ধর্মশাস্ত্র
১ নেফী ১


নেফীর প্রথম পুস্তক

তাঁর রাজত্ব ও পরিচর্যা কাজ

লেহী ও তার স্ত্রী সারীয়াহ, এবং তাদের চার পুত্রের একটা লিখিত বিবরণ, যাদের নাম হচ্ছে, (জ্যেষ্ঠ থেকে শুরু করে) লামান, লেমুয়েল, সাম, এবং নেফী। প্রভু লেহীকে যিরূশালেমের ভূমি থেকে প্রস্থান করতে সতর্ক করেন, কারণ তিনি জনগণের কাছে তাদের অন্যায় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন এবং তারা তাঁর জীবন ধ্বংস করতে চায়। তিনি তাঁর পরিবারকে নিয়ে প্রান্তরে তিন দিনের যাত্রা করেন। নেফী তাঁর ভাইদের নিয়ে যিহূদীদের নথির পিছনে, যিরূশালেমের ভূমিতে ফিরে যান। তাদের কষ্টভোগের একটা লিখিত বিবরণ। তারা ইশ্মায়েলের কন্যাদের স্ত্রী হিসেবে গ্রহণ করে। তারা তাদের পরিবারকে নিয়ে প্রান্তরে প্রস্থান করে। প্রান্তরে তাদের দুঃখ ও কষ্টভোগ। তাদের যাত্রার পথ। তারা মহা জলরাশির কাছে পৌঁছায়। নেফীর ভাইয়েরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে। তিনি তাদের বিভ্রান্ত করেন, এবং একটা জাহাজ তৈরি করেন। তারা জায়গাটার নাম দেয় প্রাচুর্য। তারা মহা জলরাশি অতিক্রম করে প্রতিশ্রুত ভূমিতে আসে এবং ইত্যাদি। এটা হল নেফীর লিখিত বিবরণ অনুযায়ী; অথবা অন্য কথায়, আমি, নেফী এই নথিটা লিখেছি।

অধ্যায় ১

নেফী তাঁর লোকদের সম্পর্কে নথিটা শুরু করেন—লেহী দর্শনে একটা অগ্নিস্তম্ভ দেখেন এবং ভবিষ্যদ্বাণীর একটা পুস্তক থেকে পাঠ করেন—তিনি ঈশ্বরের প্রশংসা করেন, মশীহের আগমনের পূর্বাভাস দেন, এবং যিরূশালেম ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেন—তিনি যিহুদীদের দ্বারা নির্যাতিত হন। প্রায় ৬০০ খ্রীষ্টপূর্বাব্দে

আমি, নেফী, যেহেতু ভালো পিতা-মাতা থেকে জন্ম গ্রহণ করেছিলাম, সেই কারণেই আমার পিতার সমস্ত শিক্ষাই আমাকে কিছুটা শেখানো হয়েছিলো; এবং যেহেতু আমার জীবনের সময়কালে অনেক দুঃখ দেখেছি, তা সত্ত্বেও, আমার সারাজীবন প্রভুর মহা অনুগ্রহ পাওয়ার কারণে; হ্যাঁ, ঈশ্বরের সদগুণ ও রহস্য সম্পর্কে নিশ্চিত জ্ঞান হয়েছিলো, সেই কারণেই আমি আমার জীবনের কার্যবিবরণীর একটা নথি তৈরি করি।

হ্যাঁ, আমি আমার পিতার ভাষায় একটা নথি তৈরি করি, যা যিহুদীদের শিক্ষা ও মিশরীয়দের ভাষা নিয়ে গঠিত।

এবং আমি জানি, যে নথিটা আমি তৈরি করি তা সত্য; এবং আমি আমার নিজের হাতে এটা তৈরি করি; এবং আমি এটা আমার জ্ঞান অনুসারে তৈরি করি।

