অধ্যায় ১৬
দুষ্টরা সত্যকে কঠিন মনে করে—লেহীর পুত্ররা ইশ্মায়েলের কন্যাদের বিয়ে করে—লিয়াহোনা প্রান্তরে তাদের পথ দেখায়—প্রভুর বার্তাগুলো সময়ে সময়ে লিয়াহোনার উপরে লেখা হয়—ইশ্মায়েল মারা যান; দুর্দশার কারণে তাঁর পরিবার অভিযোগ করে। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো যে আমি, নেফী, আমার ভাইদের সাথে কথা বলা শেষ করার পরে, দেখো তারা আমাকে বললো: তুমি আমাদের কাছে কঠিন জিনিস ঘোষণা করেছো, যেটা আমাদের সহ্য করার ক্ষমতার চেয়েও বেশি।
২ এবং এটা ঘটলো যে, আমি তাদের বললাম যে আমি জানি যে আমি সত্য অনুসারে, দুষ্টদের বিরুদ্ধে কঠিন কথা বলেছি; এবং আমি ধার্মিকদের প্রতি ন্যায় বলেছি, এবং সাক্ষ্য দিয়েছি যে শেষ দিনে তাদের উন্নীত করা হবে; তাই, দোষীরা সত্যকে কঠিন বলে মনে করে, কারণ এটি তাদের একেবারে ভেতরে দংশন করে।
৩ এবং এখন আমার ভাইয়েরা, যদি তোমরা ধার্মিক হতে এবং সত্য শুনতে ইচ্ছুক হতে, এবং তাতে মনোযোগ দিতে, যাতে তোমরা ঈশ্বরের সামনে ন্যায়পরায়ণভাবে চলতে পারো, তাহলে তোমরা সত্যের বিরুদ্ধে বচসা করতে না এবং বলতে না: তুমি কঠিন কথা বলেছো আমাদের বিরুদ্ধে।
৪ এবং এটা ঘটলো যে আমি, নেফী, আমার ভাইদের, সমস্ত অধ্যবসায়ের সাথে, প্রভুর আজ্ঞাসকল পালন করার জন্য উৎসাহিত করলাম।
৫ এবং এটা ঘটলো যে, তারা প্রভুর সামনে বিনীত হলো; এতটাই যে তাদের প্রতি আমার আনন্দ এবং বড় আশা হলো, যে তারা ধার্মিকতার পথে হাঁটবে।
৬ এখন, এই সমস্ত কিছু বলা ও করা হয়েছিলো যখন আমার পিতা একটা তাঁবুতে উপত্যকায় থাকতেন যেটাকে তিনি লেমুয়েল বলে ডাকতেন।
৭ এবং এটা ঘটলো যে আমি, নেফী, ইশ্মায়েলের কন্যাদের মধ্যে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম; এছাড়াও, আমার ভাইয়েরা ইশ্মায়েলের কন্যাদের স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলো; এবং সোরমও ইশ্মায়েলের জ্যেষ্ঠ কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলো।
৮ এবং এইভাবে আমার পিতা প্রভুর সমস্ত আজ্ঞা পালন করেছিলেন যা তাঁকে দেওয়া হয়েছিলো। এবং, আমিও, নেফী, প্রভুর অত্যধিক আশীর্বাদ পেয়েছিলাম।
৯ এবং এটা ঘটলো যে, প্রভুর কণ্ঠস্বর রাতে আমার পিতার সাথে কথা বললেন, এবং তাঁকে আদেশ দিলেন যে আগামীকাল তাঁর যাত্রা প্রান্তরে নিয়ে যেতে হবে।
১০ এবং এটা ঘটলো যে, আমার পিতা যখন সকালে উঠলেন, এবং তাঁবুর দরজার দিকে এগিয়ে গেলেন, তখন তাঁর মহা আশ্চর্যে তিনিমাটিতে কৌতূহলী কারুকার্যের একটি বৃত্তাকার গোলক দেখতে পেলেন; এবং তা সূক্ষ্ম পিতলের ছিলো। এবং গোলকের মধ্যে দুইটা কাটা ছিলো; এবং তার মধ্যে একটা পথ নির্দেশ করে প্রান্তরে যেখানে আমাদের যেতে হবে।
১১ এবং এটা ঘটলো যে, আমদের প্রান্তরে যা যা নিয়ে যাওয়া উচিত, এবং প্রভু আমাদেরকে যা দিয়েছিলেন সেগুলোর সমস্ত অবশিষ্টাংশ আমরা একত্রিত করেছি; এবং আমরা প্রান্তরে যে সব রকমের বীজ নিতে পেরেছিলাম, তা নিয়েছিলাম।
