অধ্যায় ১৭
নেফীকে একটা জাহাজ তৈরি করার আদেশ দেওয়া হয়—তার ভাইয়েরা তার বিরোধিতা করে-—ইস্রায়েলের সাথে ঈশ্বরের আচরণের ইতিহাস বর্ণনা করে সে তাদের উৎসাহিত করে—নেফী ঈশ্বরের শক্তিতে পূর্ণ হয়—তার ভাইদের তাকে স্পর্শ করতে নিষেধ করা হয়, পাছে তারা শুকনো ঘাসের মতো শুকিয়ে যায়। প্রায় ৫৯২–৫৯১ খ্রীষ্টপূর্ব
১ এবং এটা ঘটলো যে আমরা আবার প্রান্তরে যাত্রা করলাম; এবং সেই সময় থেকে আমরা প্রায় পূর্ব দিকে ভ্রমণ করেছি। এবং আমরা প্রান্তরে ভ্রমণ করেছি এবং অনেক কষ্টের মধ্য দিয়ে হেঁটেছি; এবং আমাদের মহিলারা প্রান্তরে সন্তান প্রসব করেছিলো।
২ এবং আমাদের উপর প্রভুর আশীর্বাদ এতটাই মহৎ ছিল যে, আমরা যখন প্রান্তরে কাঁচা মাংস আহারে জীবনযাপন করতাম, তখন আমাদের মহিলারা তাদের সন্তানদের জন্য প্রচুর স্তন্যদান করেছিলো, এবং তারা শক্তিশালী ছিলো, হ্যাঁ, এমনকি পুরুষদের মতো; এবং তারা অভিযোগ না করেই তাদের যাত্রা সহ্য করতে লাগলো।
৩ এবং এইভাবে আমরা দেখতে পাই যে ঈশ্বরের আজ্ঞা অবশ্যই পালন করতে হবে। এবং যদি এমন হয় যে মানুষের সন্তানরা ঈশ্বরের আজ্ঞা পালন করে তাহলে তিনি তাদের লালন-পালন করেন, এবং তাদের শক্তিশালী করেন, এবং তিনি তাদের যা আজ্ঞা করেছেন যেটার দ্বারা সম্পন্ন করতে পারে এমন উপায় প্রদান করেন; সেইজন্য, তিনি আমাদের জন্য উপায় প্রদান করেছিলেন যখন আমরা প্রান্তরে বসবাস করেছিলাম।
৪ এবং আমরা বহু সময়কাল ধরে সেই প্রান্তরে বসবাস করেছিলাম, হ্যাঁ, এমনকি আট বছর ধরে।
৫ এবং আমরা সেই ভূমিতে এসেছিলাম যেটাকে আমরা প্রাচুর্য বলতাম, কারণ এখানে প্রচুর ফল ছিল এবং বন্য মধুও ছিল; এবং এই সমস্ত জিনিস প্রভুর দ্বারা প্রস্তুত করা হয়েছিলো যাতে আমরা ধ্বংস না হই। এবং আমরা সমুদ্র দেখেছি, যাকে আমরা ইরিয়েন্টাম বলেছি, যেটার, অনুবাদ হচ্ছে, মহা জলরাশি।
৬ এবং এটা ঘটলো যে আমরা সমুদ্রের ধারে আমাদের তাঁবু খাটালাম; এবং যদিও আমরা অনেক কষ্ট এবং অনেক অসুবিধা সহ্য করেছি, হ্যাঁ, এমনকি এতটাই যে আমরা সেগুলো লিখতে পারিনি, আমরা যখন সমুদ্রতীরে এসেছিলাম তখন আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম; এবং প্রচুর ফলের কারণে আমরা জায়গাটাকে প্রাচুর্য বলে ডাকতাম।
৭ এবং এটা ঘটলো যে আমি, নেফী, অনেক দিন ধরে প্রাচুর্যের ভূমিতে থাকার পরে, প্রভুর কণ্ঠস্বর আমার কাছে এসেছিলো, এই বললেন: ওঠো এবং তুমি পাহাড়ে যাও। এবং এটা ঘটলো যে আমি দাড়ালাম এবং পাহাড়ে উঠে প্রভুর কাছে মিনতি করলাম।
৮ এবং এটা ঘটলো যে প্রভু আমার সাথে কথা বললেন, তিনি বললেন যে: তুমি একটা জাহাজ তৈরি করবে, আমি তোমাকে যেভাবে দেখাবো সে অনুসারে, যাতে আমি তোমার লোকদের এই জলের ওপারে নিয়ে যেতে পারি।
৯ এবং আমি বললাম: প্রভু, আমি কোথায় যাবো যাতে আমি আকরিক পেতে পারি গলানোর জন্য, যাতে আপনি আমাকে যে পদ্ধতি দেখিয়েছেন সে অনুসারে আমি জাহাজটা তৈরি করার সরঞ্জাম বানাতে পারি?
