়িয়ে ছিলো যেনো তারা জানে না কোথায় তাদের যেতে হবে।

১৫ এবং এটা ঘটলো যে, আমি তাদের দিকে হাত নেড়ে ইশারা করলাম; এবং আমি আরও তাদের উচ্চস্বরে বললাম যে তারা আমার কাছে আসুক, এবং সেই ফলটা গ্রহণ করুক, যা অন্য সকল ফলের চেয়ে লোভনীয় ছিলো।

১৬ এবং এটা ঘটলো যে তারা আমার কাছে এলো এবং ফলটাও খেলো।

১৭ এবং এটা ঘটলো যে, আমি আকাঙ্ক্ষা করছিলাম লামান এবং লেমুয়েলও এসে ফলটা গ্রহণ করবে; তাই, আমি নদীর মাথার দিকে দৃষ্টিপাত করলাম, যেনো আমি তাদের দেখতে পারি।

১৮ এবং এটা ঘটলো যে, আমি তাদের দেখতে পেলাম, কিন্তু তারা আমার কাছে এসে ফলটা খেলো না।

১৯ এবং আমি লোহার একটা রড দেখলাম, এবং এটা নদীর তীর ধরে প্রসারিত হয়েছিলো, এবং আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে ছিলাম সেটার নিকটে তা নিয়ে যায়।

২০ এবং আমি একটা সঙ্কীর্ণ ও দুর্গম পথও দেখলাম, যেটা লোহার রডের পাশ দিয়ে চলে গেছে, এমনকি আমি যে গাছের পাশে দাঁড়িয়েছিলাম সেটা অবদি; এবং নদীর উৎসের পাশ দিয়ে এটা একটা বিশাল এবং প্রশস্ত মাঠের দিকে চলে গেছে, যেনো তা একটা জগত ছিলো।

২১ এবং আমি লোকের অগণিত সমাবেশ দেখেছি, যাদের মধ্যে অনেকেই এগিয়ে যাচ্ছিলো, যাতে তারা সেই পথটা পেতে পারে যা গাছটার কাছে নিয়ে যেতে পারে যার পাশে আমি দাঁড়িয়েছিলাম।

২২ এবং এটা ঘটলো যে, তারা এগিয়ে গেলো, এবং গাছটার দিকে যেই পথ যায়, তাতে গমন করা শুরু করলো।

২৩ এবং এটা ঘটলো যে একটা অন্ধকারের কুয়াশা উঠলো; হ্যাঁ, এমনকি একটা অত্যন্ত ঘনো অন্ধকারের কুয়াশা, এতটাই যে যারা সেই পথে যাত্রা শুরু করেছিলো তারা তাদের পথ হারালো, ফলে তারা অন্য পথে এগিয়ে গেলো এবং হারিয়ে গেলো।

২৪ এবং এটা ঘটলো যে, আমি অন্যদের এগিয়ে যেতে দেখলাম, এবং তারা এগিয়ে এসে লোহার রডের প্রান্তটা ধরলো; এবং তারা অন্ধকারের কুয়াশা ভেদ করে এগিয়ে চললো, লোহার রডটাকে আঁকড়ে ধরে, এমনকি যতক্ষণ না তারা এগিয়ে এসে গাছের ফলটা খেলো।

২৫ এবং গাছের ফলটা খাবার পর তারা চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলো যেনো তারা লজ্জিত হয়েছে।

২৬ ‌এবং আমিও চারিদিকে দৃষ্টিপাত করলাম, আর দেখলাম, জলের নদীর ওপারে, একটা বিরাট ও প্রশস্ত ভবন; এবং এটা ঠিক যেনো বাতাসে দাঁড়িয়ে ছিলো, মাটির অনেকটা উপরে।

২৭ এবং এটা মানুষে ভরা ছিলো, বৃদ্ধ ও যুবক, পুরুষ ও মহিলা উভয়েই; এবং তাদের পোশাকের ধরন ছিলো অত্যন্ত আড়ম্বরপূর্ণ; এবং তারা উপহাস করার মনোভাব পোষণ করলো এবং তাদের দিকে আঙ্গুল দেখাচ্ছিলো যারা এসেছিলো এবং ফল খাচ্ছিলো।

২৮ এবং ফল খাওয়ার পর তারা লজ্জা পেলো, তাদের কারণে যারা তাদের উপহাস করছিলো; এবং তারা নিষিদ্ধ পথে পতিত হলো এবং হারিয়ে গেলো।

২৯ এবং এখন আমি, নেফী, আমার পিতার সব বাক্য বললাম না।

৩০ কিন্তু, সংক্ষেপে লিখতে হলে, দেখো, তিনি আরও অনেক লোককে এগিয়ে যেতে দেখলেন; এবং তারা এসে লোহার রডের প্রান্তটা ধরলো; এবং তারা লোহার রডটাকে আখড়ে ধরে, অবিরত তাদের পথে এগোতে লাগলো, যতক্ষণ না তারা বেরিয়ে এসে মাটিতে বসে গাছের ফলটা খেতে পারলো।

৩১ এবং তিনি আরও দেখলেন অন্যান্য জনতারা সেই বিশাল এবং প্রশস্ত ভবনের দিকে এগোতে থাকলো।

৩২ এবং এটা ঘটলো যে ঝর্ণার গভীরে অনেকে ডুবে গেলো; এবং অনেকে তাঁর দৃষ্টি থেকে হারিয়ে গিয়ে, অদ্ভুত রাস্তায় চলতে লাগলো।

৩৩ এবং সেই অদ্ভুত অট্টালিকায় যে ভিড় প্রবেশ করলো, তা বিরাট ছিলো। এবং তারা সেই অট্টালিকায় প্রবেশ করার পরে আমাকে এবং যারা ফল খাচ্ছিলো তাদের প্রতি অবজ্ঞার আঙুল তুললো; কিন্তু আমরা তাদের অগ্রাহ্য করলাম।

৩৪ এগুলো আমার পিতার কথা: কারণ যতজন তাদের কথা গ্রাহ্য করলো, তাদের পতন হলো।

৩৫ এবং আমার পিতা বললেন, লামান ও লেমুয়েল ফলটি খেলো না।

৩৬ এবং এটা ঘটলো যে, আমার পিতা তাঁর স্বপ্নে বা দর্শনের সমস্ত কথা বলার পরে, যেগুলো ছিলো অনেক, তিনি আমাদের বললেন, যে সমস্ত জিনিস তিনি একটা দর্শনে দেখেছিলেন, তাই তিনি লামান এবং লেমুয়েলের জন্য অত্যন্ত ভয় পেয়েছিলেন; হ্যাঁ, তিনিভয় পেয়েছিলেন যে তারা প্রভুর সামনে থেকে বিতাড়িত না হয়।

৩৭ এবং তখন তিনি তাদের কোমল পিতামাতার সমস্ত অনুভূতির সাথে পরামর্শ দিলেন, যাতে তারা তাঁর কথায় মনোযোগ দেয়, যাতে প্রভু অন্তত তাদের প্রতি দয়াশীল হন, এবং তাদের ত্যাগ না করেন; হ্যাঁ, আমার পিতা তাদের কাছে প্রচার করলেন।

৩৮ এবং তাদের কাছে প্রচার করার পরে, এবং তাদের কাছে অনেক বিষয়ে ভবিষ্যদ্বাণী করার পরে, তিনি তাদের প্রভুর আদেশ পালন করতে বললেন; এবং তিনিতাদের সঙ্গে কথা বলা বন্ধ করলেন।