১২ এবং এটা ঘটলো যে, আমরা আমাদের তাঁবু নিয়ে প্রান্তরে চলে গেলাম, লামান নদীর ওপারে।
১৩ এবং এটা ঘটলো যে, আমরা চার দিনের জন্য ভ্রমণ করলাম, প্রায় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে, এবং আমরা আবার আমাদের তাঁবু খাটালাম; এবং আমরা সেই জায়গাটার নাম শাসের রেখেছিলাম।
১৪ এবং এটা ঘটলো যে, আমরা আমাদের ধনুক এবং আমাদের তীরগুলো নিয়েছিলাম, এবং আমাদের পরিবারের জন্য খাবার আনতে প্রান্তরে গিয়েছিলাম শিকার করতে; এবং আমরা আমাদের পরিবারের জন্য খাবার শিকার করে, শাসেরে আবার আমাদের পরিবারের কাছে ফিরে আসি। এবং আমরা আবার প্রান্তরে রওনা হলাম, একই দিক অনুসরণ করে, প্রান্তরের সবচেয়ে উর্বর অংশে, যেগুলো লোহিত সাগরের ধারে ছিলো।
১৫ এবং এটা ঘটলো যে, আমরা অনেক সময়কাল ধরে ভ্রমণ করলাম, পথের পাশে আমাদের ধনুক এবং আমাদের তীর, এবং আমাদের পাথর, এবং আমাদের গুলতি দিয়ে শিকার করে।
১৬ এবং আমরা গোলকটার নির্দেশনা অনুসরণ করতাম, যা আমাদের প্রান্তরের আরও উর্বর অংশে নিয়ে গিয়েছিলো।
১৭ এবং আমরা অনেক দিনের জন্য ভ্রমণ করার পরে, আমরা কিছু সময়ের জন্য আমাদের তাঁবু খাটাই, যাতে আমরা আবার বিশ্রাম নিতে পারি এবং আমাদের পরিবারের জন্য খাবার যোগাড় করতে পারি।
১৮ এবং এটা ঘটলো যে আমি, নেফী, খাবার শিকার করতে গিয়েছিলাম, দেখো, আমি আমার ধনুকটা ভেঙে ফেললাম, যা সূক্ষ্ম ইস্পাতের তৈরি ছিলো; এবং আমি আমার ধনুক ভাঙ্গার পরে, দেখো, আমার ভাইরা আমার উপর রাগ করেছিলো আমার ধনুক হারানোর জন্য, কারণ আমরা খাবার পাইনি।
১৯ এবং এটা ঘটলো যে, আমরা আমাদের পরিবারের কাছে খাবার ছাড়াই ফিরে এলাম, এবং তাদের ভ্রমণের কারণে অনেক ক্লান্ত হয়ে পড়াতে, তারা অনেক কষ্ট পেলো খাবারের অভাবে।
২০ এবং এটা ঘটলো যে লামান এবং লেমুয়েল এবং ইশ্মায়েলের পুত্ররা খুব বচসা করা শুরু করেছিলো, প্রান্তরে তাদের দুঃখকষ্ট ও দুর্দশার কারণে; আর আমার পিতাও তার ঈশ্বর প্রভুর বিরুদ্ধে বচসা করলেন; হ্যাঁ, এবং তারা সকলেই অত্যন্ত দুঃখিত ছিলো, তাই প্রভুর বিরুদ্ধে বচসা করলো।
২১ এখন এটা ঘটলো যে আমি, নেফী, আমার ধনুক হারানোর কারণে আমার ভাইদের সাথে কষ্ট পেলাম, এবং তাদের ধনুকগুলোর স্থিতিস্থাপকতা হারানোর কারণে, এটা অত্যন্ত কঠিন হতে শুরু করেছিলো, হ্যাঁ, এতটাই যে আমরা কোনও খাবার সংগ্রহ করতে পারিনি।
২২ এবং এটা ঘটলো যে আমি, নেফী, আমার ভাইদের সাথে অনেক কথা বলেছিলাম, কারণ তারা আবার তাদের হৃদয় কঠোর করেছিলো, এমনকি তাদের প্রভু ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছিলো।
২৩ এবং এটা ঘটলো যে আমি, নেফী, কাঠ থেকে একটা ধনুক, এবং একটা সোজা লাঠি থেকে, একটা তীর তৈরি করলাম; তাই, আমি একটা ধনুক এবং একটা তীর, একটা গুলতি এবং কিছু পাথর নিয়ে তৈরি হলাম। আর আমি আমার পিতাকে বললাম: আমি কোথায় যাবো খাবার আনতে?
