নেফী দর্শনে অযিহূদীদের মধ্যে স্থাপিত শয়তানের মন্ডলী দেখলেন, এবং আমেরিকার আবিষ্কার এবং উপনিবেশ, বাইবেলের অনেক সাধারণ এবং মূল্যবান অংশের হারিয়ে যাওয়া, অযিহূদীদের ধর্মত্যাগের পরিণতি, সুসমাচারের পুনঃপ্রতিষ্ঠা, শেষকালীন ধর্মগ্রন্থের আবির্ভাব, এবং সিয়োন নির্মাণও দেখলেন। প্রায় ৬০০–৫৯২ খ্রীষ্টপূর্বাব্দে