১০ এবং এটা ঘটলো যে প্রভু আমাকে বলেছিলেন যে আমি আকরিক খুঁজতে কোথায় যাবো, যা দিয়ে আমি সরঞ্জাম বানাতে পারি।
১১ এবং এটা ঘটলো যে আমি, নেফী, পশুদের চামড়া থেকে, একটা হাপর তৈরি করেছিলাম আগুনে ফুঁ দেওয়ার জন্য; এবং একটা হাপর তৈরি করার পর, যা দিয়ে আগুনে ফুঁ দেওয়া যাবে, আমি আগুন জ্বালানোর জন্য দুটো পাথর একসাথে আঘাত করেছিলাম।
১২ কারণ প্রভু এখনও পর্যন্ত আমাদের বেশি আগুন জ্বালানোর অনুমতি দেননি আমাদের প্রান্তরে যাত্রা করার সময়; কারণ তিনি বলেছিলেন: আমি তোমাদের খাবার সুস্বাদু করবো, যাতে তোমাদের এটা রাঁধতে না হয়;
১৩ আর আমি প্রান্তরেও তোমাদের আলো হবো; আমি তোমাদের সামনে পথ প্রস্তুত করবো যদি তোমরা আমার আজ্ঞা পালন করো; অতএব, তোমরা আমার আজ্ঞা যতোটাই পালন করবে ততোটাই প্রতিশ্রুত ভূমির দিকে অগ্রসর হবে; আর তোমরা জানবে যে আমার দ্বারাই তোমরা চালিত হচ্ছো।
১৪ হ্যাঁ, এবং প্রভু আরও বলেছেন যে: তোমরা প্রতিশ্রুত ভূমিতে পৌছানোর পরে, তোমরা জানবে যে আমিই, প্রভু, হোলাম ঈশ্বর; এবং আমি, প্রভু, তোমাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি; হ্যাঁ, আমি তোমাদের যিরূশালেমের ভূমি থেকে বের করে এনেছি।
১৫ সেইজন্য, আমি, নেফী, প্রভুর আদেশ পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, এবং আমি আমার ভাইদের বিশ্বস্ততা ও পরিশ্রমের জন্য উৎসাহিত করেছিলাম।
১৬ এবং এটা ঘটলো যে আমি সরঞ্জাম তৈরি করেছিলাম আকরিক থেকে যা আমি পাথর থেকে গলিয়েছিলাম।
১৭ এবং যখন আমার ভাইয়েরা দেখলো যে আমি একটা জাহাজ বানাতে চলেছি, তখন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলো, বললো: আমাদের ভাই একটা বোকা, কারণ সে মনে করে সে একটা জাহাজ বানাতে পারবে; হ্যাঁ, এবং সে এও মনে করে যে সে এই বিশাল জলরাশি পার হতে পারবে।
১৮ এবং এইভাবে আমার ভাইয়েরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলো, এবং তারা চেয়েছিলো পরিশ্রম না করতে, কারণ তারা বিশ্বাস করেনি যে আমি একটা জাহাজ তৈরি করতে পারি; তারা এও বিশ্বাস করেনি যে আমাকে প্রভুর নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ এবং এখন এটা ঘটলো যে আমি, নেফী, অত্যন্ত দুঃখিত ছিলাম তাদের হৃদয়ের কঠোরতার জন্য; এবং যখন তারা দেখলো যে আমি দুঃখিত হতে শুরু করেছি তখন তারা তাদের হৃদয়ে আনন্দিত হয়েছিলো, এতটাই যে তারা আমাকে নিয়ে আনন্দ করেছিলো, বলেছিলো: আমরা জানতাম যে তুমি একটা জাহাজ তৈরি করতে পারবে না, কারণ আমরা জানতাম যে তোমার বিচারের অভাব ছিলো; অতএব, তুমি এত বড় কাজ সম্পন্ন করতে পারবে না।
