ধর্মশাস্ত্র
১ নেফী ৪


অধ্যায় ৪

নেফী প্রভুর আজ্ঞাতে লাবানকে হত্যা করেন এবং তারপরে কৌশলে পিতলের ফলকগুলো সুরক্ষিত করেন—সোরম প্রান্তরে লেহীর পরিবারের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে, আমি আমার ভাইদের সাথে কথা বলেছিলাম, বললাম: চলো আমরা আবার উপরে যিরূশালেমে যাই, এবং প্রভুর আজ্ঞা পালনে বিশ্বস্ত হই; কারণ দেখো, তিনি সমস্ত পৃথিবীর চেয়ে শক্তিশালী, তাহলে লাবান ও তার পঞ্চাশ জনের, হ্যাঁ, এমনকি তার দশ হাজার জনের চেয়েও শক্তিশালী কেন নয়?

অতএব চলো আমরা উপরে যাই; চলো আমরা মোশির মতো শক্তিশালী হই; কারণ তিনি লোহিত সাগরের জলের সাথে কথা বলেছিলেন এবং সেটা এদিক-ওদিক ভাগ হয়ে গিয়েছিলো এবং আমাদের পিতৃপুরুষরা তার মধ্যে দিয়ে, বন্দীদশা থেকে, শুকনো মাটিতে এসেছিলেন, এবং ফরৌণের সৈন্যরা তাঁদের অনুসরণ করেছিলো এবং লোহিত সাগরের জলে ডুবে গিয়েছিলো।

এখন দেখো, তোমরা জানো যে, এটা সত্য; এবং তোমরা এও জানো যে, একজন স্বর্গদূত তোমাদের সাথে কথা বলেছেন; সেক্ষেত্রে তোমরা কিভাবে সন্দেহ করতে পারো? চলো আমরা উপরে যাই; আমাদের পিতৃপুরুষদের মতো আমাদের উদ্ধার করার, এবং মিশরীয়দের মতো লাবানকে ধ্বংস করার জন্য, প্রভুর যথেষ্ট ক্ষমতা রয়েছে।

আমি যখন এই কথাগুলো বললাম, তারা তখনও রাগান্বিত ছিলো, এবং বচসা করতে থাকলো; তবুও আমরা যিরূশালেমের প্রাচীরের বাইরে না আসা পর্যন্ত তারা আমাকে অনুসরণ করেছিলো।

এবং তখন রাত ছিলো; এবং আমি তাদের প্রাচীরের বাইরে লুকিয়ে থাকতে বলেছিলাম। এবং তারা নিজেদের লুকানোর পর, আমি, নেফী, শহরে ঢুকে লাবানের ঘরের দিকে এগিয়ে গেলাম।

এবং আমি আত্মার দ্বারা পরিচালিত হয়েছিলাম, আমার যা করা উচিত তা আগে থেকে জানতাম না।

তবুও আমি এগিয়ে গিয়েছিলাম, এবং লাবানের ঘরের কাছে এসে একজন লোককে দেখতে পেলাম, এবং সে আমার সামনে মাটিতে পড়ে আছে, কারণ সে মদ্যপান করে নেশাগ্রস্থ ছিলো।

এবং আমি তার কাছে গিয়ে দেখতে পেলাম যে সে লাবান।

এবং আমি তার তরবারি দেখলাম, এবং আমি তার খাপ থেকে তা বের করে নিলাম; এবং এর হাতলটা ছিলো খাঁটি সোনার, এবং এর কারুকাজ ছিলো অত্যন্ত সূক্ষ্ম, এবং আমি দেখলাম যে অস্ত্রের ফলকটা সবচেয়ে মূল্যবান ইস্পাতের ছিলো।

১০ এবং এটা ঘটলো যে, আমি লাবানকে হত্যা করতে আত্মার দ্বারা বাধ্য হয়েছিলাম; কিন্তু আমি মনে মনে বললাম: আমি কখনো মানুষের রক্ত ঝরাইনি। এবং আমি দ্বিধা করছিলাম এবং চাইছিলাম যে আমি তাকে হত্যা না করি।