অতএব এটা ঘটলো যে, যিহূদার রাজা, সিদিকিয়ের রাজত্বের প্রথম বছরের শুরুতে, (আমার পিতা, লেহী, তাঁর সারাজীবন যিরূশালেমে বসবাস করেছেন); এবং সেই একই বছরে সেখানে অনেক ভাববাদী এসেছিলেন, জনগণের কাছে ভবিষ্যদ্বাণী করতে যে তাদের অবশ্যই অনুতাপ করা উচিত, নতুবা মহান শহর যিরূশালেম অবশ্যই ধ্বংস হবে।

অতএব এটা ঘটলো যে, আমার পিতা, লেহী, যখন তিনি প্রভুর কাছে প্রার্থনা করতে গেলেন, হ্যাঁ, এমনকি তাঁর সমস্ত হৃদয় দিয়ে, তাঁর লোকদের জন্য।

এবং এটা ঘটলো যখন তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন, সেখানে একটা অগ্নিস্তম্ভ এসে তাঁর সামনে একটা পাথরের উপর অধিষ্ঠিত হয়েছিলো; এবং তিনি অনেক কিছু দেখলেন ও শুনতে পেলেন; এবং তিনি যা কিছু দেখেছিলেন ও শুনেছিলেন সে কারণে তিনি অতিশয় শিহরিত ও কম্পিত হয়েছিলেন।

এবং এটা ঘটলো যে, যিরূশালেমে তিনি তাঁর নিজের ঘরে ফিরে গেলেন; এবং তিনি যা কিছু দেখেছিলেন তা দ্বারা ও আত্মার দ্বারা অভিভূত হওয়ার কারণে, তিনি নিজেকে তাঁর বিছানায় নিক্ষেপ করলেন।

এবং এভাবে আত্মার দ্বারা অভিভূত হওয়ার কারণে তাঁকে একটা দর্শনে নিয়ে যাওয়া হলো, এমনকি তিনি দেখলেন যে আকাশমণ্ডল খুলে গেছে, এবং তাঁর মনে হলো তিনি ঈশ্বরকে তাঁর সিংহাসনের উপর বসে থাকতে দেখেছেন, অগণিত স্বর্গদূতের সমাবেশ পরিবেষ্টিত হয়েছে তাঁদের ঈশ্বরের প্রশংসা ও গান গাওয়ার ভঙ্গিতে।

এবং এটা ঘটলো যে, তিনি দেখলেন একজন আকাশমণ্ডলের মধ্যে থেকে নিচে নেমে আসছেন, এবং তিনি লক্ষ্য করলেন যে তাঁর উজ্জ্বলতা দ্বিপ্রহরের সেই সূর্যের চেয়েও অত্যধিক।

১০ এবং তিনি আরও দেখলেন অন্যান্য বারোজন তাঁকে অনুসরণ করছেন, এবং তাঁদের উজ্জ্বলতাও বিতানের মধ্যে সেই তারাদের চেয়েও অধিক।

১১ এবং তাঁরা নিচে নেমে আসেলেন ও ভূমণ্ডলের উপর দিয়ে চলে গেলেন; এবং প্রথমজন এসে আমার পিতার সামনে দাঁড়ালেন, এবং তাঁকে একটা পুস্তক দিলেন, এবং তাঁকে পড়তে আজ্ঞা করলেন।

১২ এবং এটা ঘটলো যে, যখন তিনি পড়লেন, তিনি প্রভুর আত্মাতে পরিপূর্ণ হয়ে উঠলেন।

১৩ এবং তিনি পড়লেন: ধিক, ধিক, যিরূশালেম তোমাকে, কেননা আমি তোমার জঘন্যতা দেখেছি! হ্যাঁ, এবং অনেক কিছুই আমার পিতা যিরূশালেমের ব্যাপারে পড়েছিলেন—যে যিরূশালেম ও এতে বসবাসকারীরা ধ্বংস হবে; অনেকে তরবারি দ্বারা ধ্বংস হবে, এবং অনেককে বাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হবে।

১৪ এবং এটা ঘটলো যে, যখন আমার পিতা অনেক মহান ও বিস্ময়কর জিনিস পড়লেন ও দেখলেন, তিনি প্রভুর কাছে অনেক কিছু বলে উঠলেন; যেমন: হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, মহান ও বিস্ময়কর আপনার কাজসকল! আপনার সিংহাসন আকাশমণ্ডলের মধ্যে উচ্চ, এবং আপনার ক্ষমতা, সদগুণ, এবং করুণা, পৃথিবীতে বসবাসকারী সকলের উপরে রয়েছে; এবং, যেহেতু আপনি করুনাময়, সেহেতু আপনি চাইবেন না যারা আপনার কাছে আসে, তারা ধ্বংস হোক!