২০ এবং তুমি আমাদের পিতার মতো, তার হৃদয়ের মূর্খ কল্পনা দ্বারা পরিচালিত হয়েছো; হ্যাঁ, সে আমাদের যিরূশালেমের ভূমি থেকে বের করে এনেছে, এবং আমরা এত বছর ধরে প্রান্তরে ঘুরেছি; এবং আমাদের মহিলারা পরিশ্রম করেছে, গর্ভবতী হয়েছে; এবং তারা প্রান্তরে সন্তানের জন্ম দিয়েছে এবং সব কিছু ভোগ করেছে, মৃত্যু ছাড়া; এবং এই দুর্দশা সহ্য করার চেয়ে যিরূশালেম থেকে বের হয়ে আসার আগেই তারা মারা গেলে ভালো হতো।
২১ দেখো, এই বহু বছর আমরা প্রান্তরে কষ্টভোগ করেছি, সেই সময় হয়তো আমরা আমাদের সম্পত্তি এবং আমাদের উত্তরাধিকারের জমি ভোগ করতে পারতাম; হ্যাঁ, এবং আমরা খুশি হতে পারতাম।
২২ এবং আমরা জানি যে যিরূশালেমের ভূমিতে যারা ছিলো তারা ধার্মিক লোক ছিলো; কারণ তারা প্রভুর আইন ও বিচার এবং তাঁর সমস্ত আজ্ঞা, মোশির আইন অনুসারে পালন করেছিলো; অতএব, আমরা জানি যে তারা হলো একটা ধার্মিক লোকের দল; এবং আমাদের পিতা তাদের বিচার করেছে, এবং আমাদের দূরে নিয়ে গেছে কারণ আমরা তার কথা শুনবো; হ্যাঁ, এবং আমাদের ভাই তার মতো। এবং এই ধরনের ভাষায় আমার ভাইয়েরা আমাদের বিরুদ্ধে বচসা ও অভিযোগ করেছে।
২৩ এবং এটা ঘটলো যে আমি, নেফী, তাদের সাথে কথা বলেছিলাম, বললাম: তোমরা কি বিশ্বাস করো যে আমাদের পিতৃপুরুষরা, যারা ইস্রায়েল-সন্তান, তাদের কি মিশরীয়দের হাত থেকে বের করে নিয়ে যাওয়া যেতো যদি তারা প্রভুর কথা না শুনতো?
২৪ হ্যাঁ, তোমরা কি মনে করো যে তারা দাসত্ব থেকে বের হয়ে আসতো, যদি প্রভু মোশিকে আদেশ না দিতেন যে সে তাদের দাসত্ব থেকে বের করে আনবে?
২৫ এখন তোমরা জানো ইস্রায়েল-সন্তানরা দাসত্বে ছিলো; এবং তোমরা জানো যে তাদের কাজের বোঝা ছিলো, যা বহন করা কঠিন ছিলো; অতএব, তোমরা জানো যে এটা অবশ্যই তাদের জন্য একটা ভালো জিনিস হয়েছিলো, যে তাদের অবশ্যই দাসত্ব থেকে বের করে আনা হয়েছিলো।
২৬ এখন তোমরা জানো যে মোশিকে সেই মহান কাজটা করার জন্য প্রভুর আদেশ দেওয়া হয়েছিলো; আর তোমরা জানো যে তার কথায় লোহিত সাগরের জল এদিকে ও ওদিকে বিভক্ত হয়েছিলো, এবং তারা শুকনো মাটির উপর দিয়ে পার হয়ে গিয়েছিলো।
২৭ কিন্তু তোমরা জানো যে মিশরীয়রা লোহিত সাগরে ডুবে গিয়েছিলো, যারা ফরৌণের সেনাবাহিনী ছিলো।
২৮ আর তোমরা এটাও জানো যে প্রান্তরে তাদের মান্না খাওয়ানো হয়েছিলো।
২৯ হ্যাঁ, এবং তোমরা এটাও জানো যে মোশি, তার মধ্যে থাকা ঈশ্বরের ক্ষমতা অনুসারে তাঁর কথার দ্বারা পাথরে আঘাত করেছিল, এবং সেখান থেকে জল বের হয়েছিলো, যাতে ইস্রায়েল-সন্তানরা তাদের তৃষ্ণা মেটাতে পারে।