১১ এবং আত্মা আমাকে আবার বললেন: দেখো প্রভু তাকে তোমার হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, এবং আমিও জানতাম যে সে আমার নিজের জীবন কেড়ে নিতে চেয়েছিলো; হ্যাঁ, এবং সে কোন মতেই প্রভুর আজ্ঞা পালন করবে না; এবং সে আমাদের সম্পত্তিও কেড়ে নিয়েছিলো।

১২ এবং এটা ঘটলো যে, সেই আত্মা আমাকে আবার বললেন: তাকে হত্যা করো, কারণ প্রভু তাকে তোমার হাতে তুলে দিয়েছেন;

১৩ দেখো প্রভু তার ন্যায়ের উদ্দেশ্য সামনে আনতে দুষ্টদের হত্যা করেন। একটা জাতি অবিশ্বাসে হ্রাস ও ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে একজন মানুষের ধ্বংস হওয়া ভালো।

১৪ এবং এখন, যখন আমি, নেফী, এই কথাগুলো শুনেছিলাম, তখন আমার প্রভুর সেই কথাগুলো মনে পড়েছিলো যা তিনি প্রান্তরে, আমাকে বলেছিলেন যে: যদি তোমার বংশধর আমার আজ্ঞাসকল পালন করে, তারা প্রতিশ্রুতির ভূমিতে সমৃদ্ধি লাভ করবে।

১৫ হ্যাঁ, এবং আমি আরও ভেবেছিলাম যে তারা মোশির আইন অনুসারে প্রভুর আজ্ঞা পালন করতে পারে না, যদি তাদের কাছে আইন না থাকে।

১৬ এবং আমি আরও জানতাম যে, আইন পিতলের ফলকে খোদাই করা হয়েছে।

১৭ এবং আবার, আমি জানতাম যে প্রভু লাবানকে এই কারণে আমার হাতে তুলে দিয়েছিলেন—যাতে আমি তার আজ্ঞা অনুসারে ফলকগুলো পেতে পারি।

১৮ অতএব আমি আত্মার কণ্ঠস্বরের বাধ্য হয়েছিলাম, এবং লাবানের মাথার চুল ধরে, তার নিজের তরবারি দিয়ে তার মাথাটা কেটে ফেললাম।

১৯ এবং আমি তার নিজের তরবারি দিয়ে তার মাথা কেটে ফেলার পর, আমি লাবানের বস্ত্রগুলো নিয়ে আমার নিজের শরীরে পরিধান করলাম; হ্যাঁ, এমনকি সম্পূর্ণভাবে; এবং আমি আমার কোমরে তার বর্ম বেঁধেছিলাম।

২০ এবং এই কাজ করার পর, আমি লাবানের কোষাগারের দিকে গেলাম। এবং আমি যখন লাবানের কোষাগারের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখো, আমি লাবানের সেই দাসকে দেখলাম যার কাছে কোষাগারের চাবিগুলো ছিলো। এবং আমি লাবানের কণ্ঠস্বরে তাকে আজ্ঞা করলাম যে, সে যেনো আমার সাথে কোষাগারে যায়।

২১ এবং সে আমাকে তার প্রভু লাবান বলে মনে করেছিলো, কারণ সে আমার বস্ত্রগুলো ও কোমরে বাঁধা তরবারি দেখেছিলো।

২২ এবং সে আমাকে যিহূদীদের প্রবীণদের বিষয়ে বলেছিলো, কারণ সে জানতো যে তার প্রভু, লাবান, রাতে তাদের সাথে বাইরে ছিলো।

২৩ এবং আমি তার সাথে লাবানের মতো করে কথা বলেছিলাম।

২৪ এবং আমি তাকে এও বলেছিলাম যে, পিতলের ফলকে খোদাই করা জিনিসগুলো, আমার বড় ভাইদের কাছে নিয়ে যেতে হবে, যারা প্রাচীরের বাইরে ছিলো।

২৫ এবং আমি আরও তাকে আজ্ঞা করেছিলাম যাতে সে আমাকে অনুসরণ করে।

২৬ এবং সে মনে করেছিলো যে আমি মণ্ডলীর ভাইদের কথা বলছিলাম, এবং আমি সত্যিই সেই লাবান যাকে আমি হত্যা করেছিলাম, তাই সে আমাকে অনুসরণ করেছিলো।

