ধর্মশাস্ত্র
১ নেফী ২১


অধ্যায় ২১

মশীহ অযিহূদীদের জন্য একটা আলো হবেন এবং বন্দীদের মুক্ত করবেন—ইস্রায়েল শেষ কালে ক্ষমতার সাথে একত্রিত হবে—রাজারা তাদের পালক পিতা হবে—তুলনা করো যিশাইয় ৪৯ প্রায় ৫৮৮–৫৭০ খ্রীষ্টপূর্ব

এবং আবারও: কর্ণপাত করো, হে ইস্রায়েলের বংশ, তোমরা যারা বিচ্ছিন্ন হয়েছো এবং বিতাড়িত হয়েছো আমার লোকেদের যাজকদের দুষ্টতার কারণে; হ্যাঁ, হে ইস্রায়েলের বংশ, যারা সকলে তোমরা বিচ্ছিন্ন হয়েছো, যারা ছড়িয়ে ছিটিয়ে আছো, যারা আমার প্রজা। শোনো, হে দ্বীপপুঞ্জের লোকেরা, এবং আরও দূরের লোকরা শোনো, আমার প্রতি কর্ণপাত করো; প্রভু আমাকে গর্ভ থেকে ডেকেছেন; আমার মায়ের অন্ত্র থেকে তিনি আমার নাম উল্লেখ করেছেন।

এবং তিনি আমার মুখকে ধারালো তলবারির মতো করে দিয়েছেন; তিনি আমাকে তাঁর হাতের ছায়ায় লুকিয়ে রেখেছেন, এবং আমাকে একটা মসৃণ তীরে পরিণত করেছেন; তিনি আমাকে তাঁর তূণের মধ্যে লুকিয়ে রেখেছেন;

এবং আমাকে বলছেন: তুমি আমার দাস, হে ইস্রায়েল, যার দ্বারা আমি মহিমান্বিত হবো।

তখন আমি বললাম, আমি বৃথা পরিশ্রম করেছি, আমি আমার শক্তি ব্যর্থভাবে ও বৃথাই ব্যয় করেছি; নিশ্চয়ই আমার বিচার প্রভুর দায়িত্বে, এবং আমার কাজ আমার ঈশ্বরের সাথে।

এবং এখন, প্রভু বললেন—যিনি আমাকে গর্ভ থেকে গঠন করেছেন যাতে আমি তাঁর দাস হই, যাকোবকে তাঁর কাছে আবার ফিরিয়ে দাওয়ার জন্য—যদিও ইস্রায়েলকে একত্র করা যাবে না, তবুও আমি প্রভুর চোখে মহিমান্বিত হবো, এবং আমার ঈশ্বর আমার শক্তি হবেন।

এবং তিনি বললেন: এটা একটা তুচ্ছ জিনিস যে তুমি আমার দাস হবে যাতে যাকোবের গোষ্ঠীগুলোকে উত্থাপন করতে পারো, এবং ইস্রায়েলের সংরক্ষিত অংশ পুনরুদ্ধার করার জন্য। আমি তোমাকে অযিহূদীদের কাছে আলো হিসাবে দেবো, যাতে তুমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমার পরিত্রাণ হতে পারো।

এইরুপে প্রভু, ইস্রায়েলের মুক্তিদাতা, তাঁর পবিত্রতম, যাঁকে মানুষ অবজ্ঞা করবে, যাঁকে জাতিরা ঘৃণা করবে, শাসকদের দাসের কাছে বললেন: রাজারা দেখবে এবং উঠবে, রাজপুত্ররাও আরাধনা করবে, প্রভুর কারণে যিনি বিশ্বস্ত।

এইরুপ প্রভু বললেন: এক অনুকূল সময়ে আমি তোমার কথা শুনেছি, হে সাগরের দ্বীপের লোকেরা, এবং পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য করেছি; এবং আমি তোমাকে রক্ষা করবো, এবং তোমাকে আমার দাস দেবো লোকেদের চুক্তির জন্য, পৃথিবীকে প্রতিষ্ঠা করার জন্য, ধ্বংসপ্রাপ্ত সম্পত্তির উত্তরাধিকারী করার জন্য;

যাতে তুমি বন্দীদের বলতে পারো: এগিয়ে যাও; তাদের কাছে যারা অন্ধকারে বসে আছে: নিজেদের আবির্ভূত করো। তারা পথে চলতে চলতে খাবে এবং তাদের চারণভূমি সমস্ত উঁচু স্থানে থাকবে।

১০ তারা ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থাকবে না, তাপ বা সূর্য তাদের আঘাত করবে না; কারণ যিনি তাদের প্রতি করুণা করেছেন তিনি তাদের পথ দেখাবেন, এমনকি জলের ঝর্ণা দিয়েও তাদের পথ দেখাবেন।

১১ এবং আমি আমার সমস্ত পর্বতগুলোতে একটা পথ করবো, এবং আমার রাজপথগুলোকে উন্নত করা হবে।

১২ এবং তখন, হে ইস্রায়েলের বংশ, দেখো, এরা দূর থেকে আসবে; আর দেখো, এরা উত্তর ও পশ্চিম দিক থেকে; আর এরা সীনীম দেশ থেকে আসবে।