৩০ এবং তারা পরিচালিত হওয়া সত্ত্বেও, প্রভু তাদের ঈশ্বর, তাদের মুক্তিদাতা, তাদের আগে এগিয়ে গিয়েছেন, দিনে তাদের পরিচালনা করেছেন এবং রাতে তাদের আলো দিয়েছেন, এবং তাদের জন্য সেই সবকিছু করছেন যা মানুষের জন্য পাওয়া উপযুক্ত, তারা তাদের হৃদয়কে কঠোর করেছিলো এবং তাদের মনকে অন্ধ করেছিলো, এবং মোশি ও সত্য এবং জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করেছিলো।
৩১ এবং এটা ঘটলো যে তাঁর কথা অনুসারে তিনি তাদের ধ্বংস করলেন; এবং তাঁর বাক্য অনুসারে তিনি তাদের পরিচালনা করলেন; এবং তাঁর বাক্য অনুসারে তিনি তাদের জন্য সমস্ত কিছু করেছিলেন; এবং সেখানে এমন কিছুই ছিলো না যা তাঁর বাক্য ছাড়া করা হয়েছিলো।
৩২ এবং তারা যর্দ্দন নদী পার হওয়ার পর তিনি তাদের খুব শক্তিশালী করেছিলেন ভূমির সন্তানদের সরিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, তাদের ছড়িয়ে দেওয়া হয়েছিলো ধ্বংসের দিকে।
৩৩ এবং এখন, তোমরা কি মনে করো যে এই ভূমির সন্তানেরা, যারা প্রতিশ্রুত ভূমিতে ছিলো, যাদের আমাদের পিতৃপুরুষদের দ্বারা তাড়িয়ে দেওয়া হয়েছিলো, তোমরা মনে করো যে তারা কি ধার্মিক ছিলো? দেখো, আমি তোমাদের বলছি, না।
৩৪ তোমরা কি মনে করো যে আমাদের পিতৃপুরুষেরা ভূমির সন্তানদের চেয়ে বেশি মননীত হতো যদি ভূমির সন্তানেরা ধার্মিক হতো? আমি তোমাদের বলছি, না।
৩৫ দেখো, প্রভু সমস্ত প্রাণীকে এক মনে করেন; যে ধার্মিক সে ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত হয়। কিন্তু দেখো, এই লোকরা ঈশ্বরের প্রতিটা কথা প্রত্যাখ্যান করেছিলো, এবং তারা অন্যায়ে পরিপক্ক হয়েছিলো; এবং ঈশ্বরের ক্রোধের পূর্ণতা তাদের উপর ছিলো; এবং প্রভু তাদের বিরুদ্ধে সেই ভূমিটাকে অভিশপ্ত করেছিলেন, এবং এটাকে আমাদের পিতাদের জন্য আশীর্বাদ করেছিলেন; হ্যাঁ, তিনি তাদের ধ্বংসের জন্য সেটার বিরুদ্ধে অভিশাপ দিয়েছিলেন, এবং তিনি আমাদের পিতাদের কাছে এটা আশীর্বাদ করেছিলেন যাতে তারা এটার উপর ক্ষমতা লাভ করে।
৩৬ দেখো, প্রভু পৃথিবী সৃষ্টি করেছেন যাতে সেখানে বাস করা যায়; এবং তিনি তাঁর সন্তানদের সৃষ্টি করেছেন যাতে তারা তা অধিকার করে।
৩৭ এবং তিনি একটা ধার্মিক জাতি গড়ে তোলেন, এবং দুষ্ট জাতিগুলোকে ধ্বংস করেন।
৩৮ এবং তিনি ধার্মিকদের মূল্যবান ভূমিতে নিয়ে যান, এবং দুষ্টদের তিনি ধ্বংস করেন, এবং তাদের জন্য ভূমিকে অভিশপ্ত করেন।
৩৯ তিনি উচ্চে স্বর্গে শাসন করেন, কারণ সেটা তাঁর সিংহাসন, এবং এই পৃথিবী তাঁর পাদপীঠ।