২৪ এবং এটা ঘটলো যে, তিনি প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, কারণ তারা আমার কথায় নিজেদের নম্র করেছিলো; কারণ আমি আমার আত্মার শক্তি দিয়ে তাদের কাছে অনেক কিছু বলেছিলাম।
২৫ এবং এটা ঘটলো যে, প্রভুর কণ্ঠস্বর আমার পিতার কাছে এলো; এবং প্রভুর বিরুদ্ধে তাঁর অভিযোগের কারণে তাঁকে সত্যই শাসন করা হয়েছিলো, এতটাই যে তাঁকে দুঃখের গভীরে নামতে হয়েছিলো।
২৬ এবং এটা ঘটলো যে, প্রভুর কণ্ঠস্বর তাঁকে বললেন: গোলকটার দিকে তাকাও, এবং যা লেখা আছে তা দেখো।
২৭ এবং এটা ঘটলো যে, যখন আমার পিতা গোলকের উপরে লেখা জিনিসগুলো দেখেছিলেন, তখন তিনি ভয় পেয়ে অত্যন্ত কাঁপছিলো, এবং আমার ভাইয়েরাও এবং ইসমাইলের ছেলেরাও এবং আমাদের স্ত্রীরাও।
২৮ এবং এটা ঘটলো যে আমি, নেফী, গোলকের মধ্যে থাকা নির্দেশকগুলো দেখলাম, যে তারা আমাদের বিশ্বাস এবং অধ্যবসায় এবং মনোযোগ অনুসারে কাজ করেছিলো যতটা আমরা তাদের দিয়েছি।
২৯ এবং তাদের উপরে একটা নতুন লেখাও লেখা ছিলো, যা পড়তে সহজ ছিলো, যা আমাদের প্রভুর পথ সম্বন্ধে বোধগম্যতা দিয়েছিলো; এবং আমরা এটাকে যতটা বিশ্বাস ও অধ্যবসায় দিয়েছিলাম, সেই অনুসারে এটা লেখা হচ্ছিলো এবং সময়ে সময়ে পরিবর্তন হচ্ছিলো। এবং এইভাবে আমরা দেখতে পাই যে ছোট উপায়ে প্রভু মহান জিনিসগুলো ঘটাতে পারেন।
৩০ এবং এটা ঘটলো যে আমি, নেফী, গোলকটার উপর দেওয়া নির্দেশ অনুসারে, পাহাড়ের চূড়ায় উঠলাম।
৩১ এবং এটা ঘটলো যে, আমি বন্য জন্তুদের শিকার করলাম, এতটাই যে আমি আমাদের পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করলাম।
৩২ এবং এটা ঘটলো যে, আমি আমাদের তাঁবুতে ফিরে এলাম, যে জন্তুগুলোকে আমি শিকার করেছিলাম তা বহন করে; এবং এখন যখন তারা দেখলো যে আমি খাবার পেয়েছি, তখন কতটাই না তাদের আনন্দ হলো! এবং এটা ঘটলো যে তারা প্রভুর সামনে নিজেদের নম্র করলো, এবং তাঁকে ধন্যবাদ জানালো।
৩৩ এবং এটা ঘটলো যে, আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম, প্রায় একই পথ ভ্রমণ করলাম যা শুরুতে করেছিলাম; এবং আমরা অনেক সময়কাল ধরে ভ্রমণ করার পরে আমরা আবার আমাদের তাঁবু খাটালাম, যাতে আমরা কিছু সময়কালের জন্য বিশ্রাম নিতে পারি।