১৫ এবং তাঁর ঈশ্বরের প্রশংসাতে আমার পিতার কথাগুলো এই প্রকার ছিলো; এবং তিনি যা দেখেছিলেন, হ্যাঁ, প্রভু তাকে যা দেখিয়েছিলেন, সেই কারণে তাঁর আত্মা উল্লসিত হয়েছিলো, এবং তাঁর সমস্ত হৃদয় পরিপূর্ণ হয়ে উঠলো।

১৬ এবং আমি, নেফী, আমার পিতা যা কিছু লিখেছিলেন তার সম্পূর্ণ লিখিত বিবরণ তৈরি করছি না, কারণ তিনি অনেক কিছুই লিখেছিলেন যা তিনি দর্শনে ও স্বপ্নে দেখেছিলেন; এবং তিনি আরও অনেক কিছু লিখেছিলেন যা তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং তাঁর সন্তানদের কাছে বলেছিলেন, সেই ব্যাপারে আমি সম্পূর্ণ লিখিত বিবরণ তৈরি করবো না।

১৭ কিন্তু আমার জীবনের কাজকর্মের একটা নথি আমি তৈরি করবো। দেখো, যে ফলকগুলো আমি আমার নিজের হাতে তৈরি করেছি তার উপর, আমি আমার পিতার নথির সংক্ষিপ্তকরণ করছি; অতএব, আমার পিতার নথিটা সংক্ষিপ্তকরণ করার পরে আমি আমার নিজের জীবনের একটা লিখিত বিবরণ তৈরি করবো।

১৮ অতএব, আমি চাই তোমরা জানো যে, প্রভু আমার পিতা, লেহীকে অনেক বিস্ময়কর জিনিস দেখানোর পরে, হ্যাঁ, যিরূশালেমের ধ্বংসের ব্যাপারে, দেখো তিনি জনগণের মাঝে গিয়ে, ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন এবং তিনি যা দেখেছিলেন ও শুনেছিলেন সেগুলো সম্পর্কে তাদের কাছে ঘোষণা করতে লাগলেন।

১৯ এবং এটা ঘটলো যে, তিনি তাদের বিষয়ে যেসব সাক্ষ্য দিয়েছিলেন সেই কারণে যিহূদীরা তাঁর উপহাস করেছিলো; কারণ তিনি সত্যই তাদের মন্দতা ও তাদের জঘন্যতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলেন; এবং তিনি যা কিছু দেখেছিলেন ও শুনেছিলেন, এবং আরও যা কিছু পুস্তকটাতে পড়েছিলেন, যেটা স্পষ্টভাবে একজন মশীহের আগমন, এবং আরও বিশ্বজগতের মুক্তির ব্যাপারে প্রকাশ করেছে, সেই সব কিছুর বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছিলেন।

২০ এবং যিহূদীরা যখন এই কথাগুলো শুনতে পেলো তারা তাঁর উপর রেগে গেল; হ্যাঁ, যেমন করে প্রাচীনকালের ভাববাদীদের সাথেও করেছিলো, যাদের তারা বিতারিত করেছিলো, এবং পাথর মেরেছিলো, এবং হত্যা করেছিলো; এবং আরও তারা আমার পিতার জীবন কেড়ে নিতে চেয়েছিলো। কিন্তু দেখো, আমি, নেফী, তোমাদেরকে দেখাবো যে প্রভুর স্নেহপূর্ণ করুণা তাদের সকলের উপর আছে যাদের বিশ্বাসের কারণে তিনি তাদের মনোনীত করেছেন, এমনকি মুক্তির ক্ষমতার জন্য তাদের শক্তিশালী করতে।

Print