৪০ এবং তিনি তাদের ভালোবাসেন যারা তাঁকে তাদের ঈশ্বর হিসেবে পেতে চায়। দেখো, তিনি আমাদের পিতৃপুরুষদের ভালবাসতেন, এবং তিনি তাদের সাথে চুক্তি করেছিলেন, হ্যাঁ, এমনকী আব্রাহম, ইসহাক এবং যাকোব; এবং তিনি যে চুক্তি করেছিলেন তা মনে রেখেছেন; তাই, তিনি তাদের মিশর দেশ থেকে বের করে আনলেন।
৪১ এবং তিনি প্রান্তরে তাঁর দন্ড দিয়ে তাদের সংশোধন করলেন; কারণ তারা তাদের হৃদয়কে কঠোর করেছে, যেমন তোমাদের আছে; এবং প্রভু তাদের অন্যায়ের জন্য তাদের সংশোধন করলেন। তিনি তাদের মধ্যে জ্বলন্ত উড়ন্ত সাপ পাঠালেন; এবং তাদের কামড়ানোর পর তিনি একটা উপায় প্রস্তুত করেছিলেন যাতে তারা সুস্থ হয়; এবং তাদের যে কাজটা করার ছিলো তা হলো দেখা; এবং সেই সরল বা সহজ উপায়ের কারণে, অনেক লোক মারা গিয়েছিলো।
৪২ এবং তারা সময়ে সময়ে তাদের হৃদয় কঠোর করেছে, এবং তারা মোশির বিরুদ্ধে নিন্দা করেছে, এবং ঈশ্বরের বিরুদ্ধেও; তবুও, তোমরা জানো যে তারা তাঁর অতুলনীয় ক্ষমতা দ্বারা পরিচালিত হয়েছিলো প্রতিশ্রুত ভূমিতে।
৪৩ এবং এখন, এই সমস্ত কিছুর পরে, এমন সময় এসেছে যে তারা দুষ্ট হয়ে উঠেছে, হ্যাঁ, প্রায় পরিপক্ক হয়ে গেছে; এবং আমার জানা নেই কিন্তু তারা শীঘ্রই ধ্বংস হতে চলেছে; কারণ আমি জানি যে সেই দিন অবশ্যই আসবে যে তাদের অবশ্যই ধ্বংস হতে হবে, কেবল কয়েকজন ছাড়া, যাদেরকে বন্দীদশায় নিয়ে যাওয়া হবে।
৪৪ তাই, প্রভু আমার পিতাকে আদেশ দিয়েছিলেন যে সে প্রান্তরে চলে যাক; এবং ইহুদীরাও তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিলো; হ্যাঁ, এবং তোমরাও তার প্রাণ কেড়ে নিতে চেয়েছো; অতএব, তোমরা অন্তরে খুনী এবং তোমরাও তাদের মতো।
৪৫ তোমরা অন্যায় করতে দ্রুত কিন্তু তোমাদের ঈশ্বর প্রভুকে স্মরণ করতে ধীর। তোমরা একজন স্বর্গদূতকে দেখেছো, এবং সে তোমাদের সঙ্গে কথা বলেছিলো; হ্যাঁ, তোমরা সময়ে সময়ে তার কণ্ঠস্বর শুনেছো; এবং সে তোমাদের সাথে একটা শান্ত কোমল কণ্ঠে কথা বলেছে, কিন্তু তোমরা এতটাই অনুভূতিহীন ছিলে যে তোমরা তার কথা অনুভব করতে পারোনি; সেইজন্য, সে তোমাদের সাথে বজ্রের শব্দের মত কথা বলেছে, যার ফলে ভূমি এমনভাবে কেঁপে উঠল যেনো বিভক্ত হয়ে যাচ্ছে।
৪৬ এবং তোমরা এটাও জানো যে তাঁর সর্বশক্তিমান বাক্যের শক্তি দ্বারা তিনি পৃথিবীর অস্তিত্ব শেষ করে দিতে পারেন; হ্যাঁ, এবং তোমরা জানো যে তাঁর কথার দ্বারা তিনি রুক্ষ জায়গাগুলোকে মসৃণ করতে পারেন, এবং মসৃণ জায়গাগুলো ভেঙে দেওয়া হবে। ওহে, তাহলে, কিভাবেতোমরা তোমাদের হৃদয়ে এত কঠিন হতে পারো?