২৭ এবং সে আমাকে অনেকবার যিহূদীদের প্রবীণদের সম্বন্ধে বললো, যখন আমি আমার ভাইদের কাছে যাচ্ছিলাম, যারা প্রাচীরের বাইরে ছিলো।

২৮ এবং এটা ঘটলো যে, যখন লামান আমাকে দেখেছিলো তখন সে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলো, এবং লেমুয়েল এবং সামও। এবং তারা আমার সামনে থেকে পালিয়ে গেল; কারণ তারা মনে করেছিলো যে সে হলো লাবান, এবং সে আমাকে হত্যা করেছে এবং তাদের জীবনও কেড়ে নিতে চাইছে।

২৯ এবং এটা ঘটলো যে, আমি তাদেরকে পিছন থেকে ডাকলাম, এবং তারা আমাকে শুনতে পেয়েছিলো; তাই তারা আমার সামনে থেকে পালানো বন্ধ করেছিলো।

৩০ এবং এটা ঘটলো যে, লাবানের দাস যখন আমার ভাইদের দেখলো তখন সে কাঁপতে শুরু করলো, এবং আমার সামনে থেকে পালিয়ে যিরূশালেম শহরে ফিরে যাচ্ছিলো।

৩১ এবং এখন আমি, নেফী, আকারে বড় একজন মানুষ, এবং প্রভুর অনেক শক্তিও পেয়েছি, তাই আমি লাবানের দাসকে ধরে ফেলেছিলাম, এবং তাকে আটকেছিলাম, যাতে সে পালিয়ে না যেতে পারে।

৩২ এবং এটা ঘটলো যে, আমি তার সাথে কথা বলেছিলাম যে, সে যদি আমার কথা শোনে, জীবন্ত প্রভুর দিব্যি, এবং আমার দিব্যি, তারপরেও যদি সে আমাদের কথা শোনে, তবে আমরা তার জীবন রক্ষা করবো।

৩৩ এবং আমি তাকে শপথ করে বলেছিলাম, যে তার ভয় পাওয়ার দরকার নেই; সে যদি আমাদের সাথে প্রান্তরে যায়, তবে সে আমাদের মতো একজন স্বাধীন মানুষ হবে।

৩৪ এবং আমি আরও তাকে বলেছিলাম: অবশ্যই প্রভু আমাদের এই কাজটা করতে আজ্ঞা করেছেন; এবং আমরা কি প্রভুর আজ্ঞা পালনে অধ্যবসায়ী হবো না? অতএব, তুমি যদি নিচে আমার পিতার কাছে প্রান্তরে যেতে চাও, তবে তুমি আমাদের সাথে বসবাস করতে পারবে।

৩৫ এবং এটা ঘটলো যে, আমি যে কথাগুলো বললাম তাতে সোরম সাহস পেয়েছিলো। এখন সোরম ছিলো সেই দাসের নাম; এবং সে প্রতিজ্ঞা করেছিলো যে সে নিচে প্রান্তরে আমাদের পিতার কাছে যাবে। হ্যাঁ, এবং সে আমাদের কাছে শপথও করেছিলো যে, সেই সময় থেকে সে আমাদের সাথে থাকবে।

৩৬ এখন আমরা চেয়েছিলাম যে সে এই কারণে আমাদের সাথে থাকুক, যাতে যিহূদীরা আমাদের প্রান্তরে পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে না পারে, কারণ আমরা ভয় পেয়েছিলাম যে তারা আমাদের তাড়া করবে এবং আমাদের ধ্বংস করবে।

৩৭ এবং এখন এটা ঘটলো যে, সোরম যখন আমাদের কাছে শপথ করেছিলো, তখন তার সম্পর্কে আমাদের ভয় বন্ধ হয়ে গেলো।

৩৮ এবং এটা ঘটলো যে, আমরা পিতলের ফলকগুলো এবং লাবানের দাসকে নিয়ে প্রান্তরে চলে গেলাম, এবং আমাদের পিতার তাঁবুর দিকে যাত্রা করলাম।

Print