৩৪ এবং এটা ঘটলো যে, ইশ্মায়েল মারা গেলেন, এবং নহম নামক একটা স্থানে তাকে সমাধিস্থ করা হলো।
৩৫ এবং এটা ঘটলো যে, ইশ্মায়েলের কন্যারা তাদের পিতাকে হারানোর জন্য, এবং প্রান্তরে তাদের দুঃখকষ্টের জন্য, অত্যন্ত শোক করেছিলো; এবং আমার পিতা তাদের যিরূশালেমের ভূমি থেকে বের করে আনার জন্য তাঁর বিরুদ্ধে তারা বচসা করলো, এই বলে: আমাদের পিতা মারা গেছেন; হ্যাঁ, এবং আমরা প্রান্তরে অনেক ঘুরেছি, এবং আমরা অনেক কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, এবং ক্লান্তি সহ্য করেছি; এবং এই সমস্ত যন্ত্রণার পরে আমাদেরকে এই প্রান্তরেই ক্ষুধায় ধ্বংস হতে হবে।
৩৬ এবং এইভাবে তারা আমার পিতার বিরুদ্ধে, এবং আমার বিরুদ্ধেও বচসা করলো; এবং তারা আবার যিরূশালেমে ফিরে যেতে চাইলো।
৩৭ এবং লামান লেমুয়েলকে এবং ইশ্মায়েলের পুত্রদের কাছেও বললো: দেখো, চলো আমরা আমাদের পিতাকে, এবং আমাদের ভাই নেফীকেও হত্যা করি, যে আমাদের শাসক এবং আমাদের শিক্ষক হওয়ার দায়িত্ব নিজের ওপর নিয়েছে, যারা নাকি তার বড় ভাই তাদের ওপর।
৩৮ এখন, সে বলছে যে প্রভু নাকি তার সাথে কথা বলেছেন, এবং স্বর্গদূতরাও নাকি তার পরিচর্যা করেছে। কিন্তু দেখো, আমরা জানি যে সে আমাদের কাছে মিথ্যা বলছে; এবং সে আমাদের এই জিনিসগুলো বলছে, এবং তার ধূর্ত কলা দ্বারা অনেক কিছু কাজ করছে, যাতে সে আমাদের চোখকে ফাঁকি দিতে পারে, হয়তো এই ভেবে যে, সে আমাদেরকে কোনো অদ্ভুত এক প্রান্তরে নিয়ে যাবে; এবং আমাদেরকে দূরে নিয়ে যাওয়ার পরে, সে নিজেকে হয়তো একজন রাজা এবং আমাদের উপর শাসক করার কথা ভাবছে, যাতে সে তার ইচ্ছা এবং খুশি অনুসারে আমাদের সাথে যা খুশি করতে পারে। এবং এই প্রকারে আমার ভাই লামান তাদের অন্তরে রাগ জাগিয়ে তোলে।
৩৯ এবং এটা ঘটলো যে, প্রভু আমাদের সাথে ছিলেন, হ্যাঁ, এমনকি প্রভুর কন্ঠস্বর এসে তাদের কাছে অনেক কথা বলেছিলেন, এবং তাদের অত্যন্তভাবে শাসন করলেন; এবং প্রভুর কণ্ঠে শাসিত হওয়ার পরে তারা তাদের রাগ ক্ষান্ত করলো, এবং তাদের পাপের জন্য অনুতাপ করলো, এতটাই যে প্রভু আমাদেরকে আবার খাবার দিয়ে আশীর্বাদ করলেন, যার কারণে আমরা বিনষ্ট হইনি।