৪৭ দেখো, আমার আত্মা তোমাদের জন্য যন্ত্রণায় ছিন্ন হয়েছে, এবং আমার হৃদয় ব্যথিত হয়েছে; আমি ভয় করি পাছে তোমরা চিরকালের জন্য বিতাড়িত হবে। দেখো, এতটাই আমি ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ, যে আমার শরীরে কোন শক্তি নেই।
৪৮ এবং এখন এমন হলো যে আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন তারা আমার উপর রেগে গিয়েছিলো, এবং আমাকে সমুদ্রের গভীরে ফেলে দিতে চেয়েছিলো; এবং যখন তারা আমাকে ধরার জন্য এগিয়ে এসেছিলো তখন আমি তাদেরকে বলেছিলাম: সর্বশক্তিমান ঈশ্বরের নামে, আমি তোমাদের আদেশ দিচ্ছি যে তোমরা আমাকে স্পর্শ করো না, কারণ আমি ঈশ্বরের শক্তিতে পরিপূর্ণ, এমনকি আমার মাংসও এতটাই পরিপূর্ণ; যে আমাকে ধরবে সে শুকনো নলখাগড়ামতো শুকিয়ে যাবে; আর সে ঈশ্বরের ক্ষমতার সামনে শূন্যের মতো হবে, কারণ ঈশ্বর তাকে আঘাত করবেন।
৪৯ এবং এটা ঘটলো যে আমি, নেফী, তাদের বলেছিলাম যে তারা তাদের পিতার বিরুদ্ধে আর অভিযোগ না করে; কিংবা তারা আমার থেকে তাদের পরিশ্রম বন্ধ না করে, কারণ ঈশ্বর আমাকে আদেশ করেছিলেন যে আমাকে একটা জাহাজ তৈরিাকরতে হবে।
৫০ এবং আমি তাদের বলেছিলাম: যদি ঈশ্বর আমাকে সব কিছু করার আদেশ দিতেন তবে আমি সেগুলো করতে পারতাম। যদি তিনি আমাকে আদেশ করেন যে আমি এই জলকে বলি, তুমি ভূমি হও, এটা ভূমি হবে; এবং যদি আমি এটা বলি, এটা হবে।
৫১ এবং এখন, যদি প্রভুর এত মহান ক্ষমতা থাকে, এবং তিনি মনুষ্য সন্তানদের মধ্যে এত আশ্চর্য্য কাজ সম্পন্ন করেছেন, তবে তিনি কীভাবে আমাকে নির্দেশ দিতে পারেন না যে আমি একটা জাহাজ তৈরি করবো?
৫২ এবং এটা ঘটলো যে আমি, নেফী, আমার ভাইদের কাছে অনেক কিছু বলেছিলাম, যার ফলে তারা অপমানিত হয়েছিলো এবং আমার বিরুদ্ধে বিবাদ করতে পারেনি; এমনকি বহুদিন পর্যন্ত, তারা আমার গায়ে হাত তুলতেও সাহস করেনি, আঙুল দিয়ে স্পর্শ করতেও সাহস পায়নি। এখন ঈশ্বরের আত্মা এতটাই শক্তিশালী ছিলো, যে তারা তা করারও সাহস করে না যাতে তারা আমার সামনে বিনষ্ট না হয়ে যায়; এবং এইভাবে এটা তাদের উপর ঘটানো হয়েছিলো।
৫৩ এবং এটা ঘটলো যে প্রভু আমাকে বললেন: তোমার ভাইদের প্রতি তোমার হাত আবার প্রসারিত করো, এবং তারা তোমার সামনে বিনষ্ট হয়ে যাবে না, কিন্তু আমি তাদের হতবাক করবো, প্রভু বলেন, এবং আমি এটা করবো, যাতে তারা জানতে পারে আমিই প্রভু তাদের ঈশ্বর।
৫৪ এবং এটা ঘটলো যে আমি আমার ভাইদের প্রতি আমার হাত প্রসারিত করলাম, কিন্তু তারা আমার সামনে বিনষ্ট হলো না; কিন্তু প্রভু তাদের কম্পিত করেছিলেন, এমনকি সেই বাক্য অনুসারে যা তিনি বলেছিলেন।
৫৫ এবং এখন, তারা বলেছিল: আমরা নিশ্চিতভাবে জানি যে প্রভু তোমার সাথে আছেন, কারণ আমরা জানি যে প্রভুর শক্তিই আমাদের কম্পিত করেছে। এবং তারা আমার সামনে পড়ে গেল, এবং আমাকে আরাধনা করতে যাচ্ছিলো, কিন্তু আমি তাদের সম্মতি দেবো না, এই বলে: আমি তোমাদের ভাই, হ্যাঁ, এমনকি তোমাদের ছোট ভাই; সেইজন্য, তোমারা প্রভু ঈশ্বরের আরাধনা করো এবং তোমাদের পিতা ও মাতাকে সম্মান করো, যেনো তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের যে ভূমি দেবেন সেই ভূমিতে তোমাদের দিন দীর্ঘ হয়।