ধর্মশাস্ত্র
১ নেফী ৯


অধ্যায় ৯

নেফী দুটো নথি তৈরি করেন—প্রত্যেকটাকে নেফীর ফলক বলা হয়—বড় ফলকে একটা ধর্মনিরপেক্ষ ইতিহাস রয়েছে; ছোটটা প্রাথমিকভাবে পবিত্র জিনিস নিয়ে আলোচনা করে। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং আমার পিতা এই সমস্ত কিছুই দেখেছেন, ও শুনেছেন, এবং বলেছেন, যখন তিনিলেমুয়েল উপত্যকায়, একটা তাঁবুতে বাস করতেন, এবং আরও অনেক কিছু যা এই ফলকে লেখা যাবে না।

এবং এখন, আমি যেমন এই ফলকগুলির বিষয়ে কথা বলেছি, দেখো এগুলি সেই ফলক নয় যেগুলির উপর আমি আমার লোকেদের ইতিহাসের সম্পূর্ণ বিবরণ লিখবো; কারণ যে ফলকের উপর আমি আমার লোকেদের পূর্ণ বিবরণ দিই, আমি তার নাম নেফী দিয়েছি; সেইজন্য, আমার নিজের নাম অনুসারে, তাদেরকে নেফীর ফলক বলা হয়; এবং এই ফলকগুলিকেও নেফীর ফলক বলা হয়।

তবুও, আমি প্রভুর আজ্ঞা পেয়েছি যে আমি এই ফলকগুো তৈরি করি, বিশেষ উদ্দেশ্যের জন্য যাতে আমার লোকদের পরিচর্যার একটা লিখিত বিবরণ খোদাই থাকে।

অন্যান্য ফলকের উপরে রাজাদের রাজত্বকাল, এবং আমার লোকদের যুদ্ধ ও বিবাদের বিবরণ খোদাই করা থাকবে; কিন্তু এই ফলকগুলো প্রধানত পরিচর্যার জন্য; এবং অন্যান্য ফলকগুলো প্রধানত রাজাদের রাজত্বের এবং আমার লোকদের যুদ্ধ এবং বিবাদের জন্য।

সেইজন্য, প্রভু আমাকে এই ফলকগুলো তাঁর একটা জ্ঞানময় উদ্দেশ্যের জন্য তৈরি করার আদেশ দিয়েছেন, যার উদ্দেশ্য আমি জানি না।

কিন্তু প্রভু সব কিছু জানেন শুরুর থেকেই; অতএব, তিনি মনুষ্য সন্তানদের মধ্যে তাঁর সমস্ত কাজ সম্পন্ন করার জন্য একটা উপায় প্রস্তুত করেন; কারণ দেখো, তাঁর সমস্ত কথা পূর্ণ করার সমস্ত ক্ষমতা তাঁরই আছে। এবং এইভাবে এটা হয়। আমেন।

Print