ধর্মশাস্ত্র
১ নেফী ৬


অধ্যায় ৬

নেফী ঈশ্বরের বিষয়গুলো সম্পর্কে লেখেন—নেফীর উদ্দেশ্য হলো মানুষকে আব্রাহমের ঈশ্বরের কাছে আসতে এবং পরিত্রাণ পেতে রাজি করানো। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন আমি, নেফী, আমার নথির এই অংশে আমার পিতৃপুরুষদের বংশবৃতান্ত বর্ণনা করছি না; আমি যে ফলকগুলো লিখছি, পরে সেগুলোতেও আমি কোনো সময় তা বর্ণনা করবো না; কারণ এটা আমার পিতার দ্বারা সংরক্ষিত নথিতে লেখা আছে; অতএব, আমি এটা এই পুস্তকে লিখছি না।

কারণ আমার এটা বলাই যথেষ্ট যে, আমরা যোষেফের বংশধর।

এবং আমি মনে করি না যে, আমার পিতার সমস্ত বিষয়গুলোর সম্পূর্ণ হিসাব দেওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এই ফলকগুলোতে লেখা যাবে না, কারণ আমি এমন জায়গা চাই যাতে ঈশ্বরের বিষয়গুলো সম্পর্কে সেখানে লিখতে পারি।

কারণ আমার সম্পূর্ণ উদ্দেশ্য হলো আমি মানুষকে আব্রাহমের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর, এবং যাকোবের ঈশ্বরের কাছে আসতে রাজি করাতে পারি, এবং যাতে তারা পরিত্রাণ পেতে পারে।

অতএব, জগতের জন্য যা কিছু আনন্দদায়ক সে সব ব্যাপারে আমি লিখি না, বরং সেই সব কিছু লিখি যা ঈশ্বরের কাছে আনন্দদায়ক ও যারা জাগতিক আনন্দের মধ্যে নেই তাদের কাছেও।

অতএব, আমি আমার বংশধরদের আজ্ঞা দেব যে, তারা এই ফলকগুলোতে এমন জিনিসগুলো লিখে পূর্ণ করবে না যা মনুষ্য সন্তানদের কাছে মূল্যহীন।

Print