১৩ গাও, হে স্বর্গ; এবং আনন্দ করো, হে পৃথিবী; কারণ যাদের পূর্ব দিকে পা আছে তারা প্রতিষ্ঠিত হবে; এবং গাইতে এগিয়ে যাও, হে পর্বতমালা; কারণ তাদের আর আঘাত করা হবে না; কারণ প্রভু তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন, এবং তাঁর দুঃখীদের প্রতি দয়া করবেন।

১৪ কিন্তু, দেখো, সিয়োন বলেছে: প্রভু আমাকে ত্যাগ করেছেন, এবং আমার প্রভু আমাকে ভুলে গেছেন—কিন্তু তিনি দেখাবেন যে তিনি ভুলে যাননি।

১৫ কেননা একজন নারী কি তার স্তন্যদানকারী সন্তানকে ভুলতে পারে, যে তার গর্ভের সন্তানের প্রতি তার করুণা থাকা উচিত নয়? হ্যাঁ, তারা ভুলে যেতে পারে, তবুও আমি তোমাকে ভুলব না, হে ইস্রায়েলের বংশ।

১৬ দেখো, আমি তোমাকে আমার হাতের তালুতে খোদাই করেছি; তোমার শহরের প্রাচীরগুলো আমার সামনে সবসময় আছে।

১৭ তোমার সন্তানেরা তোমার ধ্বংসকারীদের বিরুদ্ধে শীঘ্রই যাবে; এবং যারা তোমাকে ধ্বংস করেছে তারা তোমার কাছ থেকে চলে যাবে।

১৮ চোখ তুলে চারিদিকে দেখো; এরা সবাই নিজদের একত্রিত করেছে, এবং তারা তোমার কাছে আসবে। এবং প্রভু বললেন, যেহেতু আমি বিরাজমান আছি, তুমি অবশ্যই তাদের সকলের দ্বারা পোশাক পরিধানের ন্যায় পরিবেষ্টিত হবে, এবং তাদের বধূর গয়নার মতো বেঁধে রাখবে।

১৯ কারণ তোমার ধ্বংসস্থান ও তোমার জনশূন্য স্থান, এবং তোমার ধ্বংসের ভূমি এখন আরও সংকীর্ণ হবে অধিবাসীদের কারণে; এবং যারা তোমাকে গ্রাস করেছে তারা দূরে থাকবে।

২০ যে সন্তানদের তোমরা পাবে, প্রথমটা হারানোর পরে, তারা আবার তোমাদের কানে বলবে: জায়গাটা আমার পক্ষে খুব সংকীর্ণ; আমাকে জায়গা দাও যাতে আমি বাস করতে পারি।

২১ তখন তোমরা কি মনে মনে বলবে: এগুলো কে আমাকে দিয়েছে, এই দেখে যে আমি আমার সন্তানদের হারিয়েছি, এবং আমি নিঃসঙ্গ, এবং এদিক-ওদিক চলে বেড়াচ্ছি? এবং এগুলোকে কে লালনপালন করেছে? দেখো, আমি একাই ছিলাম; এরা কোথায় ছিলো?

২২ প্রভু ঈশ্বর এই বললেন: দেখো, আমি অযিহূদীদের কাছে আমার হাত বাড়িয়ে দেবো, এবং আমার মান স্থাপন করবো লোকেদের কাছে; এবং তারা তোমাদের ছেলেদের বাহুতে বহন করে নিয়ে আসবে এবং তোমাদের মেয়েদের কাঁধে বহন করে নিয়ে যাবে।

২৩ এবং রাজারা হবে তোমাদের পালক পিতা এবং তাদের রাণীরা হবে তোমাদের পালক মাতা; তারা মাটির দিকে মুখ করে তোমাকে প্রণাম করবে, এবং তোমার পায়ের ধুলো লেহন করবে; এবং তোমরা জানবে যে আমিই প্রভু; কারণ তারা লজ্জিত হবে না যারা আমার জন্য অপেক্ষা করে।

২৪ কেননা পরাক্রমশালীদের কাছ থেকে কি লুটপাঠের জিনিস কেড়ে নেওয়া হবে, অথবা বৈধ বন্দীদের কি উদ্ধার করা হবে?

২৫ কিন্তু প্রভু এই কথা বললেন, এমনকি শক্তিশালীদের কাছ থাকে বন্দীদের নিয়ে যাওয়া হবে, এবং ভয়ঙ্করদের লুটপাঠের জিনিস উদ্ধার করা হবে; কেননা যে তোমার বিরুদ্ধে বিবাদ করে আমি তার সাথে বিবাদ করবো, এবং তোমার সন্তানদের রক্ষা করবো।

২৬ এবং যারা তোমাকে অত্যাচার করবে আমি তাদেরকে তাদের নিজদের মাংস খাওয়াবো; তারা তাদের নিজের রক্তে মাতাল হবে মিষ্টি দ্রাক্ষাসুরার মতো; এবং সমস্ত মানুষ জানবে যে আমি, প্রভু, তোমার ত্রাণকর্তা ও তোমার মুক্তিদাতা, যাকোবের একজন পরাক্রমশালী।